১৮.১২.২০২০
বরাবর
উপমহাব্যবস্থাপক
আঞ্চলিক বিপণন বিভাগ
মানিকগঞ্জ-১৮৫০
বিষয়ঃ বন্যায় ক্ষতিগ্রস্থ গ্যাস লাইন মেরামতের জন্য আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা আরিচা মহাসড়কের পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার শিবালয় থানার হাইওয়ের পাশে এবারের বন্যায় পানি উঠে যা এই এলাকার তিতাস গ্যাসের পাইপের লাইনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এই কারণে ১০.১২.২০২০ হতে আজ অবধি আমাদের টেপড়া-দশচিড়া এলাকার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে যা আমাদের জন জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। তাই সংশ্লিষ্ট গ্যাস লাইন দ্রুত আবশ্যক হয়ে পড়েছে।
অতএব, আপনার কাছে আকুল আবেদন এই যে, যথাসম্ভব দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্থ গ্যাস লাইন মেরামত করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে আপনার মর্জি হয় ।
বিনীত নিবেদক
দশচিড়া গ্রামবাসী
দশচিড়া, টেপড়া, শিবালয় ।
Today marks the 49 years of our existence as a sovereign nation. On this day in 1971, our struggle for independence following a nine-month war was rewarded with a richly deserved victory that came at the cost of unimaginable loss of life and persecution. We should always remember with a deep sense of gratitude, the enormous contributions of the freedom fighters who fought and bled on the ground and the leading role of Bangabandhu and his four trusted lieutenants in steering us to this moment, Together, their efforts and sacrifices, as well as that of countless other individuals both at home and abroad, paved the way for the fulfilment of the Bengali dream for self-determination.
= স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে আজ আমরা ৪৯ বছর পার করছি। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাস ব্যাপী যুদ্ধে অকল্পনীয় ক্ষতি আর দুঃখ দুর্দশার বিনিময়ে এই বহুল আকাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জিত হয়েছিল। সর্বদাই গভীর কৃতজ্ঞতাভরে তাদের এই অবদান স্মরণ করা উচিৎ। মুক্তিযোদ্ধাদের অসীম অবদান যারা আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল এবং এই রক্ত দিয়েছিল যাতে বঙ্গবন্ধু ও তার চার সহযোগীর বিশ্বস্ত হাতে আমাদের পরিচালনার ভার ন্যস্ত হয়। বাঙালির এই আত্ম- প্রত্যয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে মুক্তিযোদ্ধাদের প্রচেষ্টা ও ত্যাগের সাথে সাথে এদেশের অগণিত মানুষের এবং বিদেশীদের ত্যাগ সহযোগিতা করেছিল।