স্বাস্থ্য অধিদপ্তর || মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি) (18-12-2020) || 2020

All

সকল বিষয়

উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য হলো উপসর্গ থাকে শব্দ বা ধাতুর আগে আর প্রত্যয় থাকে পরে।

সোনার বাংলা গড়বো মোরা' হলো করণ কারক। উল্লেখ্য, ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়।

নীল যে আকাশ = নীলাকাশ হলো কর্মধারয় সমাস। উল্লেখ্য, যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।

‘লাজুক লতা' (১৯৫৪) গ্রন্থটির রচয়িতা হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। এটি মানিক বন্দোপাধ্যায়ের একটি ছোটগল্প। তাঁর রচিত অন্যান্য গল্পগ্রন্থগুলোঃ অতসী মামী ও অন্যান্য গল্প (১৯৩৫), প্রাগৈতিহাসিক (১৯৩৭), মিহি ও মোটা কাহিনী (১৯৩৮), সরীসৃপ (১৯৩৯), বৌ (১৯৪৩), সমুদ্রের স্বাদ (১৯৪৩) ইত্যাদি ।

বাংলা গদ্যে বিরাম চিহ্ন ব্যবহারের কৃতিত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
6.

বাগীশ

Created: 2 months ago | Updated: 7 hours ago

বাগীশ = বাক্ + ঈশ

সন্ধি বিচ্ছেদ করুনঃ
7.

ষড়যন্ত্র

Created: 2 months ago | Updated: 4 days ago

ষড়যন্ত্র = ষট্ + যন্ত্ৰ ৷

শব্দের আদিতে বসে না এমন দুটি বাংলা ধ্বনি হলো ‘ঙ এবং ঞ'। উল্লেখ্য, শব্দের আদিতে বসে না এমন বাংলা ব্যঞ্জনবর্ণ ৬টি। এগুলো হলোঃ ঙ, ঞ, ৎ, ং,ঃ, ।

ত, থ, দ, ধ, ন'। উল্লেখ্য, এই পাঁচটি বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণে জিহ্বা সম্মুখে প্রসারিত হয় এবং অগ্রভাগে ওপরের দাঁতের পাটির গোড়ার দিকে স্পর্শ করে। এদের বলা হয় দন্ত্য ধ্বনি।

বিপরীত শব্দ লিখঃ
10.

অনুরূক্ত

Created: 2 months ago | Updated: 4 days ago

অনুরূক্ত = বিরক্ত।

বিপরীত শব্দ লিখঃ
11.

অলস

Created: 2 months ago | Updated: 4 days ago

অলস = পরিশ্রমী ।

সমার্থক শব্দ লিখুন (২ টি করে):
12.

কপাল

Created: 2 months ago | Updated: 7 hours ago

কপাল এর সমার্থক শব্দঃ ললাট; ভাগ্য; অদৃষ্ট; বিধিলিপি; করোটি; মাথার খুলি ইত্যাদি ।

সমার্থক শব্দ লিখুন (২ টি করে):
13.

ধন

Created: 2 months ago | Updated: 7 hours ago

ধন এর সমার্থক শব্দঃ টাকাকড়ি; অর্থ; সম্পদ; সম্বল ইত্যাদি।

এক কথায় প্রকাশ করুনঃ
14.

গমন করার ইচ্ছা

Created: 2 months ago | Updated: 4 days ago

গমন করার ইচ্ছা = জিগমিষা ।

এক কথায় প্রকাশ করুনঃ
15.

যে নারী সাগরে বিচরণ করে

Created: 2 months ago | Updated: 4 days ago

যে নারী সাগরে বিচরণ করে = সাগরিকা।

অর্থসহ বাক্য রচনা করুন
16.

কতশত

Created: 2 months ago | Updated: 4 days ago

কতশত (অসংখ্য বা অপরিমেয়): কতশত আছে নীতি কথামালা, বাস্তবে কেউ মানে না ।

অর্থসহ বাক্য রচনা করুন
17.

কচুবনের

Created: 2 months ago | Updated: 4 days ago

কচুবনের কালাচাঁদ (অপদার্থ): সুমনের মত এমন কচুবনের কালাচাঁদ আর দেখিনি বাবা ।

Created: 2 months ago | Updated: 4 days ago

তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন

= তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন।

Created: 2 months ago | Updated: 4 days ago

বাংলাদেশ একটি উন্নতশীল দেশ

= বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।

Fill in the blanks with appropriate article / preposition:
20.

He is ____ European.

Created: 2 months ago | Updated: 7 hours ago

He is a European. বাক্যের অর্থঃ তিনি একজন ইউরোপীয়ান ।

Fill in the blanks with appropriate article / preposition:
21.

He is ____ L.L.B.

Created: 2 months ago | Updated: 4 days ago

He is an L.L.B.  বাক্যের অর্থঃ তিনি একজন এল.এল.বি. পাশ ব্যক্তি।

Fill in the blanks with appropriate article / preposition:
22.

He is _____ one-eyed man.

Created: 2 months ago | Updated: 4 days ago

He is a one-eyed man.  বাক্যের অর্থঃ তিনি একজন কানা (একচোখা) মানুষ ।

Fill in the blanks with appropriate article / preposition:
23.

The cat fond ____ milk.

Created: 2 months ago | Updated: 7 hours ago

The cat fond of milk.  বাক্যের অর্থঃ বিড়াল দুধ পছন্দ করে।

Fill in the blanks with appropriate article / preposition:
24.

He is blind ____ one-eye.

Created: 2 months ago | Updated: 7 hours ago

He is blind of one-eye. ( বাক্যের অর্থঃ তার এক চোখ কানা ৷

Fill in the blanks with appropriate article / preposition:
25.

My house is adjacent ____ the school.

Created: 2 months ago | Updated: 4 days ago

My house is adjacent to the school.  বাক্যের অর্থঃ স্কুলের পাশেই আমার বাড়ি।

Make sentences with following phrase & idioms:
26.

Man of letters

Created: 2 months ago | Updated: 7 hours ago

Man of letters (জ্ঞানী ব্যাক্তি/শিক্ষিত ব্যাক্তি): Mr. Niamot is a man of letters.

Make sentences with following phrase & idioms:
27.

Hard and Fast

Created: 2 months ago | Updated: 4 days ago

Hard and fast (বাধা ধরা): There is no such hard and fast rule in this matter.

Make sentences with following phrase & idioms:
28.

All on a sudden

Created: 2 months ago | Updated: 4 days ago

All on a sudden (হঠাৎ): All on a sudden the wall collapsed and the dog ran away.

Make sentences with following phrase & idioms:
29.

Bag and baggage

Created: 2 months ago | Updated: 4 days ago

Bag and baggage (তল্পিতল্প): He left the place bag and baggage.

Make sentences with following phrase & idioms:
30.

Red letter day

Created: 2 months ago | Updated: 4 days ago

Red letter day (স্মরণীয় দিন): 30 December is a red letter day in my life.

Created: 2 months ago | Updated: 4 days ago

ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত

= Dhaka stands on the river of Buriganga.

Created: 2 months ago | Updated: 4 days ago

এখন সোয়া দশটা বাজে

= It is quarter past ten.

Created: 2 months ago | Updated: 7 hours ago

এক হাতে তালি বাজে না

= It takes two to make a quarrel.

Created: 2 months ago | Updated: 7 hours ago

মধু খেতে মিষ্টি

= Honey tastes sweet.

Created: 2 months ago | Updated: 4 days ago

ইচ্ছা থাকলে উপায় হয়
= Where there is a will, there is a way.

Correct the following sentences with appropriate verb/degree:
36.

The earth (move) round the sun.

Created: 2 months ago | Updated: 4 days ago

The earth moves round the sun. বাক্যের অর্থঃ পৃথিবী সুর্যের চারিদিকে ঘুরে।

Correct the following sentences with appropriate verb/degree:
37.

A mango has been (eat) by me.

Created: 2 months ago | Updated: 4 days ago

A mango has been eaten by me. বাক্যের অর্থঃ আমার দ্বারা একটি আম খাওয়া হয়েছে ।

Correct the following sentences with appropriate verb/degree:
38.

Laila is (dance) now.

Created: 2 months ago | Updated: 7 hours ago

Laila is dancing now. বাক্যের অর্থঃ লায়লা এখন নাচছে ।

Correct the following sentences with appropriate verb/degree:
39.

Rina is (beautiful) than Ruma.

Created: 2 months ago | Updated: 4 days ago

Rina is more beautiful than Ruma. বাক্যের অর্থঃ রিনা রুমার চেয়ে সুন্দরী।

দেওয়া আছে, x4 + x2 + 1

= x2 + 2 × x2 × 1 + 12 - x2 = x2 -12 - x2 = x2+ 1 + x x2 + 1 - x Ans.

বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত মোট ১৭টি সংশোধনী আনা হয়েছে। সর্বশেষ ১৭তম সংশোধনী পাস হয় ৮ জুলাই, ২০১৮ সালে ।

প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ (০৭.০৪.১৯৭৩ থেকে ২৬.০১.১৯৭৪ সাল পর্যন্ত)। উল্লেখ্য, জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদ বায়তুল্লাহ (০৭.০৪.১৯৭৩ থেকে ০৫.১১.১৯৭৫ সাল পর্যন্ত)। সংবিধানে ৭৪(১) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। আর বর্তমান জাতীয় সংসদের স্পিকার হলেন ড. শিরীন শারমিন চৌধুরী।

‘জাতীয় পতাকা দিবস' পালিত হয় ২৩ মার্চ। আর ‘জাতীয় পতাকা উত্তোলন দিবস' পালিত হয় ২ মার্চে ।

Created: 2 months ago | Updated: 4 days ago

WHO এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। WHO এর পূর্ণরূপ World Health Organization বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি ৭ এপ্রিল ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়।

আয়তনে বাংলাদেশ পৃথিবীর ৯৪তম (মতান্তরে) দেশ। আর দক্ষিণ এশিয়ায় আয়তনে বাংলাদেশ ৪র্থ দেশ ।

বিশ্ব অলিম্পিক দিবস পালিত হয় ২৩ জুন। উল্লেখ্য, ২৩ জুন ১৮৯৪ সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। প্রাচীন অলিম্পিক গেমসকে একটি রেনেসাঁ হিসেবে ধরে প্রতিযোগিতামূলক খেলাধুলাকে এগিয়ে নিতে প্রতিবছর নানা কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে পালিত হয় দিবসটি, যা ‘বিশ্ব অলিম্পিক দিবস' হিসেবে খ্যাত । ১৯৮৭ সাল থেকে দিবসটিকে অলিম্পিক ডে রানও বলা হয় ।

মুজিববর্ষের ব্যাপ্তি  ১৭ মার্চ, ২০২০ থেকে ১৬ ডিসেম্বর, ২০২১ সাল পর্যন্ত।

মহান মুক্তিযুদ্ধের ২ জন বীরশ্রেষ্ঠের নাম ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এবং ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ।

বাংলাদেশ জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা ৩৫০টি। এর মধ্যে নারী ৫০টি হলো সংরক্ষিত আসন ।

সুরমা ও কুশিয়ারা মিলিত স্রোতধারার নাম মেঘনা, আজমিরীগঞ্জ, হবিগঞ্জ ।

জাতীয় শিশু দিবস ১৭ মার্চ।

মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত এবং ভেঙ্গে দিতে পারেন।

পূর্ণরূপ লিখুন
55.

SDG

Created: 2 months ago | Updated: 7 hours ago

SDG = Sustainable Development Goals.

পূর্ণরূপ লিখুন
56.

UNESCO

Created: 2 months ago | Updated: 4 days ago

UNESCO = United Nations Educational, Scientific and Cultural Organization.

পূর্ণরূপ লিখুন
57.

ECNEC

Created: 2 months ago | Updated: 4 days ago

ECNEC = Executive Committee of the National Economic Council.

Write the full form of
58.

IEDCR

Created: 2 months ago | Updated: 4 days ago

IEDCR = Institute of Epidemiology Disease Control and Research.

Write the full form of
59.

RT-PCR

Created: 2 months ago | Updated: 7 hours ago

RT-PCR = Reverse Transcription- Polymerase Chain Reaction.

Write the full form of
60.

COVID-19

Created: 2 months ago | Updated: 7 hours ago

Covid-19 = Coronavirus Disease 2019.

Related Sub Categories