বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত মোট ১৭টি সংশোধনী আনা হয়েছে। সর্বশেষ ১৭তম সংশোধনী পাস হয় ৮ জুলাই, ২০১৮ সালে ।
প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ (০৭.০৪.১৯৭৩ থেকে ২৬.০১.১৯৭৪ সাল পর্যন্ত)। উল্লেখ্য, জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদ বায়তুল্লাহ (০৭.০৪.১৯৭৩ থেকে ০৫.১১.১৯৭৫ সাল পর্যন্ত)। সংবিধানে ৭৪(১) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। আর বর্তমান জাতীয় সংসদের স্পিকার হলেন ড. শিরীন শারমিন চৌধুরী।
‘জাতীয় পতাকা দিবস' পালিত হয় ২৩ মার্চ। আর ‘জাতীয় পতাকা উত্তোলন দিবস' পালিত হয় ২ মার্চে ।
WHO এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। WHO এর পূর্ণরূপ World Health Organization বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি ৭ এপ্রিল ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়।
আয়তনে বাংলাদেশ পৃথিবীর ৯৪তম (মতান্তরে) দেশ। আর দক্ষিণ এশিয়ায় আয়তনে বাংলাদেশ ৪র্থ দেশ ।
বিশ্ব অলিম্পিক দিবস পালিত হয় ২৩ জুন। উল্লেখ্য, ২৩ জুন ১৮৯৪ সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। প্রাচীন অলিম্পিক গেমসকে একটি রেনেসাঁ হিসেবে ধরে প্রতিযোগিতামূলক খেলাধুলাকে এগিয়ে নিতে প্রতিবছর নানা কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে পালিত হয় দিবসটি, যা ‘বিশ্ব অলিম্পিক দিবস' হিসেবে খ্যাত । ১৯৮৭ সাল থেকে দিবসটিকে অলিম্পিক ডে রানও বলা হয় ।
মুজিববর্ষের ব্যাপ্তি ১৭ মার্চ, ২০২০ থেকে ১৬ ডিসেম্বর, ২০২১ সাল পর্যন্ত।
মহান মুক্তিযুদ্ধের ২ জন বীরশ্রেষ্ঠের নাম ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এবং ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ।
বাংলাদেশ জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা ৩৫০টি। এর মধ্যে নারী ৫০টি হলো সংরক্ষিত আসন ।
সুরমা ও কুশিয়ারা মিলিত স্রোতধারার নাম মেঘনা, আজমিরীগঞ্জ, হবিগঞ্জ ।
জাতীয় শিশু দিবস ১৭ মার্চ।
মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত এবং ভেঙ্গে দিতে পারেন।
SDG
SDG = Sustainable Development Goals.
UNESCO
UNESCO = United Nations Educational, Scientific and Cultural Organization.
ECNEC
ECNEC = Executive Committee of the National Economic Council.
IEDCR
IEDCR = Institute of Epidemiology Disease Control and Research.
RT-PCR
RT-PCR = Reverse Transcription- Polymerase Chain Reaction.
COVID-19
Covid-19 = Coronavirus Disease 2019.