বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে CPU.
ফেনী জেলার পরশুরামে অবস্থিত ‘মুহুরীর চর'।
১৯৭৪ সালের মধ্যেই বাংলাদেশ বিশ্বের অধিকাংশ রাষ্ট্র ও জাতিসংঘসহ প্রায় সকল আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি লাভ করে। সাধারণ পরিষদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালের বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে যোগদান করে ৷
১৫২৬ সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহীম লোদীকে পরাজিত করে জহিরুদ্দিন মুহাম্মদ বাবর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন ।
চা পাতায় ভিটামিন 'বি-কমপ্লেক্স' থাকে। আর চা-এ Tannic এসিড বিদ্যমান। উল্লেখ্য, ভিটামিন 'বি-কমপ্লেক্স' থাকেঃ চা পাতা, বৃষ্টির পানিতে থাকে। ভিটামিন 'ই' থাকেঃ শাকসবজি, তৈলবীজ, হাঙ্গর মাছের যকৃতের তেল ইত্যাদি ভিটামিন ‘কে’। যকৃতে এই ভিটামিন পাওয়া যায় । সবুজ শাকসবজি, দুগ্ধজাত দ্রব্য ভিটামিন ‘কে’ এর অন্যতম উৎস।
বর্তমানে রয়টার্স এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। রয়টার্স (Reuters) লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা। এটি ১৮৫১ সালে প্রতিষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধকালীন সময়ে ঢাকা ২ নম্বর সেক্টরের অধীনে ছিল। উল্লেখ্য, ঢাকা ছাড়াও যে জেলাগুলো ২ নম্বর সেক্টরের অধীনে ছিলোঃ নোয়াখালী, কুমিলা, আখাউড়া, ভৈরব, ফরিদপুর জেলার অংশবিশেষ। আগরতলার ২০ মাইল দক্ষিণে ছিল এ সেক্টরের সদরদপ্তর।
সেতারা বেগম ৪নং সেক্টর যুদ্ধ করেন। বীর প্রতীক খেতাব প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা দুই জন। এরা হলেন ক্যাপ্টেন সেতারা বেগম এবং তারামন বিবি (১১নং সেক্টরে যুদ্ধ করেন)। এই দুইজনের মধ্যে ক্যাপ্টেন সেতারা বেগমকে আগে খেতাব প্রদান করা হয়।
নদ / নদী মেঘনা ব্রহ্মপুত্র নদ গোমতী কর্ণফুলী বিষয় প্রশস্ততম নদী, দীর্ঘতম নদী, বৃহত্তম নদী, নাব্য নদী দীর্ঘতম অতিক্রমকারী নদ, দীর্ঘতম নদ কুমিল্লার দুঃখ খরস্রোতা নদী
BGMEA
BGMEA এর পূর্ণরূপ Bangladesh Garment Manufacturers and Exports Association.
NATO
NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization.
BSMMU
BSMMU এর পূর্ণরূপ Bangabandhu Sheikh Mujib Medical University,
DA
DA এর পূর্ণরূপ Diploma in Anaesthetics.