বাংলাদেশ নৌবাহিনী || উচ্চমান সহকারী (বেসরকারী কর্মচারী) (23-12-2020) || 2020

All

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল' রেজিস্টারে অন্তর্ভূক্ত করা হয়েছে। উল্লেখ্য, অক্টোবর ২৪-২৭ তারিখ ২০১৭ সালে ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে অনুষ্ঠিত সংস্থাটির আন্তর্জাতিক পরামর্শক কমিটি (IAC) বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো ১৩০টি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দলিল, নথি ও বক্তৃতাকে যাচাই-বাছাই করে ৭৮টি বিষয়কে সংস্থার Memory of the World Register এ অন্তর্ভুক্তির সুপারিশ করে। এরপর ৩০শে অক্টোবর ২০১৭ সালে UNESCO'র মহাপরিচালক ইরিনা বোকোভা ঐ ৭৮টি বিষয়কে Memory of the World Register এ অন্তর্ভূক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। এর মধ্যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ অন্যতম। এটাই UNESCO'র এ যাবৎ স্বীকৃতিপ্রাপ্ত ৪২৭টি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে প্রথম অলিখিত ভাষণ।

Created: 6 months ago | Updated: 1 day ago

বাংলাদেশের বাইরে ভারতের কোলকাতায় পাকিস্তান দূতাবাসের তৎকালীন ডেপুটি হাইকমিশনার এম হোসেন আলী কর্তৃক সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় ১৮ এপ্রিল ১৯৭১ সালে। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব ঢাকা বিশ্ববিধ্যালয়ের বটতলায় এক ছাত্র সভায় ২ মার্চ, ১৯৭১
সালে।

১৫ আগস্ট, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডোদের দ্বারা পরিচালিত অপারেশনের নাম 'জ্যাকপট'। 'জ্যাকপট' হলো পাকিস্তান হানাদার বাহিনীর বাংলাদেশে নৌপথের সৈন্য ও অন্যান্য সমর সরঞ্জাম 

নিচের প্রশ্নগুলো উত্তর লিখুন:
4.

SPARRSO এর পূর্ণরূপ লিখুন।

Created: 6 months ago | Updated: 1 day ago

SPARRSO এর পূর্ণরূপ Space Research and Remote Sensing Organization.

নিচের প্রশ্নগুলো উত্তর লিখুন:
5.

বাংলাদেশে প্রথম মুদ্রা চালু হয় কোন তারিখে

Created: 6 months ago | Updated: 1 day ago

বাংলাদেশে প্রথম ধাতব মুদ্রা চালু করা হয় ১৫ সেপ্টেম্বর, ১৯৭৩ সালে (৫ এবং ১০ পয়সা)। উল্লেখ্য, লর্ড ক্যানিং উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন ১৮৫৭ সালে। উপমহাদেশে সর্বপ্রথম মুদ্রা আইন ১৮৩৫ সালে পাস করা হয়।

Created: 6 months ago | Updated: 1 day ago

বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ শুক্রবার (১১ মে) মে ২০১৮ সালে দিবাগত রাত ২:১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে করা হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হলো ।

Created: 6 months ago | Updated: 1 day ago

শহীদ জননী জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘একাত্তরের দিনগুলি'। তাঁর অন্যান্য গ্রন্থ হলো: গজকচ্ছপ, সাতটি তারার ঝিকিমিকি, ক্যান্সারের সঙ্গে বসবাস, প্রবাসের দিনগুলি।

নিচের প্রশ্নগুলো উত্তর লিখুন:
8.

শালবন বিহার কোন সভ্যতার নিদর্শন?

Created: 6 months ago | Updated: 1 day ago

শালবন বিহার প্রাচীন সভ্যতার নিদর্শন। এটি কুমিল্লায় অবস্থিত ।

নিচের প্রশ্নগুলো উত্তর লিখুন:
9.

প্যারা অলিম্পিক কাদের জন্য আয়োজন করা হয়?

Created: 6 months ago | Updated: 1 day ago

প্রতিবন্ধীদের জন্য ‘প্যারা অলিম্পিক' আয়োজন করা হয়। প্রথম গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক ৭ থেকে ১৮ সেপ্টেম্বর ২০১৬ সালে রোম, ইতালিতে অনুষ্ঠিত হয়।

নিচের প্রশ্নগুলো উত্তর লিখুন:
10.

ব্লু ইকোনমি কি?

Created: 6 months ago | Updated: 1 day ago

ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতির প্রথম ধারণা দেন অধ্যাপক গুন্টার পাওলি ১৯৯৪ সালে তাঁর “The open Source from the Source.” গ্রন্থে। বিষয়টি সবার নজর কাড়ে ২০১০ সালে গ্রন্থটি প্রকাশিত হলে। সমুদ্র নির্ভর খাদ্য, জ্বালানি, ব্যবসা ও বিনোদনই ব্লু ইকোনোমি। আন্তর্জাতিক আদালতের রায়ে ২০১২ সালে মিয়ানমারের সাথে এবং ২০১৪ সালে ভারতের সাথে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হওয়ায় বাংলাদেশ লাভ করেছে ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গ কিঃমিঃ টেরিটোরিয়াল সমুদ্র এলাকা এবং ৩৫৪ নটিক্যাল মাইল মহীসোপান এবং ২০০ নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক এলাকা ।

নিচের প্রশ্নগুলো উত্তর লিখুন:
11.

কোন গ্যাসের প্রভাবে বাতাসে পিতল বিবর্ণ হয়?

Created: 6 months ago | Updated: 1 day ago

বাতাসে হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতির জন্য পিতল বিবর্ণ হয়।

Created: 6 months ago | Updated: 1 day ago

বাংলাদেশে প্রথম নারী এভারেস্ট বিজয়ী হলেন নিশাত মজুমদার

নিচের প্রশ্নগুলো উত্তর লিখুন:
13.

জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?

Created: 6 months ago | Updated: 1 day ago

১৩ অক্টোবর ২০১৬ জাতিসংঘের সাধারণ পরিষদের অনুমোদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নবম মহাসচিব নিযুক্ত হন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR-এর সাবেক প্রধান ‘অ্যান্টনিও গুতেরেস’ ১ জানুয়ারি ২০১৭ তে জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে অ্যান্টনিও গুতেরেস দায়িত্ব গ্রহণ করেন।

Related Sub Categories