পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৮ জানুয়ারি, ১৯৭২ সালে মুক্তি লাভ করেন। তিনি ১০ জানুয়ারি বাংলাদেশে আসেন। এজন্য ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়।
জাতীয় শিশু দিবস ১৭ মার্চ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন। তাই ১৭ মার্চ জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়।
বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার আগারগাঁও অবস্থিত।
লেবু, আনারস, আঙ্গুর, আম, জাম ইত্যাদি ফলে ভিটামিন সি বিদ্যমান। আর ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকরবিক এসিড। সুতরাং অ্যাসকরবিক এসিড খাওয়া যায়। এছাড়াও খাওয়া যায় এমন কয়েকটি এসিড হল: সাইট্রিক এসিড, অক্সালিক এসিড, টারটারিক এসিড।
বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের প্রথম অধিনায়কের নাম নাইমুর রহমান। তিনি ২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে ভারতের বিপক্ষে অধিনায়কত্ব করেন।
মস্তিষ্কের ধমনী ছিঁড়ে যাওয়া বা রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাওয়া কে স্ট্রোক বলে ।