বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড || অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (20-02-2021) || 2021

All

সকল বিষয়

বাংলা ভাষা ১৭ নভেম্বর ১৯৯৯ সালে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করে।

বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ রচনা করে নোবেল বিজয়ী হন।

Created: 6 months ago | Updated: 3 weeks ago

বাংলা ভাষা বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা।

Created: 6 months ago | Updated: 3 weeks ago

 'তেইশ নম্বর তৈলচিত্র' (১৯৬০) উপন্যাসটির রচয়িতা হলেন আলাউদ্দিন আল আজাদ ।

Created: 6 months ago | Updated: 23 hours ago

`সাজের মায়া' গ্রন্থটির রচয়িতা সুফিয়া কামাল।

সন্ধিবিচ্ছেদ করুন:
6.

ষোড়শ

Created: 6 months ago | Updated: 1 week ago

ষোড়শ = ষট + দশ।

সন্ধিবিচ্ছেদ করুন:
7.

অপেক্ষা

Created: 6 months ago | Updated: 3 weeks ago

অপেক্ষা = অপ + ঈক্ষা।

সন্ধিবিচ্ছেদ করুন:
8.

ভবন

Created: 6 months ago | Updated: 3 weeks ago

ভবন = ভো + অন ।

সন্ধিবিচ্ছেদ করুন:
9.

উত্থান

Created: 6 months ago | Updated: 2 weeks ago

উত্থান = উৎ + স্থান।

সন্ধিবিচ্ছেদ করুন:
10.

অন্যান্য

Created: 6 months ago | Updated: 3 weeks ago

অন্যান্য = অন্য + অন্য।

শুদ্ধ বানান লিখুন:
11.

অদ্যপি

Created: 6 months ago | Updated: 2 weeks ago

অদ্যপি = অদ্যাপি 

শুদ্ধ বানান লিখুন:
12.

অশরিরী

Created: 6 months ago | Updated: 3 weeks ago

অশরিরী = অশরীরী

শুদ্ধ বানান লিখুন:
13.

জৈষ্ঠ

Created: 6 months ago | Updated: 1 week ago

জৈষ্ঠ্য = জ্যৈষ্ঠ

শুদ্ধ বানান লিখুন:
14.

প্রাণীবিদ্যা

Created: 6 months ago | Updated: 1 week ago

প্রাণীবিদ্যা = প্রাণিবিদ্যা 

শুদ্ধ বানান লিখুন:
15.

ভক্ষন

Created: 6 months ago | Updated: 1 week ago

ভক্ষন = ভক্ষণ 

Created: 6 months ago | Updated: 2 weeks ago

দু হাতে সমান কাজ করতে পারে যে = সব্যসাচী। 

Created: 6 months ago | Updated: 2 days ago

দামি জিনিস রাখা হয় যেখানে = তোশাখানা ।

Created: 6 months ago | Updated: 3 weeks ago

দূরের ঘটনা দেখা যায় যেখানে = দূরদর্শন।

এক কথায় প্রকাশ:
19.

পূর্বে ছিল, এখন নেই

Created: 6 months ago | Updated: 3 weeks ago

পূর্বে ছিল, এখন নেই = ভূতপূর্ব ।

Created: 6 months ago | Updated: 2 weeks ago

ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে যে = দূরদর্শী।

Created: 6 months ago | Updated: 2 days ago

It is a big factory, five hundred people are employed there.

বাক্যের অর্থঃ এটি একটি বড় কারখানা, পাঁচশত লোক এখানে কর্মরত ।

Created: 6 months ago | Updated: 3 days ago

The Park gets locked at 6.30pm every evening. 

বাক্যের অর্থঃ প্রত্যহ পার্কটি সন্ধ্যা ৬.৩০ মিনিটে বন্ধ হয়ে যায়।

Created: 6 months ago | Updated: 3 weeks ago

The Boat sank quickly but fortunately everybody rescued

বাক্যের অর্থঃ দ্রুতই নৌকাটি ডুবে গিয়েছিল কিন্তু ভাগ্য ভালো যে সকলকেই উদ্ধার করা হয়েছিল।

Created: 6 months ago | Updated: 3 weeks ago

When I was on holiday, my camera was stolen from my hotel room.

বাক্যের অর্থঃ আমি যখন ছুটিতে ছিলাম, হোটেল থেকে আমার ক্যামেরা চুরি হয়ে গিয়েছিল।

Put the correct form of verb:
25.

I (buy) a new bicycle last week.

Created: 6 months ago | Updated: 2 weeks ago

I bought a new bicycle last week. 

বাক্যের অর্থঃ গত সপ্তাহে আমি একটি নতুন বাইসাইকেল কিনেছিলাম ।

Created: 6 months ago | Updated: 3 weeks ago

The old man is as wise as owl. 

বাক্যের অর্থঃ পেঁচার মতোই বৃদ্ধ লোকটি চালাক।

Created: 6 months ago | Updated: 2 weeks ago

Her Friend is still angry with her. 

বাক্যের অর্থঃ তার বন্ধু তার প্রতি এখনো রাগান্বিত।

Created: 6 months ago | Updated: 3 weeks ago

A women's work is never done. 

বাক্যের অর্থঃ মেয়েদের কাজ কখনো শেষ হয় না।

Created: 6 months ago | Updated: 3 weeks ago

Shut the window and keep the cold out. বাক্যের অর্থঃ জানালা বন্ধ রাখো এবং ঠাণ্ডা আসতে দিয়ো না।

Created: 6 months ago | Updated: 2 days ago

He does not leave his house at 9 o'clock. 

বাক্যের অর্থঃ তিনি ৯ টায় বাড়ি থেকে বের হন না।

Make sentence with the following words:
31.

Make do

Created: 6 months ago | Updated: 3 weeks ago

Make do (ব্যাপৃত করান ) = I have to make do with an old machine.

Make sentence with the following words:
32.

With a view to

Created: 6 months ago | Updated: 2 weeks ago

with a view to (উদ্দেশ্যে) = Hanjala came to me with a view to seeing (see) me.

Make sentence with the following words:
33.

A far cry

Created: 6 months ago | Updated: 1 week ago

A far cry (অনেক দূরের ব্যাপার) = It is a far cry from getting an Olympic gold.

Make sentence with the following words:
34.

Owing to

Created: 6 months ago | Updated: 3 weeks ago

Owing to (কারণে, কারণবশত) = Owing to the rain, the match was abandoned.

Make sentence with the following words:
35.

Go through

Created: 6 months ago | Updated: 1 week ago

Go through (কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া বিশেষত কোনো কঠিন পরিস্থিতি বা অবিজ্ঞতা) = The country is going through a period of economic instability.

Created: 6 months ago | Updated: 2 weeks ago

Our teacher will not take the class today. 

= Our teacher will not the class today. 

= বাক্যের অর্থঃ আমাদের শিক্ষক আজ ক্লাস নিবেন না।

Correct the sentences:
37.

The food was very tasteful.

Created: 6 months ago | Updated: 2 weeks ago

The food was very tasteful. 

= The food was very tasty. 

বাক্যের অর্থঃ খাবারটি খুবই সুস্বাদু।

Created: 6 months ago | Updated: 2 weeks ago

He is appointed headmaster in the school. 

= He is appointed as the headmaster in the school. 

= বাক্যের অর্থঃ এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে তিনি নিয়োগ পেয়েছেন।

Created: 6 months ago | Updated: 5 days ago

What name shall I call you? 

= What should/ shall I call you? 

= বাক্যের অর্থঃ কি নামে তোমাকে ডাকব?

Created: 6 months ago | Updated: 3 weeks ago

He was disappear from the room.

= He disappeared from the room. 

= বাক্যের অর্থঃ তিনি কক্ষ থেকে অন্তর্ধান হয়ে গেলেন।

১ হালি কমলার ক্রয়মূল্য = ২৫ টাকা

২ হালি কমলার ক্রয়মূল্য  = ২৫ ×  =  টাকা

শতকরা লাভ = (-×)%=%

মনে করি, সংখ্যাটি ক

প্রশ্নমতে, ×=

ক=×=

Created: 6 months ago | Updated: 3 weeks ago

দেয়া আছে, a2-6a+1=0

=a2+1=6a a+1a=6

{a দ্বারা ভাগ করে}

'অসমাপ্ত আত্মজীবনী' জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ যা ২০১২ সালের জুন মাসে প্রকাশিত হয়।

Created: 6 months ago | Updated: 1 week ago

WHO এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। WHO এর পূর্ণরূপ World Health Organization বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি ৭ এপ্রিল ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়।

মুলায় ভিটামিন সি' পাওয়া যায়।

প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা জাতীয় সংসদের নেতা।

নির্বাচন কমিশনারদের পদের মেয়াদ তার কার্যভার গ্রহণের তারিখ হতে ৫ বছর হবে।

'উইঘুর' চীনের জিনজিয়াং প্রদেশে অবস্থিত।

তুরস্কের মুদ্রার নাম লিরা।

সেভেন সিস্টার্স ভারতে অবস্থিত। ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের ৭টি রাজ্যকে 'Seven Sister' বলা হয়। রাজ্যগুলো হলোঃ আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড।

বঙ্গবন্ধু কর্তৃক প্রদত্ত ৭ই মার্চের ভাষণ দুপুর ২টা ৪৫ মিনিটে শুরু করে বিকেল ৩টা ৩ মিনিটে শেষ করেন। উত্ত ভাষণ ১৮ মিনিট স্থায়ী হয়েছিল। ১৯৭১ সালের ৭ মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঐতিহাসিক ভাষণ দেন। ঐতিহাসিক এই ভাষণটি ১২টি ভাষায় অনুবাদ করা হয়। আর ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে 'ঐতিহাসিক দলিল' হিসেবে স্বীকৃতি দেয়।

ডেঙ্গু জ্বরের কারণে রক্তের রক্তের প্লাটিলেট কণিকাটি কমে যায়।

মুক্তিযুদ্ধের সময় কক্সবাজার জেলা ১ নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল ।

সেতুটির মোট পিলার ৪২টি এবং স্প্যান ৪১টি। আর প্রথম স্প্যান বসানো হয় ৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে এবং সর্বশেষ (৪১তম) স্প্যান বসানো হয় ১০ ডিসেম্বর ২০২০ সালে।

বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম নাফ নদী।

Created: 6 months ago | Updated: 3 weeks ago

SDG = Sustainable Development Goals.

দহগ্রাম-আঙ্গরপোতার সাথে বাংলাদেশের মূল ভূখণ্ডে যোগাযোগের জন্য ১৭৮ × ৮৫ মিটার পরিমাপের একটি Passage door রয়েছে, যা 'তিনবিঘা করিডোর' নামে পরিচিত।

Related Sub Categories