আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির চির প্রেরণা ও অবিস্মরণীয় একটি দিন। এটি শুধু বাংলাদেশের নয়, এখন এটি "সারা বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। জাতির জীবনে শোকাবহ, গৌরবোজ্জ্বল, অহংকারে মহিমান্বিত চিরভাস্বর এই দিনটি। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে। বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ ।
সেদিন মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রফিক, জব্বার, সালাম, বরকত ও সফিউর। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকের রক্ত ঢেলে দেয়ার প্রথম নজির এটি। সেদিন তাদের রক্তের বিনিময়ে শৃঙ্খলযুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা ও মায়ের ভাষা। আর এর মাধ্যমে বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা হয়েছিল তা মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে চূড়ান্ত পরিণতি লাভ করে।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে UNESCO কর্তৃক বাংলা ভাষাকে স্বীকৃতি বিশ্ব দরবারে এনে দিয়েছে এক বিশাল খ্যাতি। 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে বিশ্বজুড়ে অমর একুশের উদযাপন নিঃসন্দেহে এক বিশাল জাতীয় গৌরব ও সম্মানের। ২০০০ সাল থেকে UNESCO এর সদস্য রাষ্ট্রগুলো এ দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে।
২০০১ সালের ১৫ মার্চ বিশ্বের সব মাতৃভাষার গবেষণা, উন্নয়ন ও সংরক্ষণে কাজ করার উদ্যোগে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকার সেগুনবাগিচায়। বর্তমানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভাষাসংক্রান্ত গবেষণা, ভাষা সংরক্ষণ ও প্রশিক্ষণের পাশাপাশি এটি ভাষার ক্ষেত্র আন্তর্জাতিক সেতুবন্ধন হিসেবে কাজ করছে যা বাংলা ভাষাকে বিশ্বমর্যাদায় আসীন করতে ভূমিকা রাখছে।
২০১০ সালের ৩ নভেম্বর জাতিসংঘের ৬৫তম সাধারণ অধিবেশনে ৪র্থ কমিটিতে বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাবটি উত্থাপন করে এবং প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ফলে এটি বাঙালি জাতি, বাংলা ভাষার প্রতি বিশ্ববাসীর অকুণ্ঠ সমর্থন এবং সম্মান প্রদর্শনের এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করে। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বাংলা ভাষা ও সংস্কৃতিক চর্চা বিশ্বজুড়ে বেড়ে চলেছে। মাতৃভাষার সংখ্যার বিচারে বাংলা ভাষা পৃথিবীর একটি শক্তিশালী ভাষা।
একমাত্র আফ্রিকার সিয়েরালিওনে বাংলা ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দেয়া হয়েছে। সম্প্রতি ২০১৬ সালে অস্ট্রেলিয়ার সংসদ বাংলাকে স্বীকৃতির বিল পাস করে। ফলে বাংলা ভাষা লাভ করে এক অনন্য মর্যাদা।
এই মুহূর্তে বহির্বিশ্বে ৩০টি দেশের ১০০টি বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে বাংলা বিভাগ, সেখানে প্রতি বছর হাজার হাজার অবাঙালি পড়ুয়া বাংলাভাষা শিক্ষা ও গবেষণার কাজ করছে। এছাড়া চীনা ভাষায় রবীন্দ্র রচনাবলির ৩৩ খণ্ডের অনুবাদ এবং লালনের গান ও দর্শন ইংরেজি ও জাপানি ভাষায় অনুবাদ হয়েছে।
একুশে ফেব্রুয়ারি উদযাপিত হয় সারা পৃথিবীতে একুশে আমাদের মননের বাতিঘর হিসেবে। একুশ এখন সারা বিশ্বের ভাষা ও অধিকারজনিত সংগ্রাম ও মর্যাদার প্রতীক। সারা বিশ্বের বিভিন্ন দেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের অহংকার শহীদ মিনার।
সূর্যোদয়
সূর্যোদয় = সূর্য + উদয়
সংবাদ
সংবাদ = সম্ + বাদ
চলচ্চিত্র
চলচ্চিত্র = চলৎ + চিত্র
নয়ন
নয়ন = নে + অন
আশ্চর্য
আশ্চর্য = আ + চর্য
আর্বিভাব
আবির্ভাব = তিরোভাব
কৃত্রিম
কৃত্রিম = অকৃত্রিম
তিরস্কার
তিরস্কার = পুরস্কার
নিন্দা
নিন্দা = প্রশংসা
উপকার
উপকার = অপকার
পূর্বে ছিল এখন নেই
যা পূর্বে ছিল এখন নেই = ভূতপূর্ব।
আকাশে চরে যে
আকাশে চরে যে = খেচর/খচর
অহংকার নেই যার
অহংকার নেই যার = নিরহংকার
উপকারীর অপকার করে যে
উপকারীর অপকার করে যে = কৃতঘ্ন
মৃত্যু পর্যন্ত
মৃত্যু পর্যন্ত = আমৃত্যু
My name is Pronay Tirki.
Village: Belowa, Post: Ranbagha
Thana: Singra, District: Natore.
Bangladesh
The name of our country is Bangladesh. It became independent in 1971. Dhaka is its capital Bangladesh is a small country. Its land area is 1.47,570 square kilometers. But it has a large population. About 140 million people live here. Bangladesh is mainly an agricultural country. Its main crops are rice, jute, sugarcane and tea. Many kinds of fruits also grow here. Jack fruits, mangoes, bananas, pineapples, guavas and water melons are the most common. My country has also many rivers, The main rivers are the Padma, the Meghna, the Jamuna and the Karnaphuly. There are many variety of fishes in these rivers. We have many interesting places. The Sundarbans, Rangamati, and Cox's Bazar are very attractive. The Royal Bengal Tiger lives in the Sundarban Cox's Bazar is the longest beach in the world. It is about 120 kilometers long.
He teaches us English.
He teaches us English.
= তিনি আমাদের ইংরেজি শেখান।
The cow gives us milk.
The cow gives us milk.
= গরু আমাদের দুধ দেয়।
He goes to school.
He goes to School.
= সে স্কুলে যায়।
Give me a glass of water.
Give me a glass of water.
= আমাকে একগ্লাস পানি দাও।
He killed himself.
He killed himself.
= সে আত্মহত্যা করেছিল।
Honest
Honest (সৎ) = Sanwar is an honest man.
Book
Book (বই) = Books are our best friend.
River
River (নদী) = The maghna is a big river.
Drink
Drink (পান করা) = I want to drink water.
Bangladesh
Bangladesh (বাংলাদেশ) = Bangladesh is beautiful country.
যমজ দুই বোনের মোট বয়স = বছর
কমলার বয়স ২৩-১২=১১ বছর
১০০ টাকার ৫০% = টাকা
১৫% লাভে
বিক্রয়মূল্য ১১৫ টাকা হলে ক্রয়মূল্য = টাকা
বিক্রয়মূল্য ৯২ টাকা হলে ক্রয়মূল্য = টাকা
দুটি কোণের সমষ্টি ১৮০° হলে একটিকে অপরটির সম্পূরককোণ বলে।
৬০° কোণের সম্পূরক কোণ = ১৮০°-৬০° = ১২০°।
বাংলাদেশের ২(দুই)টি নদীর নাম 'পদ্মা' এবং মেঘনা ।
বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। দেশ বিদেশের চলচ্চিত্র সংগ্রহ ও সংরক্ষণের জন্য ১৯৭৮ সালে ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর হতে চলচ্চিত্র সংগ্রহ, সংরক্ষণ, চলচ্চিত্র সংশ্লিষ্ট দ্রব্যাদি সংগ্রহের পাশাপাশি ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স পরিচালনা করে।
বাংলাদেশের দুইজন বিখ্যাত কবি/সাহিত্যিক হলেনঃ কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর।
বাংলাদেশের জাতির পিতার নাম 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' এবং মাননীয় প্রধানমন্ত্রীর নাম 'শেখ হাসিনা'।
বাংলাদেশের রাজধানীর নাম 'ঢাকা'। এটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।