বাংলাদেশ জাতীয় জাদুঘর || প্রকাশনা সহকারী/অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক/হিসাব সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক/রেকর্ড কীপার/অভ্যর্থনাকরী/ ডেভলপার প্রিন্টার/অডিটরিয়াম প্রজেকশন সহকারী (06-03-2021) || 2021

All

                                                                                         ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব 

স্বাধীনতা বাঙালির শ্রেষ্ঠ অর্জন। তবে এ স্বাধীনতা একদিনে অর্জিত হয়নি। মহান ভাষা আন্দোলন থেকে স্বাধীন- . সার্বভৌম বাংলাদেশ অর্জনের এই দীর্ঘ বন্ধুর পথে বঙ্গবন্ধুর অপরিসীম সাহস, সীমাহীন ত্যাগ-তিতিক্ষা, বলিষ্ঠ নেতৃত্ব এবং সঠিক দিকনির্দেশনা জাতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়। ১৯৭১ সালের ৭ই মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানী শাসকগোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে অসীম সাহসিকতার সাথে ঢাকার রেসকোর্স ময়দানে বিকাল ৩.২০ মিনিটে লাখো জনতার উদ্দেশ্যে বজ্রকণ্ঠে ১৮ মিনিটব্যাপী যে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন তা ছিল মূলত বাঙালি জাতির মুক্তির সনদ।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ আমাদের প্রেরণার চিরন্তন উৎস। সম্ভবত পৃথিবীতে অন্য কোন ভাষণ এতবার উচ্চারিত হয়নি। বাঙালির বীরত্বপূর্ণ সংগ্রাম ও সশস্ত্র মুক্তিযুদ্ধে জাতির জনকের ঐ ভাষণের দিক-নির্দেশনাই ছিল সে সময় বজ্র কঠিন জাতীয় ঐক্যের মূলমন্ত্র। অসীম ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অমিত শক্তির উৎস ছিল এই ঐতিহাসিক ভাষণ। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ একটি জনগোষ্ঠীর মুক্তির কালজয়ী এক মহাকাব্য। এ ভাষণে তাঁর তেজস্বিতা ও সম্মোহনী ক্ষমতা প্রকাশ পেয়েছে। এ ভাষণ পাল্টে দিয়েছে একটি দেশের মানচিত্র, জাতীয় পতাকা ও জাতীয় সংগীত। এ ভাষণ মানুষকে স্বাধীনতাকামী করে তোলে। এ ভাষণ ছিল বহুমাত্রিকতায় বৈশিষ্ট্যমন্ডিত। শুধু বাঙালির জন্যই নয়, বিশ্বমানবতার জন্যও অবিস্মরণীয়, অনুকরণীয় এক মহামূল্যবান দলিল। ইউনেস্কোর সাম্প্রতিক সিদ্ধান্তে এটিই স্বীকৃত হয়েছে। গণতন্ত্র, উচ্চ মানবিকতা, ত্যাগ ও দেশপ্রেমের উজ্জ্বল আদর্শ, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম, জাতিভেদ-বৈষম্য ও জাতি-নিপীড়নের বিরুদ্ধে বিশ্বমানবতার মুক্তির সংগ্রামে যুগে যুগে এ ভাষণ অনুপ্রেরণা জোগাবে। সাধারণ নাগরিক থেকে শুরু করে রাজনৈতিক নেতা, রাষ্ট্রনায়ক, সমরকুশলী সবার জন্যই এ ভাষণে অনেক কিছু শিক্ষণীয়।

সন্ধি বিচ্ছেদ করুন:
2.

জনৈক

Created: 2 months ago | Updated: 4 days ago

জনৈক = জন + এক

সন্ধি বিচ্ছেদ করুন:
3.

কৃষ্টি

Created: 2 months ago | Updated: 11 hours ago

কৃষ্টি = কৃষ + তি 

সন্ধি বিচ্ছেদ করুন:
4.

নাবিক

Created: 2 months ago | Updated: 4 days ago

নাবিক = নৌ + ইক

সন্ধি বিচ্ছেদ করুন:
5.

ষড়যন্ত্র

Created: 2 months ago | Updated: 4 days ago

ষড়যন্ত্র = ষট্ + যন্ত্র

সন্ধি বিচ্ছেদ করুন:
6.

দুস্কর

Created: 2 months ago | Updated: 4 days ago

দুস্কর = দুঃ + কর

নিম্নের শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে নির্ধারণ করুন:
7.

বালতি

Created: 2 months ago | Updated: 11 hours ago

বালতি = পর্তুগিজ শব্দ 

নিম্নের শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে নির্ধারণ করুন:
8.

রেস্তোরাঁ

Created: 2 months ago | Updated: 4 days ago

রেস্তোরাঁ = ফরাসি শব্দ

নিম্নের শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে নির্ধারণ করুন:
9.

হরতাল

Created: 2 months ago | Updated: 4 days ago

হরতাল = গুজরাটি শব্দ

নিম্নের শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে নির্ধারণ করুন:
10.

দারোগা

Created: 2 months ago | Updated: 11 hours ago

দারোগা = পারসি (ফার্সি) শব্দ

নিম্নের শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে নির্ধারণ করুন:
11.

রিক্সা

Created: 2 months ago | Updated: 4 days ago

রিক্সা = জাপানি শব্দ 

এক কথায় প্রকাশ করুন:
12.

উপকারীর অপকার করে যে

Created: 2 months ago | Updated: 4 days ago

উপকারীর অপকার করে যে = কৃতঘ্ন।

এক কথায় প্রকাশ করুন:
13.

যা কষ্টে লাভ করা যায়

Created: 2 months ago | Updated: 11 hours ago

যা কষ্টে লাভ করা যায় = দুর্লভ।

এক কথায় প্রকাশ করুন:
14.

যে নারী নিজে বর বরণ করে নেয়।

Created: 2 months ago | Updated: 4 days ago

যে বিষয়ে কোনো বিতর্ক নেই = অবিসংবাদী। 

এক কথায় প্রকাশ করুন:
15.

যে গাছ কোনো কাজে লাগে না।

Created: 2 months ago | Updated: 1 day ago

যে গাছ কোনো কাজে লাগে না = আগাছা।

এক কথায় প্রকাশ করুন:
16.

যে বিষয়ে কোনো বিতর্ক নেই।

Created: 2 months ago | Updated: 2 days ago

যে নারী নিজে বর বরণ করে নেয় = স্বয়ংবরা।

Related Sub Categories