বাংলাদেশ জাতীয় জাদুঘর || প্রকাশনা সহকারী/অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক/হিসাব সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক/রেকর্ড কীপার/অভ্যর্থনাকরী/ ডেভলপার প্রিন্টার/অডিটরিয়াম প্রজেকশন সহকারী (06-03-2021) || 2021

All

সকল বিষয়

                                                                                         ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব 

স্বাধীনতা বাঙালির শ্রেষ্ঠ অর্জন। তবে এ স্বাধীনতা একদিনে অর্জিত হয়নি। মহান ভাষা আন্দোলন থেকে স্বাধীন- . সার্বভৌম বাংলাদেশ অর্জনের এই দীর্ঘ বন্ধুর পথে বঙ্গবন্ধুর অপরিসীম সাহস, সীমাহীন ত্যাগ-তিতিক্ষা, বলিষ্ঠ নেতৃত্ব এবং সঠিক দিকনির্দেশনা জাতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়। ১৯৭১ সালের ৭ই মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানী শাসকগোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে অসীম সাহসিকতার সাথে ঢাকার রেসকোর্স ময়দানে বিকাল ৩.২০ মিনিটে লাখো জনতার উদ্দেশ্যে বজ্রকণ্ঠে ১৮ মিনিটব্যাপী যে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন তা ছিল মূলত বাঙালি জাতির মুক্তির সনদ।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ আমাদের প্রেরণার চিরন্তন উৎস। সম্ভবত পৃথিবীতে অন্য কোন ভাষণ এতবার উচ্চারিত হয়নি। বাঙালির বীরত্বপূর্ণ সংগ্রাম ও সশস্ত্র মুক্তিযুদ্ধে জাতির জনকের ঐ ভাষণের দিক-নির্দেশনাই ছিল সে সময় বজ্র কঠিন জাতীয় ঐক্যের মূলমন্ত্র। অসীম ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অমিত শক্তির উৎস ছিল এই ঐতিহাসিক ভাষণ। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ একটি জনগোষ্ঠীর মুক্তির কালজয়ী এক মহাকাব্য। এ ভাষণে তাঁর তেজস্বিতা ও সম্মোহনী ক্ষমতা প্রকাশ পেয়েছে। এ ভাষণ পাল্টে দিয়েছে একটি দেশের মানচিত্র, জাতীয় পতাকা ও জাতীয় সংগীত। এ ভাষণ মানুষকে স্বাধীনতাকামী করে তোলে। এ ভাষণ ছিল বহুমাত্রিকতায় বৈশিষ্ট্যমন্ডিত। শুধু বাঙালির জন্যই নয়, বিশ্বমানবতার জন্যও অবিস্মরণীয়, অনুকরণীয় এক মহামূল্যবান দলিল। ইউনেস্কোর সাম্প্রতিক সিদ্ধান্তে এটিই স্বীকৃত হয়েছে। গণতন্ত্র, উচ্চ মানবিকতা, ত্যাগ ও দেশপ্রেমের উজ্জ্বল আদর্শ, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম, জাতিভেদ-বৈষম্য ও জাতি-নিপীড়নের বিরুদ্ধে বিশ্বমানবতার মুক্তির সংগ্রামে যুগে যুগে এ ভাষণ অনুপ্রেরণা জোগাবে। সাধারণ নাগরিক থেকে শুরু করে রাজনৈতিক নেতা, রাষ্ট্রনায়ক, সমরকুশলী সবার জন্যই এ ভাষণে অনেক কিছু শিক্ষণীয়।

সন্ধি বিচ্ছেদ করুন:
2.

জনৈক

Created: 2 months ago | Updated: 3 days ago

জনৈক = জন + এক

সন্ধি বিচ্ছেদ করুন:
3.

কৃষ্টি

Created: 2 months ago | Updated: 3 days ago

কৃষ্টি = কৃষ + তি 

সন্ধি বিচ্ছেদ করুন:
4.

নাবিক

Created: 2 months ago | Updated: 3 days ago

নাবিক = নৌ + ইক

সন্ধি বিচ্ছেদ করুন:
5.

ষড়যন্ত্র

Created: 2 months ago | Updated: 3 days ago

ষড়যন্ত্র = ষট্ + যন্ত্র

সন্ধি বিচ্ছেদ করুন:
6.

দুস্কর

Created: 2 months ago | Updated: 3 days ago

দুস্কর = দুঃ + কর

নিম্নের শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে নির্ধারণ করুন:
7.

বালতি

Created: 2 months ago | Updated: 3 days ago

বালতি = পর্তুগিজ শব্দ 

নিম্নের শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে নির্ধারণ করুন:
8.

রেস্তোরাঁ

Created: 2 months ago | Updated: 3 days ago

রেস্তোরাঁ = ফরাসি শব্দ

নিম্নের শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে নির্ধারণ করুন:
9.

হরতাল

Created: 2 months ago | Updated: 3 days ago

হরতাল = গুজরাটি শব্দ

নিম্নের শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে নির্ধারণ করুন:
10.

দারোগা

Created: 2 months ago | Updated: 3 days ago

দারোগা = পারসি (ফার্সি) শব্দ

নিম্নের শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে নির্ধারণ করুন:
11.

রিক্সা

Created: 2 months ago | Updated: 3 days ago

রিক্সা = জাপানি শব্দ 

এক কথায় প্রকাশ করুন:
12.

উপকারীর অপকার করে যে

Created: 2 months ago | Updated: 3 days ago

উপকারীর অপকার করে যে = কৃতঘ্ন।

এক কথায় প্রকাশ করুন:
13.

যা কষ্টে লাভ করা যায়

Created: 2 months ago | Updated: 3 days ago

যা কষ্টে লাভ করা যায় = দুর্লভ।

এক কথায় প্রকাশ করুন:
14.

যে নারী নিজে বর বরণ করে নেয়।

Created: 2 months ago | Updated: 3 days ago

যে বিষয়ে কোনো বিতর্ক নেই = অবিসংবাদী। 

এক কথায় প্রকাশ করুন:
15.

যে গাছ কোনো কাজে লাগে না।

Created: 2 months ago | Updated: 13 hours ago

যে গাছ কোনো কাজে লাগে না = আগাছা।

এক কথায় প্রকাশ করুন:
16.

যে বিষয়ে কোনো বিতর্ক নেই।

Created: 2 months ago | Updated: 1 day ago

যে নারী নিজে বর বরণ করে নেয় = স্বয়ংবরা।

                                                                     Environment degradation and its impact on Sustainable Development 

"Environmental degradation is the deterioration of the environment through depletion of resources such as air, water and soil: the destruction of ecosystems; habitat destruction; the extinction of wildlife; and pollution. It is defined as any change or disturbance to the environment perceived to be deleterious or undesirable." It occurs when the earth's natural resources are depleted, and the environment is compromised in the form of extinction of species, pollution in the air, water and soil, and rapid growth in population.

Environmental degradation is one of the largest threats that are being looked at in the world The United Nations International Strategy for Disaster Reduction characterizes environment degradation as the lessening of the limit of the earth to meet social and environmental destination and needs. 

 Environmental degradation can happen in a number of ways. At the point when environments wrecked or common assets are exhausted, the environment is considered to be corrupted harmed. There are a number of different techniques that are being used to prevent this, including environmental resource protection and general protection efforts. 

Effects of Environmental Degradation on Sustainable Development:

1. Impact on Human Health: Human health might be at the receiving end as a result environmental degradation. Areas exposed to toxic air pollutants can cause respiratory problem like pneumonia and asthma. Millions of people are known to have died due to the indire effects of air pollution. 

2. Loss of Biodiversity: Biodiversity is important for maintaining the balance of the ecosystem in the form of combating pollution, restoring nutrients, protecting water sources and stabilizing climate. Deforestation, global warming, overpopulation and pollution are a few of the major causes of loss of biodiversity. 

3. Ozone Layer Depletion: The ozone layer is responsible for protecting the earth from harmful ultraviolet rays. The presence of chlorofluorocarbons, hydro chlorofluorocarbons in the atmosphere, is causing the ozone layer to deplete. As it will deplete, it will emit harmful radiation back to the earth. 

4. Loss for the Tourism Industry: The deterioration of the environment can be a huge setback for the tourism industry that relies on tourists for their daily livelihood. Environmental damage in the form of loss of green cover, loss of biodiversity, huge landfills, increased air and water pollution can be a big turn off for most of the tourists. 

5. Economic Impact: The huge cost that a country may have to borne due to environmental degradation can have a significant economic impact in terms of restoration of green cover. cleaning up of landfills and protection of endangered species. The economic impact can also be in terms of the loss of the tourism industry.

Correct the following sentences:
18.

I was looking forward at receive you.

Created: 2 months ago | Updated: 3 days ago

I was looking forward to receive you. 

= I am looking forward to receiving your letter. 
বাক্যের অর্থঃ আমি তোমার পত্র গ্রহণের জন্য অপেক্ষা করছি।

Correct the following sentences:
19.

He prefers reading than writing.

Created: 2 months ago | Updated: 3 days ago

He prefers reading than writing. 

= He prefers reading to writing. 
বাক্যের অর্থঃ তিনি লেখার চেয়ে পড়তে পছন্দ করেন।

Correct the following sentences:
20.

Rina do not know to swim.

Created: 2 months ago | Updated: 3 days ago

Rina do not know to swim. 

= Rina does not know how to swim. 
বাক্যের অর্থঃ রিনা সাঁতার কাটতে জানে না।

Correct the following sentences:
21.

The patient died before the doctor came.

Created: 2 months ago | Updated: 3 days ago

The patient died before the doctor came. 

= The patient had died before the doctor came. 
বাক্যের অর্থঃ ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। 

Correct the following sentences:
22.

I wish I am a king.

Created: 2 months ago | Updated: 3 days ago

I wish I am a king. 

= I wish I were a king. 
বাক্যের অর্থঃ আমি যদি রাজা হতাম।

Correct the following sentences:
23.

Recently he returned home.

Created: 2 months ago | Updated: 3 days ago

Recently he returned home. 

= Recently he has returned home. 
বাক্যের অর্থঃ সম্প্রতি সে বাড়ি ফিরেছে।

Correct the following sentences:
24.

I told him that the earth was round.

Created: 2 months ago | Updated: 3 days ago

I told him that the earth was round. 

= I told him that the earth is round.

বাক্যের অর্থঃ আমি তাকে বলেছিলাম যে পৃথিবী গোলাকার।

Created: 2 months ago | Updated: 3 days ago

কামাল স্কুলে যায় নি। 

= Kamal did not go to school.

Created: 2 months ago | Updated: 3 days ago

হাশেম জামানের চেয়ে বুদ্ধিমান। 

= Hashem is more intelligent than Jaman.

Created: 2 months ago | Updated: 3 days ago

নিজেকে জান। 

= Know thyself.

Created: 2 months ago | Updated: 3 days ago

ইচ্ছা থাকলে উপায় হয়।

= Where there is a will, there is a way.

Created: 2 months ago | Updated: 3 days ago

তুমি কি গতকাল খবরের কাগজ পড়েছিলে? 

= Did you read newspaper yesterday.

Created: 2 months ago | Updated: 3 days ago

আমি তুমি ও সে একত্রে স্কুলে যাই। 

= You, he and I together go to school.

Created: 2 months ago | Updated: 3 days ago

তুমি কাকে চাও? 

= Whom do you want?

মনে করি, রিনার বয়স ক বছর

মিমের বয়স (ক-১০) বছর।

প্রশ্নমতে, (ক-১০+৭)×২=ক+৭

=২ক-৬=ক+৭

=২ক-ক= ৭+৬

=ক=১৩

অর্থ্যাৎ রিনার বর্তমান বয়স ১৩ বছর।

Created: 2 months ago | Updated: 3 days ago

দেয়া আছে, 5x-3y=9…………..(i)

এবং 3x-5y=-1…………………(ii)

সমীকরণ (i) নং কে 5 এবং (ii) নং কে 3 দিয়ে গুণ করে (i) থেকে (ii) বিয়োগ করি

25x-15y=45 9x-15=-316x=48 x=3

x এর মান (i) নং এ বসাই

5x-3y=9

=(5×3)-3y=9

=3y=15-9=6

y=63=2

 নির্ণেয় (x,y) = (3, 2)

Created: 2 months ago | Updated: 12 hours ago

Given That a+3+1a=0=a+1a=-3a3+1a3=(a+1a)3-3.a.1a(a-1a)=(-3)3-3(-3)=-27+9=-18

মনে করি, পিতা ও পুত্রের বর্তমান বয়স =৩ক : ক

প্রশ্নমতে, ++=:

=++= =+=+ = =

পিতার বর্তমান বয়স = ৩×১৫ =৪৫ বছর এবং পুত্রের বর্তমান বয়স = ১৫ বছর।

Created: 2 months ago | Updated: 3 days ago

মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১০ এপ্রিল, ১৯৭১ সালে গঠিত হয় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। এ সরকার শপথ গ্রহণ করে ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায়। সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর নাম অনুসারে বৈদ্যনাথতলার নামকরণ করা হয় মুজিবনগর এবং অস্থায়ী সরকারও পরিচিত হয় মুজিবনগর সরকার নামে।

Created: 2 months ago | Updated: 3 days ago

ভারত এবং মিয়ানমার এই দুটি দেশের সাথে সীমান্ত রয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জে ৩০টি এবং মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা ৩টি (রাঙামাটি, বান্দরবান এবং কক্সবাজার)। আর ঢাকা এবং বরিশাস বিভাগের সাথে বাংলাদেশের কোন সীমান্ত সংযোগ নেই।

Created: 2 months ago | Updated: 3 days ago

অপারেশন সার্চলাইট ২৫ মার্চ ১৯৭১ সালে সংঘটিত হয়। উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে ব্যাপর গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে তারই। নাম দেয় 'অপারেশন সার্চলাইট'।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১৯৭২ সালের ১০ জানুয়ারি।

মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ১১টি সেক্টরে এবং ৩টি ব্রিগেড ফোর্সে বিভক্ত করা হয়েছিল।

Created: 2 months ago | Updated: 3 days ago

আয়তনে ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ এবং বৃহত্তম জেলা রাঙামাটি। আর আয়তনে ক্ষুদ্রতম বিভাগ ময়মনসিংহ আর বৃহত্তম বিভাগ চট্টগ্রাম।

এক কথায় উত্তর দাও:
42.

ফুজিয়ামা কোথায় অবস্থিত?

Created: 2 months ago | Updated: 3 days ago

ফুজিয়ামা জাপানে অবস্থিত।

Created: 2 months ago | Updated: 3 days ago

ILO এর সদর দপ্তর জেনেভায়।

Created: 2 months ago | Updated: 3 days ago

ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল হিমালয়ের মানস শৃঙ্গ থেকে।

Created: 2 months ago | Updated: 3 days ago

মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব 'বীরশ্রেষ্ঠ'। দ্বিতীয় 'বীরউত্তম', তৃতীয় 'বীরবিক্রম', এবং চতুর্থ ‘বীরপ্রতীক'।

পূর্ণরূপ লিখুন:
46.

DESA

Created: 2 months ago | Updated: 3 days ago

DESA এর পূর্ণরূপ Department of Economic and Social Affairs.

পূর্ণরূপ লিখুন:
47.

BTCL

Created: 2 months ago | Updated: 3 days ago

BTCL 43 Bangladesh Telecommunications Company Limited.

পূর্ণরূপ লিখুন:
48.

VAT

Created: 2 months ago | Updated: 3 days ago

VAT এর পূর্ণরূপ Value added Tax.

পূর্ণরূপ লিখুন:
49.

OPEC

Created: 2 months ago | Updated: 3 days ago

OPEC 43 Organization of the Petroleum Exporting Countries.

পূর্ণরূপ লিখুন:
50.

WTO

Created: 2 months ago | Updated: 2 days ago

WTO এর পূর্ণরূপ World Trade Organization.

Related Sub Categories