কলমির ঝাড়
কলমির ঝাড় (বংশে বহু লোক) = চৌধুরী বাড়িতে কলমির ঝাড়।
কচুবনের কালাচাঁদ
কচুবনের কালাচাঁদ (অপদার্থ) = ইয়ামিনকে দিয়ে একাজ হবে না, কারণ হলো কচুবনের কালাচাঁদ।
কাক ভূষণ্ডি
কাক ভূষণ্ডি (দীঘায়ু ব্যক্তি) = এই পৃথিবীতে সবাই কাক ভূষতি হয়ে বেঁচে থাকতে চায়।
কলি ফেরানো
কলি ফেরানো (দেয়ালে চুনকাম করা) = আগামী মাসে বিউটির বিয়ে, তাই বাড়ির কলি ফেরাতে হবে।
কুনকি হাতি
কুনকি হাতি (যে কৌশলে অন্যকে বশে রাখে) = মিলি কুনকি হাতিতে বেশ পটু।
সমুজ্জল
সমুজ্জল = সমুজ্জ্বল
সিংহানি
সিংহানি = সিংহলি
সৌহাদ্যতা
সৌহাদ্যতা = সৌহার্দ্য
পিতাহীন
পিতাহীন = পিতৃহীন
নৈঝিত
নৈঝিত = নৈর্ঝত ।
Bread is usually made---wheat.
Bread is usually made from wheat.
বাক্যের অর্থঃ সাধারণত গম থেকে রুটি তৈরি হয়।
He is absorbed---thought.
He is absorbed in thought.
বাক্যের অর্থঃ তিনি চিন্তায় মগ্ন।
Please leave the key---the reception.
Please leave the key at the reception.
বাক্যের অর্থঃ দয়া করে অভ্যর্থনা কক্ষে চারিটি রেখে যান।
The speaker failed to---the crowd.
The speaker failed to stimulate the crowd.
বাক্যের অর্থঃ বক্তা জনগণকে উদ্বুদ্ধ করতে ব্যর্থ হলো।
আমরা বিষয়টি আলোচনা করব।
আমরা বিষয়টি আলোচনা করব।
= We will discuss the matter.
শব্দটি কেটে দাও।
শব্দটি কেটে দাও।
= Pen through the word.
এখন আমার হাত খালি।
এখন আমার হাত খালি।
= I am empty handed now.
Amenable অর্থ বাধ্য; অনুগত। আর এর Synonym হলোঃ Agreeable, open to, willing এবং Antonym হলো Unwilling অর্থ অনিচ্ছুক; গররাজী।
Equivocal এর Antonym হলো Undoubted; indisputable. 43 Synonym Vague, ambiguous, obscure.
Last work অর্থ শেষ কর্ম ।
অসলো শান্তি চুক্তি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়। এই চুক্তিটি সম্পাদিত হয় ইসরাইল এবং ফিলিস্তিন মুক্তি সংস্থার মধ্যে।
UNODC এর পূর্ণরূপ = United Nations Office on Drugs and Crime, UNODC এর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি করা হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল এবং ১৭ এপ্রিল ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ রাত ১২টার পর অর্থাৎ ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
নবাব সিরাজ-উদ-দৌলার পিতার নাম জয়েন উদ্দিন আহম্মদ।
১৯৯০ সালের ৩ অক্টোবর দুই জার্মানি একত্রিত হয়ে ফেডারেল প্রজাতন্ত্র গঠন করে।
মুক্তিযুদ্ধের সময় ৮নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল ‘মুজিবনগর’। উল্লেখ্য, স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করেন কর্ণেল এম এ জি ওসমানী ১১ জুলাই ১৯৭১ সালে । ঢাকা জেলা ২নং এবং ৩নং সেক্টরের অধীনে ছিলো। আর মুক্তিযুদ্ধের সময় নৌ-বাহিনী ১০নং সেক্টরের অধীনে ছিলো।
United Nations Environment Programme (UNEP) এর সদর দপ্তর অবস্থিত নাইরোবি, কেনিয়া। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি বা UNEP ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশে সংবিধানে মোট ৭টি তফসিল আছে। এগুলো হলোঃ (১ম) অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন; (২য়) বিলুপ্ত); (৩য়) শপথ ও ঘোষণা; (৪র্থ) ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী; (৫ম) ১৯৭১ সালের ৭ই মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ভাষণ; (৬ষ্ঠ) ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা এবং (৭ম) ১৯৭১ সালের ১০ এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতা ঘোষণাপত্র ।
ব্রিটেনের অর্থমন্ত্রীকে Chancellor of Exchequer বলা হয় ।
দক্ষিণ আফ্রিকাকে Rainbow Nation বলা হয়। দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্য নীতির অবসানের পর এবং ১৯৯৪ সালের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের পর আর্চবিশাপ ডেসমন্ড টুটু দক্ষিণ আফ্রিকাকে Rainbow Nation হিসেবে ঘোষণা করেন।