১৯-০৬-২০২১
বরাবর
ব্যবস্থাপক
ভার্টেক্স স্টক এন্ড সিকিউরিটিজ লিমিটেড।
১৩ এ-বি, মতিঝিল, ঢাকা-১০০০
বিষয়ঃ পুরাতন বিও হিসাবটি নতুন করে চালু প্রসঙ্গে।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোঃ শামসুল আলম আমার বিও একাউন্ট নং ৩২০০৪৬৭০। আমি প্রথম ২০১০ সালে আপনার ব্রোকারেজ হাউজে বিও একাউন্ট খুলি। এরপর টানা ৪ বছর এই হিসেবে লেনদেন করলেও ব্যক্তিগত কিছু কারণে ২০১৫ সাল থেকে ঐ হিসাবে আমি আর লেনদেন করতে পারিনি। এই অবস্থায় ঐ একাউন্টে আমি আবার লেনদেন করতে ইচ্ছুক।
অতএব, জনাবের নিকট আমার আকুল আবেদন এই যে, আমার পুরাতন বিও হিসাবটি নতুন করে সচল করে দিতে আপনার মর্জি হয়।
বিনীত নিবেদক
মোঃ শামসুল আলম
বিও হিসাব নং ৩২০০৪৬৭০
আজিমপুর, ঢাকা।
It appears that the youth crime rate in the Dhaka city is increasing at an alarming rate. Although there may be many factors causing this issue, it is perceivable that the absence of suitable education provided by parents and teachers are the major problems behind this circumstance. This position will thus be analysed in the following writings, supported by relevant examples.
Firstly, parents' increasing occupational commitments have limited their opportunities to educate children on moral qualities. The current economic condition of the contemporary society requires parents to spend more time at work. This has consequently created fewer interactions between children and parents, precluding youngsters from learning basic emotional aspects such as love and affection from adults. An exemplary case can be seen from my cousin, who barely gets a chance to learn about a specific manner to talk to strangers or elderly people. Hence, it seems that such reality has disabled him to possess an ethical mindset, which might cause behavioural problems outside the home in the future.
Secondly, the modern education system enforces students to obtain tangible achievements, rather than ethical perspectives. For instance, there was a girl in my high school who performed well academically. Although she frequently offended other classmates' feelings with foul words, she was continuously favoured by teachers because of her good grades. It is personally felt that such an inappropriate teaching motives of the teachers have left many students to focus on achieving material accomplishments, regardless of how badly one behaves. But still there's remain a great deal of teachers who do not tolerate it.
In conclusion, the two aforementioned ideas clearly encapsulate how the lack of solid and ethical supervisions by adults leaves children to develop problematic thoughts and behaviour.
As, A starts the work
So, A works for = 6 days
B works for = 4 days
that means =
putting the value of a in (i), we get
so, A can complete the work in = 9 days
& B can complete the work in = 12 days
They together can do the woek in 1 day =
মনে করি, নির্ণেয় পণ্য সংখ্যা ক টি
ক টি পণ্যের মূল্য ২ক ডলার
এবং ক টি পণ্যের উৎপাদন বিক্রয়মূল্য ৭ক ডলার
প্রশ্নমতে, ৭ক-২ক=১০০০০
=৫ক=১০০০০
ক=.
Give, the weight of 1 box is = 14kg
The weight of x box is = 14kg
According to question
4500+14x=6000
=14x=6000-4500=1500
x=
maximum number of boxes is 107.
বিশ্বব্যাপী করোনা মহামারির দ্বিতীয় বছরে জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথ বাংলাদেশ গড়তে ৩ জুন ২০২১ তারিখে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট পেশ করেন। এতে মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা, যা জিডিপির ১৭.৫% । পরিচালন ব্যয়সহ অন্যান্য খাতে ব্যর ধরা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৩৫৭ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৭১ হাজার ৯৫৩ কোটি টাকা, যা জাতীয় বাজেটের মাত্র ১১.৯২% ।
ভূমি মন্ত্রণালয়ের ই-মিউটেশন কার্যক্রমটি দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে এবং আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করেছে। এ কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ প্রথমবারের মত Developing Transparent and Accountable Public Institutions' ('স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি প্রতিষ্ঠানের বিকাশ) ক্যাটাগরিতে জাতিসংঘের মর্যাদাপূর্ণ * United Nations Public Service Award 2020' ('জাতিসংঘ পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০) অর্জন করেছে যা আমাদের দেশের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। এজন্য এ বছর দিবসটিতে দেশের সবার মাঝে থাকবে উজ্জীবিত এক অনুভূতি ।
কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার হলো এমন এক ধরনের শেয়ার যা লভ্যাংশ বকেয়া সংমিশ্রণ হয় যখন একটি অগ্রাধিকার শেয়ার সংযোজিত বলে মনে করা হয় এবং ইক্যুইটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ পরিশোধ করার আগে এই ধরনের বকেয়া পরিশোধ করা হয়। ধরুন, কোন সংস্থার ১০০০০ প্রেফারেন্স শেয়ার রয়েছে (Rs. ১০০ Each ৮%)। ২০১৯ এবং ২০২০ এর জন্য লভ্যাংশ পরিশোধ করা হয়নি। ২০২১ সালের জন্য ইকুইটি শেয়ারহোল্ডারদের কাছে লভ্যাংশ প্রদান করতে পারার আগে পরিচালকগণ অবশ্যই ২৪,০০০ টাকার লভ্যাংশ (২০২১ সালের জন্য) প্রদান করতে হবে।
Defying odds amid the Covid-19 pandemic, Bangladesh's stock market performed well during July-September period of 2020, emerging as Asia's best-performing capital market. In terms of gains in the key index, Bangladesh's stock market performance was also the highest in the world. According to research by Asia Frontier Capital, DSEX, the benchmark index of the Dhaka Stock Exchange (DSE), posted a double digit growth by 24.4% in Q3 (July- September), of 2020, the highest gain in key index among the world's top performing stock exchanges.