বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন || সহকারী পরিচালক (19-06-2021) || 2021

All

১৯-০৬-২০২১
বরাবর 
ব্যবস্থাপক 
ভার্টেক্স স্টক এন্ড সিকিউরিটিজ লিমিটেড। 
১৩ এ-বি, মতিঝিল, ঢাকা-১০০০ 

বিষয়ঃ পুরাতন বিও হিসাবটি নতুন করে চালু প্রসঙ্গে।

জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোঃ শামসুল আলম আমার বিও একাউন্ট নং ৩২০০৪৬৭০। আমি প্রথম ২০১০ সালে আপনার ব্রোকারেজ হাউজে বিও একাউন্ট খুলি। এরপর টানা ৪ বছর এই হিসেবে লেনদেন করলেও ব্যক্তিগত কিছু কারণে ২০১৫ সাল থেকে ঐ হিসাবে আমি আর লেনদেন করতে পারিনি। এই অবস্থায় ঐ একাউন্টে আমি আবার লেনদেন করতে ইচ্ছুক। 

অতএব, জনাবের নিকট আমার আকুল আবেদন এই যে, আমার পুরাতন বিও হিসাবটি নতুন করে সচল করে দিতে আপনার মর্জি হয়।

বিনীত নিবেদক 
মোঃ শামসুল আলম 
বিও হিসাব নং ৩২০০৪৬৭০
আজিমপুর, ঢাকা।

Related Sub Categories