বিশ্বব্যাপী করোনা মহামারির দ্বিতীয় বছরে জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথ বাংলাদেশ গড়তে ৩ জুন ২০২১ তারিখে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট পেশ করেন। এতে মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা, যা জিডিপির ১৭.৫% । পরিচালন ব্যয়সহ অন্যান্য খাতে ব্যর ধরা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৩৫৭ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৭১ হাজার ৯৫৩ কোটি টাকা, যা জাতীয় বাজেটের মাত্র ১১.৯২% ।
ভূমি মন্ত্রণালয়ের ই-মিউটেশন কার্যক্রমটি দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে এবং আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করেছে। এ কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ প্রথমবারের মত Developing Transparent and Accountable Public Institutions' ('স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি প্রতিষ্ঠানের বিকাশ) ক্যাটাগরিতে জাতিসংঘের মর্যাদাপূর্ণ * United Nations Public Service Award 2020' ('জাতিসংঘ পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০) অর্জন করেছে যা আমাদের দেশের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। এজন্য এ বছর দিবসটিতে দেশের সবার মাঝে থাকবে উজ্জীবিত এক অনুভূতি ।
কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার হলো এমন এক ধরনের শেয়ার যা লভ্যাংশ বকেয়া সংমিশ্রণ হয় যখন একটি অগ্রাধিকার শেয়ার সংযোজিত বলে মনে করা হয় এবং ইক্যুইটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ পরিশোধ করার আগে এই ধরনের বকেয়া পরিশোধ করা হয়। ধরুন, কোন সংস্থার ১০০০০ প্রেফারেন্স শেয়ার রয়েছে (Rs. ১০০ Each ৮%)। ২০১৯ এবং ২০২০ এর জন্য লভ্যাংশ পরিশোধ করা হয়নি। ২০২১ সালের জন্য ইকুইটি শেয়ারহোল্ডারদের কাছে লভ্যাংশ প্রদান করতে পারার আগে পরিচালকগণ অবশ্যই ২৪,০০০ টাকার লভ্যাংশ (২০২১ সালের জন্য) প্রদান করতে হবে।
Defying odds amid the Covid-19 pandemic, Bangladesh's stock market performed well during July-September period of 2020, emerging as Asia's best-performing capital market. In terms of gains in the key index, Bangladesh's stock market performance was also the highest in the world. According to research by Asia Frontier Capital, DSEX, the benchmark index of the Dhaka Stock Exchange (DSE), posted a double digit growth by 24.4% in Q3 (July- September), of 2020, the highest gain in key index among the world's top performing stock exchanges.