কৃষ্টি = কৃষ্ + তি।
পতঞ্জলি = পতৎ + অঞ্জলি।
সংস্কৃতি = সম + কৃতি।
তস্কর = তৎ + কর।
অহর্নিশ = অহঃ + নিশা।
বাকাস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, তাকে কারক বলে।
কারক ৬ প্রকার।
০১. কর্তৃকারক, ০২. কর্ম কারক, ০৩. করণ কারক, ০৪. সম্প্রদান কারক, ০৫. অপাদান কারক, ০৬. অধিকরণ কারক ।
নারী = ভামিনী, আত্মজা
রাজা = নৃপতি; নরপতি
দেবতা = দেব; সুর।
আগুন = অনল, পাবক।
পৃথিবী = অবনী: মেদিনী।
Master (শিক্ষক) = Mistress (শিক্ষিকা)।
Widower (বিপত্নীক) = Widow (বিধবা)।
Host (নিমন্ত্রাতা) = Hostess (আমন্ত্রয়িত্রী)।
Prince (রাজপুত্র) = Princess (রাজকন্যা)।
Gander (রাজহাঁস) = Goose (রাজহংসী)।
Fat (মোটা) = Fattest.
Happy (সুখী) = Happiest.
Far (দূরবর্তী) = Furthest.
In (মধ্যে) = Innermost
Red (লাল) = Reddest
Above all (সর্বোপরি ) = Sanwar was concerned above all to speak the truth.
Pros and cons (খুটিনাটি) = Yamin should consider the pros and cons of the project.
Lions share ( সিংহভাগ; সর্বাপেক্ষা বেশি অংশ) = Usually I spend lions share of my income on food.
For good ( চিরতরে) = He left the village for good.
Blue blood (আভিজাত্য) = He has blue blood in his attitude.
৫ বছর পর পিতার বয়স হবে = ৪০+৫ =৪৫ বছর
৫ বছর পর পুত্রের বয়স হবে = ১০ +৫ =১৫ বছর
নির্ণেয় অনুপাত = ৪৫ : ১৫ = ৩ : ১
বাংলাদেশের তৈলী ল্যাপটপের নাম কি ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম লিখুন।
বাংলাদেশের তৈরী ল্যাপটপের নাম 'দোয়েল'।ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম লিখুন। 'দোয়েল' ল্যাপটপ বাংলাদেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি ও অ্যাসেম্বলিংকৃত ল্যাপটপ বা নোটবুক ।
CPU = Central Processing Unit.
LAN = Local Area Network.
Software কে কম্পিউটারের প্রাণশক্তি বলা হয়। কম্পিউটারে ব্যবহৃত সবচেয়ে বেশি প্রোগ্রাম হলো Windows.
ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয় এবং আধুনিক কম্পিউটারের জনক বলা হয় জন ভন নিউম্যানকে।
বাংলাদেশে প্রথন ইন্টারনেট চালু হয় ১৯৯৬ সালে। বাংলাদেশের প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি হলো 'বিডি নিউজ' ।
কম্পিউটারের ৪টি ইনপুট ডিভাইসের নাম = Monitor, Graphic Plotter, Printer, Speaker.
বাংলাদেশ প্রথম ব্যবহৃত বাংলা ফন্ট আবিষ্কারের নাম কি? কোন সালে এটি বাজারে আসে?
কম্পিউটারে বাংলা ফন্টের উদ্ভাবক মোস্তফা জব্বার। তার প্রতিষ্ঠানের বিজয় বাংলা কি বোর্ড ১৯৮৮ সালে প্রকাশিত হয় যা প্রথম বাংলা বি বোর্ড।
কার্যক্ষেত্রের পরিধির উপর ভিত্তি করে নেটওয়ার্কে ৩ ভাগে ভাগ করা যায়ঃ
i. লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network).
ii. মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (Metropolitan Area Network)
iii. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide Area Network)
WWW এর পূর্ণরূপ World Wide Web. টিম বার্নাস লি কে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক বলা হয় ।
IBM এর পূর্ণ নাম International Business Machines Corporation. আর IBM জনক হলেন Herman Hollerith.
২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ জাকারবার্গ ফেসবুক নামের নেটওয়ার্কটি প্রতিষ্ঠা করেন।
CRT এবং LCD.
CRT Cathode Ray Tube.
LCD t Liquid Crystal Display.
Microsoft এর প্রতিষ্ঠাতা হলেন বিল গেটস এবং Apple এর প্রতিষ্ঠাতা হলেন স্টিভ জবস।
ব্যবসায়িক লেনদেনের দুটি পক্ষের প্রকৃতির উপর ভিত্তি করে ই-কমার্সকে চার ভা ভাগ করা যায় তা হলো:
১) ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer : B2C)
২) ব্যবসা থেকে ব্যবসা (Business to Business : B2B)
৩) ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business : C2B)
৪) ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer : C2C)
পূর্ণরূপ লিখুন:
BCC, BSCCL
BCC = Blind Carbon Copy.
BSCCL = Bangladesh Submarine Cable Company Ltd.