১টি মোবাইল সেট ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। মোবাইল সেটের ক্রয়মূল্য কত?
এক ব্যক্তি ১,০০০ টাকা ৪ বছরের জন্য একটি ব্যাংক জমা রাখে। ব্যাংক উক্ত ব্যক্তিকে প্রথম ২ বছরের জন্য ১০% হারে এবং শেষের ২ বছর ৫% হারে সুদ প্রদান করবে। ৪ বছর শেষে উক্ত ব্যক্তি কত টাকা গ্রহণ করবে?
সরল করুনঃ (5a-7b)2+2(5a-7b)(9b-4a) + (9b-4a)2
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমকোণী বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১৮ সে.মি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে. মি. হবে?
সাকিব ও তামিমের আয়ের অনুপাত ৪ : ৩, তামিম ও মিরাজের আয়ের অনুপাত ৫ : ৪, সাকিবের আয় ১,২০,০০০ টাকা হলে মিরাজের আয় কত?