প্রচ্ছদ
প্রচ্ছদ = প্র + ছদ।
যথেষ্ট
যথেষ্ট = যথা + ইষ্ট
ক্ষুধার্ত
ক্ষুধার্ত = ক্ষুধা + ঋত
পদ্ধতি
পদ্ধতি = পদ + হতি।
সংরক্ষণ
সংরক্ষণ = সম + রক্ষণ।
ইঁদুর কপালে
ইঁদুর কপালে (মন্দভাগ্য) = তোমার মত ইঁদুর কপালে লোক আমি দেখিনি।
নাড়ির টান
নাড়ির টান (গভীর ও আন্তরিক মমত্ববোধ) = যেকোনো ছুটিতে নাড়ির টানে সবাই মামে আসে।
তামার বিষ
তামার বিষ (অর্থের কুপ্রভাব) = তোমাকে তামার বিষে পেয়েছে।
ভিটায় ঘুঘু চরানো
ভিটায় ঘুঘু চরানো (সর্বনাশ করা) = তোমার ভিটায় ঘুঘু চরিয়ে তবে আমার শাস্তি ।
ঈদের চাঁদ
ঈদের চাঁদ (আকাঙ্ক্ষিত বস্তু) = চাকরিটা পেয়ে মনে হচ্ছে সে যেন ঈদের চাঁদ পেয়েছে।
নিরীহ
নিরীহ = হিংস্র ।
শূণ্য
শূন্য = পূর্ণ ।
অর্পণ
অর্পণ = গ্রহণ।
অপচয়
অপচয় = সঞ্চয়।
উজ্জ্বল
উজ্জ্বল = স্নান; নিষ্প্রভ।
একতাই বল।
একতাই বল = Unity is strength.
মিথ্যা বলা মহাপাপ।
মিথ্যা বলা মহাপাপ । = To tell a lie is a great sin.
তুমি কি এবার পরীক্ষা দিবে?
তুমি কি এবার পরীক্ষা দিবে?
= Would you sit for the test this time?
আমরা সমাজে বাস করি।
আমরা সমাজে বাস করি।
= We live in a society.
শিশুটি ঘুমাইতেছে।
শিশুটি ঘুমাইতেছে।
= The baby is sleeping.
I was well___my work.
I was well at my work.
বাক্যের অর্থঃ আমি আমার কাজে পারদর্শী ছিলাম।
He died___me the unnecessary things.
He did to me the unnecessary things.
বাক্যের অর্থঃ সে আমার সাথে অহেতুক আচরণ করলো।
He heard music all____him.
He heard music all around him.
বাক্যের অর্থঃ তিনি তাকে নিয়েই সকল গান শোনেন।
You asked me___luncheon.
You asked me for luncheon.
বাক্যের অর্থঃ তিনি আমাকে মধ্যাহ্নভোজের জন্য আমন্ত্রণ জানালেন।
They saw a ship coming--them.
They saw a ship coming towards them.
বাক্যের অর্থঃ তারা দেখলেন তাদের দিকে একটি জাহাজ আসছে।
We made fire.
We made fire.
= We made a fire.
(আমরা আগুন ধরিয়েছিলাম)।
You are in wrong.
You are in wrong.
= You are wrong.
(তোমার ভুল হচ্ছে)।
Always speak truth.
Always speak truth.
= Always speak the truth.
(সর্বদা সত্য কথা বলবে)।
My mother sick.
My mother sick.
= My mother is sick.
(আমার মা অসুস্থ)।
He died yesterday night.
He died yesterday night.
= He died last night.
(তিনি গতরাতে মারা গিয়েছেন)
চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে আমরা জানি, চক্রবৃদ্ধি মূলধন
[এখানে, C= চক্রবৃদ্ধি মূলধ ; p= মূলধন; r= সুদের হার; n= বছর]
উত্তর: ৭৮৭৩২ টাকা।
মনে করি, ফাইয়াজের আপেলকুল আছে ক টি এবং আয়াজের আছে খ টি
প্রশ্নমতে, ৩(ক-১০)=খ+১০…………..(১)
২(খ-২০)=(ক+২০)……………………(২)
সমীকরণ (১) নং হতে পাই,
৩(ক-১০)=খ+১০
=৩ক-৩০=খ+১০
=খ=৩ক-৪০………………..(৩)
এখন, খ এর মান (২) নং সমীকরণে বসিয়ে পাই,
২(খ-২০)=ক+২০
=২খ-৪০=ক+৪০
=২(৩ক-৪০)-৪০=ক+২০
=৬ক-৮০-৪০=ক+২০
=৫ক=১৪০
ক=
ক এর মান (৩) নং সমীকরণে বসিয়ে পাই,
খ=৩ক-৪০
=(৩২৮)-৪০
=৮৪-৪০
=৪৪
অর্থ্যাৎ ফাইয়াজের আছে ২৮টি এবং আয়াজের আছে ৪৪টি।
বঙ্গমাতার নাম লিখুন।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ।
বর্তমানে জাতিসংঘের কততম সাধারণ অধিবেশন চলছে?
বর্তমানে জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশন চলছে।
স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একজন নারী মুক্তিযোদ্ধার নাম তারামন বিবি (১১নং সেক্টরে যুদ্ধ করেন)।
বৈদ্যনাথতলা কোন উপজেলায় অবস্থিত?
বৈদ্যনাথতলা অবস্থিত কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভবেরপাড়া ইউনিয়নে।
বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কত তারিখে?
স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি।
WHO এর পূর্ণরূপ কি?
WHO এর পূর্ণরূপ World Health Organization.
রাখাইন উপজাতি মায়ানমারের কোন প্রদেশের অধিবাসী?
রাখাইন উপজাতি মায়ানমারের রাখাইন রাজ্যের অধিবাসী।
পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে?
পদ্মা সেতু মুন্সিগঞ্জ ও শরিয়তপুর জেলাকে সংযুক্ত করেছে।
বাংলাদেশ কৃষি গবেষাণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট অবস্থিত গাজীপুরে ।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল কোথায় অবস্থিত?
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে।