বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক ফ্লাইট কবে শুরু হয়?
বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয় ৪ মার্চ ১৯৭২ সালে (ঢাকা-লন্ডন-ঢাকা) ।
বাংলাদেশে প্রথম ধাতব মুদ্রা চালু হয় কবে?
বাংলাদেশে প্রথম ধাতব মুদ্রা চালু হয় ১৫ জুলাই ১৯৭৪ সালে (১ পয়সা)।
জুটন আবিষ্কার করেন কে?
জুটন আবিস্কার করেন ড. মোহাম্মদ সিদ্দিকুল্লাহ (জুটন হলো ৭০ ভাগ পাট এবং ৩০ ভাগ তুলার সংমিশ্রণে, তৈরি এক প্রকার বস্ত্র)।
WARPO এর পূর্ণরূপ কি?
WARPO এর পূর্ণরূপ: Water Resources Planning Organization (পানি সম্পদ মন্ত্রণালয়)।
উপমহাদেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংক কোনটি?
উপমহাদেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া।
গৌতম বুদ্ধ কত বছর বয়সে সংসার ত্যাগ করেন?
গৌতম বুদ্ধ সংসার ত্যাগ করেন ২৯ বছর বয়সে।
আবু সায়েফ কোন দেশের গেরিলা সংগঠন?
আবু সায়েফ ফিলিপাইনের গেরিলা সংগঠন।
ইউরোপীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত?
ইউরোপীয় পার্লামেন্টের কর্মস্থল তিনটি। এগুলো হলোঃ ব্রাসেলস (বেলজিয়াম), লুক্সেমবার্গ এবং স্ট্রাসবার্গ (ফ্রান্স)। ইউরোপীয় পার্লামেন্টের সচিবালয় বা প্রশাসনিক দপ্তর পুষ্পেনবার্গে অবস্থিত। ইউরোপীয় পার্লামেন্টের অধিবেশন বসে ট্রাসবার্গ এবং ব্রাসেলসে।
এক মিটার সমান কত ইঞ্চি?
এক মিটার সমান ৩৯.৩৭ ইঞ্চি।
ব্যাংকিং প্রথা সর্বপ্রথম বিশ্বের কোন দেশে চালু হয়?
ব্যাংকিং প্রথা সর্বপ্রথম চালু হয় ইতালিতে। ১৯৫৭ সালে ডেনিস সরকারের প্রচেষ্টায় ব্যাংক অব ভেনিস' প্রতিষ্ঠা করা হয়, যা বিশ্বের প্রথম সরকারি ব্যাংক হিসেবে পরিচিত। উল্লেখ্য, বিশ্বের প্রথম ব্যাংক ব্যাংক অব শাদি' চীনে প্রতিষ্ঠিত হয় ৬০০ খ্রিঃ পূর্বে।
বিশ্বের প্রথম মিনি কম্পিউটারের নাম কি?
বিশ্বের প্রথম মিনি কম্পিউটারের নাম PDP 1 (Programmed Data Processor- 1).
ডিজিটাল কম্পিউটার কত প্রকার?
আকার, সামর্থ্য, দাম এবং ব্যবহারের গুরুত্বের ভিত্তিতে ডিজিটাল কম্পিউটারকে ৪ ভাগে ভাগ করা যায়। এগুলো হলোঃ মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার।
সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে ইলেকট্রনিক কম্পিউটার কোনটি?
১৯৫১ সালে তৈরি UNIVAC (Universal Automatic Computer) হলো বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম Electronic Computer.
কোন ডিস্ক সরাসরি ফরমেট করা যায় না?
কমপ্যাক্ট ডিস্ক সরাসরি ফরমেট করা যায় না।
মাইক্রোপ্রসেসরের কাজ কী?
মাইক্রোপ্রসেসরের কাজ কম্পিউটারের স্মৃতিতে সঞ্চিত প্রোগ্রাম নির্বাহ করা: গাণিতিক যুক্তির কাজ করা; গাণিতিক যুক্তির অংশের তথ্য প্রক্রিয়াকরণের কাজ ও অন্যান্য অংশের সাথে তথা বিনিময়ের কাজ করা: ইনপুট ও আউটপুট অংশগুলোর সঙ্গে কাজের সমন্বয় বিধান করা।
ডট ম্যাট্রিক্স প্রিন্টারের মুদ্রণ হয় কিসের সাহায্যে
পিন ও রিবনের সাহায্যে ডট ম্যাট্রিক্স প্রিন্টারের মুদ্রণ হয় ।
ইন্সট্রাকশন সাইকেল নির্দেশ চক্রকে কতভাগ ভাগ করা যায়।
ইন্সট্রাকশন সাইকেল নির্দেশ চক্র দুই প্রকার।
মাইক্রোপ্রসেসরের কোন অংশ তথ্য প্রক্রিয়াকরণের কাজ করে?
বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় গণনাযন্ত্রের নাম কি?
বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় গণনাযন্ত্রের নাম অ্যাবাকাস।
আই.বি.এম ১৬২০ কম্পিউটার কী ধরনের কম্পিউটার?
আই. বি. এম ১৬২০ কম্পিউটারটি মেইনফ্রেম কম্পিউটার।