সন্ধি বিচ্ছেদ করুন:
1.

নদ্যাম্বু

Created: 4 weeks ago | Updated: 10 hours ago

নদ্যম্বু = নদী + অম্বু 

সন্ধি বিচ্ছেদ করুন:
2.

কথোপকথন

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

কথোপকথন = কথা + উপকথন 

সন্ধি বিচ্ছেদ করুন:
3.

কিন্নর

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

কিন্নর = কিম + নর 

সন্ধি বিচ্ছেদ করুন:
4.

নিশ্ছিদ্র

Created: 4 weeks ago | Updated: 1 week ago

নিশ্ছিদ্র = নিঃ + ছিদ্র 

সন্ধি বিচ্ছেদ করুন:
5.

প্রত্যূষ

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

প্রত্যূষ = প্রতি + ঊষ 

কারক বিভক্তি নির্ণয় করুনঃ
6.

ফুলের গন্ধে ঘুম আসে না।

Created: 4 weeks ago | Updated: 1 week ago

ফুলের গন্ধে ঘুম আসে না = কর্মে ৬ষ্ঠী 

কারক বিভক্তি নির্ণয় করুনঃ
7.

ছাদ হতে নদী দেখা যায়।

Created: 4 weeks ago | Updated: 1 week ago

ছাদ হতে নদী দেখা যায় = অধিকরণে ৫মী বিভক্তি 

কারক বিভক্তি নির্ণয় করুনঃ
8.

শিক্ষককে জানাও।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

শিক্ষককে জানাও = কর্ম কারকে ২য়া বিভক্তি 

কারক বিভক্তি নির্ণয় করুনঃ
9.

কলমে ভালো লেখা হয়।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

কলমে ভালো লেখা হয় = করণে ৭মী 

কারক বিভক্তি নির্ণয় করুনঃ
10.

বাবা বাড়িতে আছেন।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

বাবা বাড়িতে আছেন = অধিকরণ কারকে ৭মী বিভক্তি 

নিচের বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন:
11.

ভরাডুবি

Created: 4 weeks ago | Updated: 3 days ago

 ভরাডুবি (সর্বনাশ): কারো ভরাডুবি করতে গেলে নিজেকেই ভরাডুবিতে পড়তে হয়। 

নিচের বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন:
12.

ভিটায় ঘুঘু চড়ানো

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

ভিটায় ঘুঘু চড়ানো (সর্বস্বান্ত করা): আগের দিনে অনেক জমিদারই প্রজার ভিটায় ঘুঘু চড়াতেন 

নিচের বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন:
13.

ঠোঁট কাটা

Created: 4 weeks ago | Updated: 1 week ago

ঠোঁট কাটা (স্পষ্টভাষী): এমন ঠোঁট কাটা লোক আর দেখি নি, গুরুজনদের সামনেও মুখে কিছু আটকায় না।

নিচের বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন:
14.

গায়ে পড়া

Created: 4 weeks ago | Updated: 1 week ago

 গায়ে পড়া (অযাচিত): তোমার গায়ে পড়া কথায় কি আসে যায়, আমরা মোটেই তাতে কোন গুরুত্ব দেই না। 

নিচের বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন:
15.

কুয়োর ব্যাঙ

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

কুয়োর ব্যাঙ(সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন): তুমি তো কুয়োর ব্যাঙ, ঘর হতে আঙিনা বিদেশ। 

সংক্ষেপে উত্তর লিখুন:
16.

'সংশয়' এর বিপরীত শব্দ কি ? 

Created: 4 weeks ago | Updated: 1 week ago

'সংশয়' এর বিপরীত শব্দ - প্রত্যয় 

সংক্ষেপে উত্তর লিখুন:
17.

ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

Created: 4 weeks ago | Updated: 1 week ago

ভাষার ক্ষুদ্রতম একক - ধ্বনি 

সংক্ষেপে উত্তর লিখুন:
18.

‘লুঙ্গি’ কোন ভাষার শব্দ ? 

Created: 4 weeks ago | Updated: 1 week ago

‘লুঙ্গি’ বর্মী ভাষার শব্দ 

সংক্ষেপে উত্তর লিখুন:
19.

‘গোবরগণেশ’ বাগধারার অর্থ কি? 

Created: 4 weeks ago | Updated: 3 days ago

‘গোবরগণেশ’ বাগধারার অর্থ - মূর্খ 

সংক্ষেপে উত্তর লিখুন:
20.

‘বঙ্গভাষা’ কবিতার রচয়িতা কে? 

Created: 4 weeks ago | Updated: 3 days ago

‘বঙ্গভাষা’ কবিতার রচয়িতা - মাইকেল মধুসূদন দত্ত 

Related Sub Categories