কান ভাঙানো
কান ভাঙানো (কান ভাঙানি দেওয়া) = সে আমার সম্বন্ধে উপরওয়ালার কান ভাঙাতে চেষ্টা করেছিল।
কপাল ফেরা
কপাল ফেরা (ভাগ্য সুপ্রসন্ন হওয়া) = ছেলে সরকারি চাকরি পাওয়ায় তার পরিবারের কপাল ফিরেছে।
চশমখোর
চশমখোর (নির্লজ্জ) = ভদ্রলোকের ছেলে এতটা চশমখোর, তা আগে জানলে ওর সঙ্গে বন্ধুত্ব করতাম না ।
আঁতে ঘা
আঁতে ঘা (দুর্বল জায়গায় খোঁচা) = সত্যি কথা বললে অনেকেরই আঁতে ঘা লাগে।
অন্ধের ষষ্ঠি
অন্ধের ষষ্ঠি (একমাত্র অবলম্বন) = বিধবা মায়ের অন্ধের ষষ্ঠী পুত্রটিও শেষে মারা গেল।
যার দুই হাত সমান চলে।
যার দুই হাত সমান চলে = সব্যসাচী।
আকাশে চরে যে ।
আকাশে চরে যে = খেচর।
যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে ।
যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে = অযত্নসম্ভূত।
যে নারী প্রিয় কথা বলে।
যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা ।
ফল পাকলে যে গাছ মরে যায়।
ফল পাকলে যে গাছ মরে যায় = ঔষধি ।
সংলাপ
সংলাপ = সম্ + লাপ ।
পদ্ধতি
পদ্ধতি = পদ্ + হতি।
গায়ক
গায়ক = গৈ + অক।
উচ্ছেদ
উচ্ছেদ = উৎ + ছেদ।
ষষ্ঠ
ষষ্ঠ = ষষ্ + থ ।
A Child likes only sweets (Negative).
A Child likes only sweets (Negative).
= A child likes nothing but sweets.
বাক্যের অর্থঃ একজন শিশু মিষ্টি ছাড়া কিছু পছন্দ করে না।
He was sincere to his duties (Interrogative).
He was sincere to his duties (Interrogative).
= Was he sincere to his duties.
বাক্যের অর্থঃ তিনি কি তার দায়িত্বে নিষ্ঠাবান ছিলেন?
You should never tell a lie (Imperative).
You should never tell a lie (Imperative).
= Never tell a lie.
বাক্যের অর্থঃ কখনো মিথ্যে বলো না।
I helped a meritorious boy (Complex).
I helped a meritorious boy (Complex).
= I helped a boy who was meritorious
বাক্যের অর্থঃ একজন মেধাবী ছেলেকে আমি সাহায্য করেছিলাম।
He is so week that he cannot walk (Simple).
He is so week that he cannot walk (Simple).
= He is too weak to walk.
বাক্যের অর্থঃ সে এতোই দুর্বল যে সে হাঁটতে পারে না।
He is suitable---the post.
He is suitable for the post.
বাক্যের অর্থঃ তিনি এই পদের জন্য যোগ্য ।
The manager lives---a fine house.
The manager lives in a fine house.
বাক্যের অর্থঃ ব্যবস্থাপক একটি চমৎকার বাড়িতে বাস করেন।
Fix the stamp---the envelop.
Fix the stamp with the envelop.
বাক্যের অর্থঃ এনভেলপের সাথে টিকিট লাগিয়ে দাও ।
I have faith---his honesty.
I have faith to his honesty.
বাক্যের অর্থঃ তার সততার উপর আমার বিশ্বাস আছে।
The man is blind---one eye.
The man is blind of one eye.
বাক্যের অর্থঃ লোকটির এক চোখ অন্ধ।
Ground (Present)
Ground (Present) = Ground (ভূ-পৃষ্ঠ)।
Lain (Past)
Lain (Past) = Lay (শায়িত করা)।
Apprehend (make correct spelling)
Apprehend (make correct spelling) = Apprehend (বুঝতে পারা)।
Delete (antonym)
Delete (antonym) = Record ( লেখ্য প্রমাণ)।
Consolidation (opposite word)
Consolidation (opposite word)
= Decentralize (বিকেন্দ্রীভূত করা)
আমি গতকাল তোমার চিঠি পেয়েছি।
আমি গতকাল তোমার চিঠি পেয়েছি।
= I got your letter yesterday.
আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি।
আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি।
= I prefer death to dishonest.
আকাশ মেঘলা।
আকাশ মেঘলা।
= The sky is cloudy.
বৃষ্টি থামার পর আমরা রওয়ানা করেছিলাম।
বৃষ্টি থামার পর আমরা রওয়ানা করেছিলাম।
= We had started after the rain stopped.
দয়াকরে আমাকে যেতে দিন।
দয়াকরে আমাকে যেতে দিন।
= Please, let me go.
চৌবাচ্চাটির তলার ক্ষেত্রফল = ২.৫৬ মি. ১.২৫ মি.= ২৫৬ সে.মি. ১২৫ সে.মি. = ৩২০০০ বর্গ সে.মি.
চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে = ৮০০০ ১০০০ ঘন সে.মি. [১০০০ ঘন সি.মি. = ১ লিটার]
অতএব, চৌবাচ্চাটির আয়তন = ৮০০০০০০ ঘন সে.মি.
= ৩২০০০চৌবাচ্চাটির গভীরতা = ৮০০০০০০
চৌবাচ্চাটির গভীরতা = সে.মি. = ২.৫ মিটার
৮% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০-৮= ৯২ টাকা
এবং ৮% লাভে বিক্রয়মূল্য = ১০০+৮ = ১০৮ টাকা
দুই বিক্রয়মূল্যের পার্থক্য = ১০৮-৯২ = ১৬ টাকা
বিক্রয়মূল্যের পার্থক্য ১৬ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূ্ল্যের পার্থক্য ৮০০ টাকা হলে ক্রয়মূল্য = টাকা
ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কী?
ভূমিকম্প মাপার যন্ত্র হলো সিসমোগ্রাফ। এ যন্ত্রে রিখটার স্কেল থাকে। এর সাহায্যে ভূমিকম্পের মাত্রা বা তীব্রতা মাপা যায় ।
ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত?
ব্রাজিল দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?
বিশ্বের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। উল্লেখ্য, আয়তনে ক্ষুদ্রতম মহাদেশ ‘ওশেনিয়া’; আয়তন ও জনসংখ্যার মুসলিম দেশ ‘মালদ্বীপ’।
অলিম্পিকের আয়োজক সংস্থার নাম কী?
IOC = (International Olympic Committee)
সৌর মণ্ডলের সবচেয়ে বড় গ্রহ কোনটি?
সৌর মণ্ডলের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি।
মালদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত?
মালদ্বীপ ভারত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র।
কোন প্রাণি ফুলকার সাহায্যে শ্বাস নেয়?
মাছ ফুলকার সাহায্যে শ্বাস নেয়।
বাংলাদেশের জাতির পিতার নাম কী?
বাংলাদেশের জাতির পিতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ওজোন স্তরের ফাটলের জন্য কোন গ্যাস দায়ী?
ওজোন স্তরের ফাটলের জন্য ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস দায়ী।
প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত?
প্রাচীন পুণ্ড্রনগর অবস্থিত মহাস্থানগড়, বগুড়া।
৬ দফা কত সালে পেশ করা হয়?
১৯৬৬ সালের ৫ থেকে ৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু ৫ ফেব্রুয়ারি বাঙ্গালি জাতির মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা পেশ করেন।
বৈদ্যুতিক ক্ষমতার একক কী?
বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট।
পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
মিশরে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম নদী 'নীল নদ'।
ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ১ জুলাই ১৯২ সালে প্রতিষ্ঠিত হয়।
DGDA এ পূর্ণরূপ লিখুন।
DGDA এ পূর্ণরূপ: Directorate General of Drug Administration (ঔষধ প্রশাসন অধিদপ্তর)।