ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কী?
ভূমিকম্প মাপার যন্ত্র হলো সিসমোগ্রাফ। এ যন্ত্রে রিখটার স্কেল থাকে। এর সাহায্যে ভূমিকম্পের মাত্রা বা তীব্রতা মাপা যায় ।
ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত?
ব্রাজিল দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?
বিশ্বের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। উল্লেখ্য, আয়তনে ক্ষুদ্রতম মহাদেশ ‘ওশেনিয়া’; আয়তন ও জনসংখ্যার মুসলিম দেশ ‘মালদ্বীপ’।
অলিম্পিকের আয়োজক সংস্থার নাম কী?
IOC = (International Olympic Committee)
সৌর মণ্ডলের সবচেয়ে বড় গ্রহ কোনটি?
সৌর মণ্ডলের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি।
মালদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত?
মালদ্বীপ ভারত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র।
কোন প্রাণি ফুলকার সাহায্যে শ্বাস নেয়?
মাছ ফুলকার সাহায্যে শ্বাস নেয়।
বাংলাদেশের জাতির পিতার নাম কী?
বাংলাদেশের জাতির পিতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ওজোন স্তরের ফাটলের জন্য কোন গ্যাস দায়ী?
ওজোন স্তরের ফাটলের জন্য ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস দায়ী।
প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত?
প্রাচীন পুণ্ড্রনগর অবস্থিত মহাস্থানগড়, বগুড়া।
৬ দফা কত সালে পেশ করা হয়?
১৯৬৬ সালের ৫ থেকে ৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু ৫ ফেব্রুয়ারি বাঙ্গালি জাতির মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা পেশ করেন।
বৈদ্যুতিক ক্ষমতার একক কী?
বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট।
পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
মিশরে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম নদী 'নীল নদ'।
ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ১ জুলাই ১৯২ সালে প্রতিষ্ঠিত হয়।
DGDA এ পূর্ণরূপ লিখুন।
DGDA এ পূর্ণরূপ: Directorate General of Drug Administration (ঔষধ প্রশাসন অধিদপ্তর)।