কান ভাঙানো
কান ভাঙানো (কান ভাঙানি দেওয়া) = সে আমার সম্বন্ধে উপরওয়ালার কান ভাঙাতে চেষ্টা করেছিল।
কপাল ফেরা
কপাল ফেরা (ভাগ্য সুপ্রসন্ন হওয়া) = ছেলে সরকারি চাকরি পাওয়ায় তার পরিবারের কপাল ফিরেছে।
চশমখোর
চশমখোর (নির্লজ্জ) = ভদ্রলোকের ছেলে এতটা চশমখোর, তা আগে জানলে ওর সঙ্গে বন্ধুত্ব করতাম না ।
আঁতে ঘা
আঁতে ঘা (দুর্বল জায়গায় খোঁচা) = সত্যি কথা বললে অনেকেরই আঁতে ঘা লাগে।
অন্ধের ষষ্ঠি
অন্ধের ষষ্ঠি (একমাত্র অবলম্বন) = বিধবা মায়ের অন্ধের ষষ্ঠী পুত্রটিও শেষে মারা গেল।
যার দুই হাত সমান চলে।
যার দুই হাত সমান চলে = সব্যসাচী।
আকাশে চরে যে ।
আকাশে চরে যে = খেচর।
যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে ।
যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে = অযত্নসম্ভূত।
যে নারী প্রিয় কথা বলে।
যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা ।
ফল পাকলে যে গাছ মরে যায়।
ফল পাকলে যে গাছ মরে যায় = ঔষধি ।
সংলাপ
সংলাপ = সম্ + লাপ ।
পদ্ধতি
পদ্ধতি = পদ্ + হতি।
গায়ক
গায়ক = গৈ + অক।
উচ্ছেদ
উচ্ছেদ = উৎ + ছেদ।
ষষ্ঠ
ষষ্ঠ = ষষ্ + থ ।