হিমালয় = হিম + আলয়।
যক্ষের ধন (অতশিয় কৃপনের ধন): হানজালা টাকা কড়ি যক্ষের ধনের মতো আগলিয়ে বসে আছে, কিন্তু তাতে লাভ কি?
অনেকের মধ্যে একজন = অন্যতম।
বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা মোট ১১টি । স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে 'কার' বলে।
কানাকানি = কানে কানে যে কথা (ব্যতিহার বহুব্রীহি সমাস)।
'তরঙ্গ' শব্দের বহুবচন হলো তরঙ্গমালা ।
সমিচীন = সমীচীন
'শেষের কবিতা' উপন্যাসটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
‘আবিল' শব্দটির বিপরীত শব্দ হলো অনাবিল ৷
'হরতাল' শব্দটি গুজরাটি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে।
The book is ___ the table.
The book is on the table. বাক্যের অর্থঃ টেবিলের উপরে বইটি আছে।
He is_____ university student.
He is a university student. বাক্যের অর্থঃ তিনি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
Karim lives _____ Dhaka
Karim lives in Dhaka. বাক্যের অর্থঃ করিম ঢাকায় বাস করেন।
You are ______Nazrul , I see.
You are a Nazrul, I see! বাক্যের অর্থঃ ও কি! তুমি দেখি একজন নজরুল।
দুইয়ে দুইয়ে চার হয়।
দুইয়ে দুইয়ে চার হয়।
= Two and Two makes Four.
সদা সত্য কথা বলিবে
সদা সত্য কথা বলিবে।
= Always speak the truth.
‘Mouse’ = Mice (ইঁদুর)।
‘Actor’ = Actress (অভিনেত্রী) ।
All in all
All in all (সর্বেসর্বা): Now-a-days, no one is all in all.
Null and void
Null and Void (বাতিল): The rule is null and void now.
দেয়া আছে, দৈর্ঘ্য ৮০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার
∴ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য প্রস্থ = ৪,৮০০ বর্গমিটার (উত্তর)।
১০০ জনে বিদেশ গমন করেন = ৬ জন
∴ ১ জনে বিদেশ গমন করেন
∴ ১,৯০০ জনে বিদেশ গমন করেন = ১১৪ জন
দেয়া আছে , a - b = 5 ও ab = 36
আমরা জানি,
১০% লাভে ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা
এখন, বিক্রয়মূল্য ১১০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ৮,৮০০ টাকা হলে ক্রয়মূল্য = ৮,০০০ টাকা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতার নাম হলো শেখ লুৎফর রহমান এবং মাতার নাম হলো সায়েরা খাতুন
কোভিড – ১৯ রোগে ব্যবহৃত দুইটি ভ্যাকসিনের নাম হলো মডার্না এবং সিনোফার্ম
কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতির নাম হামিদুর রহমান
বাংলাদেশের প্রাচীনতম নগর মহাস্থানগড়, বগুড়া ।
‘শিখ চিরন্তন' ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘আমার দেখা নয়াচীন' তৃতীয় গ্রন্থটি প্রকাশিত হয় ১ ফেব্রুয়ারি ২০২০ সালে। গ্রন্থটির ভূমিকা লেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; ৭ ডিসেম্বর ২০১৯ সালে। ইংরেজিতে অনুবাদ করেন ড. ফকরুল আলম এবং সম্পাদনা করেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান ৷
আফ্রিকার উদ্ভূত করোনা ভাইরাসের সর্বশেষ ভ্যারিয়েন্টের নাম ‘ওমিক্রন' ।
WHO এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। WHO এর পূর্ণরূপ World Health Organization বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি ৭ এপ্রিল ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় ।
৫ এপ্রিল ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন Newsweek এর সাংবাদিক লোবেন জেঙ্কিন্স তাঁর প্রতিবেদনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজনীতির কবি' (Poet of Politics) বলে আখ্যায়িত করেছেন।
২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছে ।