কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড || সহকারী ব্যবস্থাপক (সাধারণ) (04-12-2021) || 2021

All

০৪.১২.২০২১
বরাবর
ম্যানেজার
'ক' বীমা কর্পোরেশন
বিষয়ঃ গাড়ি দুর্ঘটনা প্রসঙ্গে ।

জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক আমি নিম্নস্বাক্ষরকারী আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে গত ০৪.১২.২০২১ তারিখে সকাল ১০ টার সময় হাতিরপুল মোড়, ঢাকায় আমি গাড়ি চালানোর সময় একটি মোটর সাইকেলের সাথে দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহী পেছন থেকে আমার গাড়িকে ধাক্কা দিলে আমার গাড়ির পেছনের অংশ ভেঙ্গে যায় এবং আমি সামান্য আহত হই। হাতিরপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এতে আমার গাড়ির পেছনের বামপাশের দুটি লাইট ও বাম্পার নষ্ট হয়ে যায়। এরপর ঘটনাস্থল হতে নিকটবর্তী Workshop গিয়ে আমি সার্ভিসিং এর জন্য রেখে আসি।

এমতবস্থায় আপনার প্রসিদ্ধ কোম্পানিতে আমার কম্প্রিহেনসিভ বীমার আওতায় আইডিআরএ Motor vehicles ordinance, 1983 অনুযায়ী গাড়ির ব্যায়ভার বহনের জন্য আমি অনুরোধ জানাচ্ছি।

বিনীত নিবেদক
মোঃ আশরাফুল কবীর শিমুল
গাড়ি বীমা নং- ১২৭৮ মিরপুর, ঢাকা-১২০০

Related Sub Categories