যাচঞা
যাচঞা = যাচ + না।
উচ্ছ্বাস
উচ্ছ্বাস = উৎ + শ্বাস
মহৌষধি
মহৌষধি = মহা + ওষধি।
মনস্তাপ
মনস্তাপ = মনঃ + তাপ ।
চন্দ্র শব্দের চারটি প্রতিশব্দ হলো- শশী, শশাঙ্ক, চাঁদ এবং সুধাংশু।
আপন পাঠে মান দাও
আপন পাঠে মন দাও = কর্মকারকে ৭মী বিভক্তি ।
গুরুজনে কর নতি
গুরুজনে কর নতি = সম্প্রদানে ৭মী বিভক্তি ।
কর্মধারয় সমাসের বৈশিষ্ট্যঃ
হরি ঘোষের গোয়াল
হরি ঘোষের গোয়াল = অনেক লোকের কোলাহল।
থোর বড়ি খঁড়া খাঁড়া বাঢ়ি থোর
থোর বড়ি খঁড়া, খাঁড়া বাঢ়ি থোর = বৈচিত্রহীন।
শারিরীক
শারিরীক = শারীরিক
মনীসা
মনীসা = মনীষা ।
নিশিথ
নিশিথ = নিশীথ ।
গিতাঞ্জলি
গিতাঞ্জলি = গীতাঞ্জলি ।
যা লাফিয়ে চলে
যা লাফিয়ে চলে = প্লবগ।
পতি পুত্রহীনা নারী
পতি পুত্রহীনা নারী = অবীরা।
যে ব্যক্তি অন্যের রচনা ভাব বা ভাষা নিজের নামে চালায়
যে ব্যক্তি অন্যের রচনা ভাব বা ভাষা নিজের নামে চালায় = কুম্ভিলক ।
ভেদ করা দুঃসাধ্য যা
ভেদ করা দুঃসাধ্য যা = দুর্ভেদ্য।
শামসুর রাহমানের ‘বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থটি মুক্তিযুদ্ধকালে রচিত । ‘বন্দী শিবির থেকে' এই কাব্যগ্রন্থের মূল বিষয় হলো স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা।
শহীদ জননী জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণমূলক গ্রন্থের নাম একাত্তরের দিনগুলি'। এটি ১৯৮৬ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়
‘বাঁধনহারা’ (১৯২৭) এবং ‘মৃত্যুক্ষুধা' (১৯৩০) হলো কাজী নজরুল ইসলামের উপন্যাস।