মৃ্ন্ময়
মৃন্ময় = মৃৎ + ময়।
অধোগতি
অধোগতি = অধঃ + গতি।
ব্যর্থ
ব্যর্থ = বি + অর্থ ।
পর্যন্ত
পর্যন্ত = পরি + অন্ত ।
হিংসা
হিংসা = হিন + সা ।
আকাশে চরে যে
আকাশে চরে যে = খেচর।
আত্মার সম্বন্ধীয়
আত্মার সম্বন্ধীয় = আত্মীয়।
আবেগজনিত কণ্ঠস্বর
আবেগজনিত কণ্ঠস্বর = গদগদ।
আয়ুর পক্ষে হিতকর
আয়ুর পক্ষে হিতকর = আয়ুয্য।
যা সহজে পরিপাক হয় না
যা সহজে পরিপাক হয় না = দুষ্প্ৰাচ্য
জনে জনে জিজ্ঞাসা কর
জনে জনে জিজ্ঞাসা কর = কর্মে ৭মী।
গরু দুধ দেয়
গরু দুধ দেয় = কর্তায় শূন্য।
তিনি কাল আসবেন
তিনি কাল আসবেন = অধিকরণে শূন্য।
শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে
শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে = অধিকরণে ৭মী।
গৃহহীনে গৃহ দিয়ে আমি থাকি ঘরে
গৃহহীনে গৃহ দিয়ে আমি থাকি ঘরে = সম্প্রদানে ৭মী।
ভেক ধরা
ভেক ধরা (ভান করা): ভালোভাবে তো পারলে না, এবার ভেক ধরে দেখ কোনো উন্নতি করতে পারো কিনা
কড়িকাঠ গোনা
কড়িকাঠ গোনা (কাজ না করে কালহরণ): ফেল করেছ, এবার কড়িকাঠ গুনতে থাক।
হাড় হাভাতে
হাড় হাভাতে (হতভাগ্য): একেবারে হাড় হাভাতে ছেলে, একে দিয়ে কোনো কিছু হবে না।
শিরে সংক্রান্তি
শিরে সংক্রান্তি (সামনেই বিপদ): আমার এখন শিরে সংক্রান্তি, কীভাবে সব সামলাব তাই ভাবছি
তামার বিষ
তামার বিষ (অর্থের কুপ্রভাব): তোমাকে তামার বিয়ে পেয়েছে বলে মানুষকে মানুষ মনে কর না।