বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল || অডিটর (17-12-2021) || 2021

All

সংক্ষিপ্ত উত্তর দিন:
1.

COP ২৬ এর পূর্ণরূপ লিখুন

Created: 3 months ago | Updated: 1 day ago

COP ২৬ এর পূর্ণরূপ  Conference of Parties 26.

সংক্ষিপ্ত উত্তর দিন:
2.

A Daughter's Tale' সম্পর্কে লিখুন

Created: 3 months ago | Updated: 1 day ago

‘A Daughter's Tale' শেখ হাসিনার জীবনী নিয়ে একটি প্রামাণ্য চলচ্চিত্র। এর পরিচালক পিপলু খান। ২০১৮ সালে এই প্রামাণ্য চলচ্চিত্রটি মুক্তি পায়। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন এবং অ্যাপলবক্স ফিল্মস। চলচ্চিত্রে শেখ হাসিনাকে স্বভূমিকায় নামচরিত্রে এবং তার বোন শেখ রেহানাকে তার স্বভূমিকায় দেখা যায় ।

সংক্ষিপ্ত উত্তর দিন:
3.

‘ক্র্যাক প্লাটুন' কী?

Created: 3 months ago | Updated: 1 day ago

ক্র্যাক প্লাটুন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একদল তরুণ মুক্তিযোদ্ধাদের সংগঠিত দল। যারা তৎকালীন সময় একটি কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন। এই গেরিলা দলটি অত্যন্ত দক্ষতার সাথে ‘হিট এন্ড রান’ পদ্ধতিতে অসংখ্য আক্রমণ পরিচালনা করে পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে ব্যাপক ত্রাসের সঞ্চার করেন।

সংবিধানের ১২৭ (১) অনুচ্ছেদ অনুযায়ী মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে নিয়োগ দেয়া হয় ৷

Created: 3 months ago | Updated: 1 day ago

আরব আমিরাতের দুবাইয়ের বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার নির্মিত হয়েছে যার নাম বুর্জ খলিফা। এর উচ্চতা ২,৭২২ ফুট। এটি চালু হয় ২০১০ সালের ৯ জানুয়ারি ।

Created: 3 months ago | Updated: 1 day ago

জিব্রাল্টার প্রণালি আফ্রিকা - ইউরোপ মহাদেশকে বিভক্ত করেছে এবং উত্তর আটলান্টিক - ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে।

Created: 3 months ago | Updated: 10 hours ago

ক্লোরো ফ্লোরো কার্বনকে সংক্ষেপে সিএফসি (CFC) বলা হয়। এতে রয়েছে কার্বন, ক্লোরিন, হাইড্রোজেন ও ফ্লোরিন। ১৯২০ এর দশকে CFC আবিষ্কৃত হয়। এটি একটি গ্রিনহাউজ গ্যাস, যা ওজোনস্তরের সাথে বিক্রিয়া করে একে ফুটো করে দেয়

Created: 3 months ago | Updated: 1 day ago

কম্পিউটার বিজ্ঞানের একটি নতুন টার্ম হলো Artificial Intelligence বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা হয়ে থাকে। অর্থাৎ মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।এর Pioneer ছিলেন জন ম্যাকার্থি, মার্ভিন মিনস্কি, হারবার্ট সিমন, অ্যালেন নিউয়েল প্রমুখ ।

Created: 3 months ago | Updated: 1 day ago

মনসা মঙ্গল' কাব্যের প্রধান চরিত্রের নাম হলো  চাঁদ সওদাগর, মনসা , বেহুলা, লখিন্দর ।

কম্পিউটারের তিনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম হলো-  MS PowerPoint, MS Word, Adobe Photoshop.

Related Sub Categories