চীন
চীন = রেনমিনবি
ফ্রান্স
দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া = ওন
সৌদি আরব
ফ্রান্স
ফ্রান্স = ইউরো ।
সৌদি আরব
সৌদি আরব = রিয়াল
বেলজিয়াম
বেলজিয়াম = ব্রাসেলস।
মরিশাস
মরিশাস = পোর্ট লুইস
ইতিওপিয়া
ইথিওপিয়া = আদ্দিস আবাব ।
ইউক্রেন
ইউক্রেন = কিয়েভ ।
বাংলাদেশের সংবিধানের ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালের ৭ মার্চে। এই নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনসহ ৩১৫টি আসনের মধ্যে আওয়ামী লীগ ৩০৬টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২টি, বাংলাদেশ জাতীয় লীগ ১টি এবং স্বতন্ত্র সদস্যরা ৬টি আসনে জয়লাভ করেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭৩ সালের ১৬ মার্চ নতুন মন্ত্রিসভা গঠিত হয়।
বাংলাদেশে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব ঢাকা বিশ্ববিধ্যালয়ের বটতলায় এক ছাত্র সভায় ২ মার্চ, ১৯৭১ সালে ।
রোহিঙ্গা শরণার্থীদের নোয়াখালীতে পুনর্বাসন করা হয়।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশের প্রথম আইটি বিজনেস ইনকিউরেটর নির্মাণ করা হচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)।
Application Software. উল্লেখ্য, আমরা আমাদের কাজের সুবিধার জন্য যে সব Software ব্যবহার করি, সেগুলো Application Software. যেমনঃ MS Word, MS PowerPoint, Adobe Photoshop, Games ইত্যাদি ।
বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল আছে জাপানের পতাকার।
স্যার হেনরি মার্টিন ডুরাল্ড কর্তৃক ১৮৯৬ সালে তৎকালীন ভারত ও আফগানিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখার নাম হলো ‘ডুরাল্ড লাইন’ । বর্তমানে এটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা রেখা ।
গ্রেট ব্রিটেনকে সমুদ্রের বধূ বলা হয় ।
৩১ মে, ২০২১ বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্রিক বর্ণমালার অক্ষর দিয়ে করোনা ভাইরাসের বিভিন্ন সংস্করণের নামকরণ করেঃ
সনাক্তের তারিখ | ১৮ ডিসেম্বর, ২০২০ | ১৮ ডিসেম্বর, ২০২০ | ১১ জানুয়ারি, ২০২১ | ৪ এপ্রিল, ২০২১ |
ধরন | যুক্তরাজীয় (B.1.1.7) | দক্ষিণ আফ্রিকান (B.1.351 ) | ব্রাজিলীয় (P. 1) | ভারতীয় (B.1.617.2) |
নতুন নামকরণ | আলফা | বিটা | গামা | ডেল্টা |
টেড্রোস আধানম ঘেব্রেইয়েসুস দ্বিতীয় মেয়াদে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান হিসেবে মনোনীত হয়েছেন।
বাঁধের নাম গ্র্যান্ড রেনেসাঁ। জলবিদ্যুৎ তৈরির জন্য নীল নদের শাখা নদী ব্লু নাইলের ওপর এই বাঁধ তৈরি করছে ইথিওপিয়া ।
মুক্তিযুদ্ধের সময় ১০নং সেক্টর নৌ-বাহিনী অধীনে ছিলো। এই সেক্টরের কোন নিয়মিত কমান্ডার ছিল না ।