নেতা
নেতা = নেত্রী ।
চাকর
চাকর = চাকরানি।
আশীর্বাদ
আশীর্বাদ = আশীঃ + বাদ।
দিগন্ত
দিগন্ত = দিক্ + অন্ত ।
ব্যাঙের আধুলি
ব্যাঙের আধুলি (সামান্য সম্পদ): ব্যাঙের আধুলি নিয়ে বড়াই করতে নেই।
অর্ধচন্দ্র
অর্ধচন্দ্র (গলা ধাক্কা): শয়তানটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দাও ।
নিরস্ত্র
নিরস্ত্র = সশস্ত্র ।
হ্রস্ব
হ্রস্ব = দীর্ঘ ।
জরুরী
জরুরী = জরুরি।
ইতিপূর্বে
ইতিপূর্বে = ইতঃপূর্বে।
He went to visit ____ sea.
He went to visit the sea. বাক্যের অর্থঃ সে সমুদ্র দেখতে ভ্রমণে গিয়েছিল ।
My father is ___ fisherman in _____ coastal area.
My father is a fisherman in the coastal area.
বাক্যের অর্থঃ আমার পিতা উপকূলীয় অঞ্চলের একজন জেলে ।
Child
Child = Children
City
City = Cities
He came ___ you.
He came to you. বাক্যের অর্থঃ সে তোমার কাছে এসেছিল ।
He ___ went school ___ bus.
He to went school by bus. বাক্যের অর্থঃ সে বাসে চড়ে স্কুলে গিয়েছিল ।
All in all
All in all (সর্বেসর্বা): Now-a-days, no one is all in all.
In a nutshell
In a nutshell (সংক্ষেপে): Tell the story in a nutshell.
পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে
পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে
= The Earth moves round the sun.
জাপানিরা জাপানি ভাষায় কথা বলে ।
জাপানিরা জাপানি ভাষায় কথা বলে ।
= The Japanese speak in Japanese.
ধরি,
এখানে, a = 1 হলে হবে। তাই (a – 1) হবে এর একটি উৎপাদক ।
অতএব, a3 – 21a + 20
স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০ই জানুয়ারি, ১৯৭২ সালে প্রত্যাবর্তন করেন ।
স্টপ জেনোসাইড (গণহত্যা বন্ধ কর) বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত একটি প্রামাণ্য চলচ্চিত্র। বিশিষ্ট চলচ্চিত্রাকার জহির রায়হান বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ খ্রিষ্টাব্দে ২০ মিনিট দৈর্ঘ্যের এই তথ্যচিত্রটি তৈরি করেন।
বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের স্থান সেন্টমার্টিন। বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থান বাংলাবান্ধা। বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের স্থান মনাকশা। বাংলাদেশের সবচেয়ে পূর্বের স্থান হলো আখাইনঠং।
বাংলাদেশ থেকে মহাকাশে প্রেরিত স্যাটেলাইট এর নাম 'বঙ্গবন্ধু স্যাটেলাইট-১'।
বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতির লুই আইকান।
পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার ।
২০০২ সালের ফেব্রুয়ারি মাসে পশ্চিম আফ্রিকার একটি দেশ সিয়েরা লিওন অফিসিয়াল ভাষা বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছে।
আফগানিস্তান সার্কের সর্বশেষ ৮ম সদস্য হিসেবে ৩ এপ্রিল, ২০০৭ তারিখে যোগদান করে।
সরকারি চাকরিতে বর্তমানে অবসরের বয়সসীমা ৫৯ বছর।
ইউনেস্কোর ৩০তম সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে । উল্লেখ্য, জাতিসংঘ ৫ ডিসেম্বর, ২০০৮ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।