১৩৭২ এর ৩ এর স্থানীয় মান কত?
১০০ মিটার দীর্ঘ রাস্তার ৪ মিটার পর পর গাছ লাগালে মোট কতটি গাছ লাগানো যাবে?
মোট দূরত্ব = ১০০ মিটার
∴ ৪ মিটার অন্তর গাছ লাগালে গাছের সংখ্যা হবে ১০০৪ + ১ = ২৫ +১ = ২৬ টি
৬০ মিটার দৈর্ঘ্য ৩০ মিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার মাঠের পরিসীমা কত?
আমরা জানি, আয়তাকার মাঠের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) মিটার ।
= ২(৬০ + ৩০) ২ × ৯০ = ১৮০ মিটার।
একটি তাল গাছের ১৮ মাটির নীচে, অর্ধেক পানিতে, বাকিটুকু উপরে আছে। পানির উপরে ৩ মিটার থাকলে, তার গাছটির দৈর্ঘ্য কত?
ধরি, তালগাছটির দৈর্ঘ্য x মিটার ।
প্রশ্নমতে, x- x৮ - x২ = ৩
⇒ ৮x - x -৪x৮= ৩ ⇒৩x = ৮ × ৩ ∴ x = ৮ × ৩৩ = ৮
অর্থাৎ তালগাছের দৈর্ঘ্য ৮ মিটার ।