খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) || অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (25-02-2022) || 2022

All

সকল বিষয়

সন্ধি বিচ্ছেদ করুনঃ
1.

প্রত্যেক

Created: 3 months ago | Updated: 3 days ago

প্রত্যেক = প্রতি + এক

সন্ধি বিচ্ছেদ করুনঃ
2.

মহৌষধ

Created: 3 months ago | Updated: 14 hours ago

মহৌষধ = মহা + ঔষধ ।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
3.

বধূৎসব

Created: 3 months ago | Updated: 3 days ago

বধূৎসব = বধূ + উৎসব।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
4.

সংযম

Created: 3 months ago | Updated: 3 days ago

সংযম = সম্ + যম।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
5.

নাবিক

Created: 3 months ago | Updated: 21 hours ago

নাবিক = নৌ + ইক ।

অর্থসহ বাক্য রচনা করুন
6.

ঊনপঞ্চাশ বায়ু

Created: 3 months ago | Updated: 4 days ago

ঊনপঞ্চাশ বায়ু (পাগলামি): পরীক্ষা ঘনিয়ে আসছে, আর তার মাথায় ঊনপঞ্চাশ বায়ু দেখা দিয়েছে ।

অর্থসহ বাক্য রচনা করুন
7.

টীকা ভাষ্য

Created: 3 months ago | Updated: 3 days ago

টীকা ভাষ্য (ব্যাখ্যা বিশ্লেষণ/ দীর্ঘ আলোচনা): বিষয়ের উপর টীকা ভাষ্য থাকেল পরীক্ষার্থীরা উপকৃত হয় ।

অর্থসহ বাক্য রচনা করুন
8.

জগাখিচুড়ি

Created: 3 months ago | Updated: 3 days ago

জগাখিচুড়ি (বিভিন্ন রকম জিনিসের অবাঞ্ছিত মিশ্রণ): তোমার ওই হিসেব আমি বুঝি না, যা জগাখিচুড়ি করে রেখেছ!

অর্থসহ বাক্য রচনা করুন
9.

শাঁখের করাত

Created: 3 months ago | Updated: 3 days ago

শাঁখের করাত (উভয় সংকট): কি যে করব ভেবে পাইনা, বড় সাহেবের কাছে হ্যাঁ বললেও বিপদ না বললেও বিপদ, যেন শাঁখের করাতের অবস্থায় পড়েছি।

অর্থসহ বাক্য রচনা করুন
10.

ঢাকের কাঠি

Created: 3 months ago | Updated: 3 days ago

ঢাকের কাঠি (মোসাহেব): তুমি তো বড় সাহেবের ঢাকের কাঠি, তিনি যা বলেন তুমি তাই বল ।

এক কথায় প্রকাশ করুনঃ
11.

ফল পাকলে যে গাছ মরে যায়

Created: 3 months ago | Updated: 3 days ago

ফল পাকলে যে গাছ মরে যায় = ওষধি ।

এক কথায় প্রকাশ করুনঃ
12.

যা বলা হয়নি

Created: 3 months ago | Updated: 3 days ago

যা বলা হয়নি = অনুক্ত ।

এক কথায় প্রকাশ করুনঃ
13.

লাভ করার ইচ্ছা

Created: 3 months ago | Updated: 3 days ago

লাভ করার ইচ্ছা = লিপ্সা । 

এক কথায় প্রকাশ করুনঃ
14.

যে মেয়ের বিয়ে হয়নি

Created: 3 months ago | Updated: 3 days ago

যে মেয়ের বিয়ে হয়নি = কুমারী 

এক কথায় প্রকাশ করুনঃ
15.

উপকারীর অপকার করে যে

Created: 3 months ago | Updated: 4 days ago

উপকারীর অপকার করে যে = কৃতঘ্ন ।

“আন্তর্জাতিক মাতৃভাষা দিবস"

একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির চির প্রেরণা ও অবিস্মরণীয় একটি দিন। এটি শুধু বাংলাদেশের নয়, এখন এটি ... সারা বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। জাতির জীবনে শোকাবহ, গৌরবোজ্জ্বল, অহংকারে মহিমান্বিত চিরভাস্বর এই দিনটি। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রফিক, জব্বার, সালাম, বরকত ও সফিউর। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকের রক্ত ঢেলে দেয়ার প্রথম নজির এটি। সেদিন তাদের রক্তের বিনিময়ে শৃঙ্খলযুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা ও মায়ের ভাষা। আর এর মাধ্যমে বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা হয়েছিল তা মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে চূড়ান্ত পরিণতি লাভ করে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে UNESCO কর্তৃক বাংলা ভাষাকে স্বীকৃতি বিশ্ব দরবারে এনে দিয়েছে এক বিশাল খ্যাতি। ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে বিশ্বজুড়ে অমর একুশের উদযাপন নিঃসন্দেহে এক বিশাল জাতীয় গৌরব ও সম্মানের। ২০০০ সাল থেকে UNESCO এর সদস্য রাষ্ট্রগুলো এ দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। ২০০১ সালের ১৫ মার্চ বিশ্বের সব মাতৃভাষার গবেষণা, উন্নয়ন ও সংরক্ষণে কাজ করার উদ্যোগে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের উপস্থিতিতে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকার সেগুনবাগিচায়। বর্তমানে আন্ত র্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভাষাসংক্রান্ত গবেষণা, ভাষা সংরক্ষণ ও প্রশিক্ষণের পাশাপাশি এটি ভাষার ক্ষেত্র আন্তর্জাতিক সেতুবন্ধন হিসেবে কাজ করছে যা বাংলা ভাষাকে বিশ্বমর্যাদায় আসীন করতে ভূমিকা রাখছে। ২০১০ সালের ৩ নভেম্বর জাতিসংঘের ৬৫তম সাধারণ অধিবেশনে ৪র্থ কমিটিতে বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাবটি উত্থাপন ৩. করে এবং প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ফলে এটি বাঙালি জাতি, বাংলা ভাষার প্রতি বিশ্ববাসীর অকুণ্ঠ সমর্থন এবং সম্মান প্রদর্শনের এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করে। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বাংলা ভাষা ও সংস্কৃতিক চর্চা বিশ্বজুড়ে বেড়ে চলেছে। মাতৃভাষার সংখ্যার বিচারে বাংলা ভাষা পৃথিবীর একটি শক্তিশালী ভাষা। একমাত্র আফ্রিকার সিয়েরালিওনে বাংলা ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দেয়া হয়েছে। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার সংসদ বাংলাকে স্বীকৃতির বিল পাস করে। ফলে বাংলা ভাষা লাভ করে এক অনন্য মর্যাদা। এই মুহূর্তে বহির্বিশ্বে ৩০টি দেশের ১০০টি বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে বাংলা বিভাগ, সেখানে প্রতি বছর হাজার হাজার অবাঙালি পড়ুয়া বাংলাভাষা শিক্ষা ও গবেষণার কাজ করছে। এছাড়া চীনা ভাষায় রবীন্দ্র রচনাবলির ৩৩ খণ্ডের অনুবাদ এবং লালনের গান ও দর্শন ইংরেজি ও জাপানি ভাষায় অনুবাদ হয়েছে। একুশে ফেব্রুয়ারি উদযাপিত হয় সারা পৃথিবীতে একুশে আমাদের মননের বাতিঘর হিসেবে। একুশ এখন সারা বিশ্বের ভাষা ও অধিকারজনিত সংগ্রাম ও মর্যাদার প্রতীক । সারা বিশ্বের বিভিন্ন দেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের অহংকার ‘শহীদ মিনার’

Created: 3 months ago | Updated: 3 days ago

I saw a one eyed man when I was walking on the road.

বাক্যের অর্থঃ আমি রাস্তা দিয়ে হাঁটার সময় একজন একচোখা মানুষ দেখেছিলাম ।

Fill in the blanks:
18.

____ mother rose in her.

Created: 3 months ago | Updated: 4 days ago

The mother rose in her. 

বাক্যের অর্থঃ তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো।

Created: 3 months ago | Updated: 3 days ago

The man died from over eating.  

বাক্যের অর্থঃ লোকটি অতিরিক্ত খেয়ে মারা গেল ।

Fill in the blanks:
20.

He is good ___ Bangla.

Created: 3 months ago | Updated: 1 day ago

He is good at Bangla.  বাক্যের অর্থঃ তিনি বাংলায় ভালো ।

Created: 3 months ago | Updated: 1 day ago

I caught him by the ear.  

বাক্যের অর্থঃ আমি তার কান ধরে টান দিলাম 

Make sentences with meaning:
22.

Come into force

Created: 3 months ago | Updated: 1 day ago

Come into force (কার্যকরী হওয়া): The law will come into force very soon.

Make sentences with meaning:
23.

A man of letter

Created: 3 months ago | Updated: 3 days ago

A man of letter (জ্ঞানী ব্যাক্তি): Mr. Tutul is a man of letter.

Make sentences with meaning:
24.

At home

Created: 3 months ago | Updated: 3 days ago

At home (দক্ষ): He is quite at home in English.

Make sentences with meaning:
25.

In a body

Created: 3 months ago | Updated: 3 days ago

In a body (দলবদ্ধ হয়ে): All the students came out In a body.

Make sentences with meaning:
26.

Word for word

Created: 3 months ago | Updated: 3 days ago

Word for word (কোন রকম রূপান্তর, পরিবর্তন বা বর্জন না করে কোনো বিষয় লিখন বা কথায় বর্ণনা করা): The play has been translated word for word.

Created: 3 months ago | Updated: 3 days ago

গরিবের প্রতি দয়া করো। 

= Show mercy on the poor.

Created: 3 months ago | Updated: 3 days ago

গানের প্রতি আমার কোন রুচি নাই

= I have no interest in music

Created: 3 months ago | Updated: 3 days ago

লন্ডন শহর যেমন বড়, তেমনই সুন্দর।

= I were a philosopher like Socrates.

আমি যদি সক্রেটিসের মত একজন দার্শনিক হতে পারতাম।

=  I wish I were a philosopher like Socrates.

Created: 3 months ago | Updated: 3 days ago

এক হাতে তালি বাজে না।

= It takes two to make a quarrel.

Created: 3 months ago | Updated: 3 days ago

COVID-19

Corona virus disease (COVID-19) is an infectious disease caused by a newly discovered corona virus. Most people infected with the COVID-19 virus will experience mild to moderate respiratory illness and recover without requiring special treatment. Older people, and those with underlying medical problems like cardiovascular disease, diabetes, chronic respiratory disease, and cancer are more likely to develop serious illness. The best way to prevent and slow down transmission is to be well informed about the COVID-19 virus, the disease it causes and how it spreads. Protect yourself and others from infection by washing your hands or using an alcohol based rub frequently and not touching your face. The COVID-19 pandemic has led to a dramatic loss of human life worldwide and presents an unprecedented challenge to public health, food systems and the world of work. The economic and social disruption caused by the pandemic is devastating: tens of millions of people are at risk of falling into extreme poverty, while the number of undernourished people, currently estimated at nearly 690 million, could increase by up to 132 million by the end of the year. In the COVID-19 crisis food security, public health, and employment and labour issues, in particular workers' health and safety, converge. Adhering to workplace safety and health practices and ensuring access to decent work and the protection of labour rights in all industries will be crucial in addressing the human dimension of the crisis. Immediate and purposeful action to save lives and livelihoods should include extending social protection towards universal health coverage and income support for those most affected. These include workers in the informal economy and in poorly protected and low-paid jobs, including youth, older workers, and migrants. Particular attention must be paid to the situation of women, who are over-represented in low-paid jobs and care roles. Different forms of support are key, including cash transfers, child allowances and healthy school meals, shelter and food relief initiatives, support for employment retention and recovery, and financial relief for businesses, including micro, small and medium-sized enterprises. In designing and implementing such measures it is essential that governments work closely with employers and workers.

দেওয়া আছে, a4 + a2b2 + b4 = 3 . . . . . . . (i)

এবং a2 + ab + b2 = 3  . . . . . . . . . . (ii)

(i) নং হতে পাই,  a4 + a2b2 + b4 = 3

a22 + 2 × a2 × b2 + a22 -a2 b2  = 3  a2+ b2 2 - ab2 = 3  a2 + ab +b2 a2 - ab +b2  =3

3 a2 - ab +b2 = 3 [মান বসিয়ে]
 a2 - ab + b2 = 1  . . . . . . . . (iii)

এখন (ii) এবং (iii) নং সমীকরণ যোগ করে পাই

a2 + ab + b2 + a2 - ab + b2 = 3+1  2 a2  + b2 =4  a2  + b2  = 42 = 2

 

দেওয়া আছে,  a2 - 3 a+1 = 0 

a2 +1 = 3 a  a2 +1a = 3a  a+ 1a = 3

এখন, a3 + 1a3 = a + 1a - 3 × a × 1a a + 1a

= 33 - 33 = 33  - 33  = 0

মনে করি, ক্রয়মূল্য = ১০০ টাকা

১৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ১৫ = ৮৫ টাকা

বিক্রয়মূল্য ৮৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা

বিক্রয়মূল্য ৬১২ টাকা হলে ক্রয়মূল্য =  ×  = টাকা

আবার, ১০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০ টাকা

ক্রয়মূল্য ৭২০ টাকা হলে বিক্রয়মূল্য   ×  =  টাকা

Created: 3 months ago | Updated: 3 days ago

মুক্তার দেশ বলা হয় ‘কিউবা’।

Created: 3 months ago | Updated: 3 days ago

‘আমার দেখা নয়াচীন' গ্রন্থটির লেখক হলেন শেখ মুজিবুর রহমান। আর বিষয়বস্তু হলো শেখ মুজিবুর রহমানের গণচীন ভ্রমণের অভিজ্ঞতার আলোকে লেখা একটি ডায়েরির পুস্তকি রূপ ।

Created: 3 months ago | Updated: 3 days ago

বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ ইরাক (৮ জুলাই ১৯৭২)।

Created: 3 months ago | Updated: 3 days ago

লেখালেখি কাজের জন্য উল্লেখযোগ্য Application Program হলো Microsoft word.

Created: 3 months ago | Updated: 3 days ago

বাংলাদেশের প্রধান খনিজ সম্পদের মধ্যে রয়েছেঃ প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর, কাচবালি, চীনামাটি, শক্ত পাথর, খনিজ লবণ ইত্যাদি ।

Created: 3 months ago | Updated: 3 days ago

মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার।

Created: 3 months ago | Updated: 3 days ago

কম্পিউটারের মেমোরিকে প্রধানত দুইভাগে ভাগ করা যায় । যথাঃ প্রধান মেমোরি এবং সহায়ক মেমোরি। সহায়ক মেমোরির মধ্যে রয়েছেঃ হার্ড ডিস্ক, ফ্লাশ ডিস্ক, ফ্লপি ডিস্ক, চৌম্বক ড্রাম, সিডি এবং ডিভিডি।

Created: 3 months ago | Updated: 3 days ago

স্বাধীনতা পুরষ্কার বাংলাদেশের জাতীয় এবং “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার” । দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৭৭ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।

সংক্ষেপে উত্তর দিন:
44.

১ কিলোবাইট সমান কত বাইট?

Created: 3 months ago | Updated: 3 days ago

১ কিলোবাইট সমান ৮ বাইট ।

একটি কম্পিউটার সিস্টেমের সবচেয়ে ব্যয়বহুল অংশ হলো Software.

পূর্ণরূপ লিখুন
46.

BMD 

Created: 3 months ago | Updated: 3 days ago

BMD = Bureau of Mineral Development.

পূর্ণরূপ লিখুন
47.

LNG

Created: 3 months ago | Updated: 3 days ago

LNG = Liquefied Natural Gas.

পূর্ণরূপ লিখুন
48.

VGF 

Created: 3 months ago | Updated: 3 days ago

VGF = Vulnerable Group Feeding.

পূর্ণরূপ লিখুন
49.

WWW 

Created: 3 months ago | Updated: 3 days ago

WWW =World Wide Web.

Related Sub Categories