ঢাকাকে কখন সর্বপ্রথম বাংলার রাজধানী করা হয়?
১৬১০ সালে ঢাকাকে প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন ইসলাম খাঁ ।
সর্বপ্রথম বীরপ্রতীক খেতাব প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধার নাম কি?
সর্বপ্রথম বীরপ্রতীক খেতাব প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধার নাম সেতারা বেগম ।
লেবুতে কোন ভিটামিন থাকে?
লেবুতে ভিটামিন সি থাকে ।
মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্রের নাম লিখুন?
মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্রের নাম ওরা ১১ জন ।
“ তুমি আসবে বলে হে স্বাধীনতা' কবিতার রচয়িতা কে?
“ তুমি আসবে বলে হে স্বাধীনতা' কবিতার রচয়িতা শামসুর রাহমান।
'বর্ণালী ও শুভ্র' কোন ফসলের নাম?
'বর্ণালী ও শুভ্র' হলো উন্নত জাতের ভুট্টা।
ছয় দফা দাবী কে কত সালে পেশ করেন?
ছয় দফা দাবী পেশ করেন শেখ মুজিবুর রহমান, ১৯৬৬ সালে।