জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ || সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (04-03-2022) || 2022

All

সন্ধি বিচ্ছেদ করুনঃ
1.

নদ্যম্বু

Created: 8 months ago | Updated: 7 hours ago

নদ্যম্বু = নদী + অম্বু ।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
2.

পরমেশ

Created: 8 months ago | Updated: 6 hours ago

পরমেশ = পরম + ঈশ।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
3.

অত্যুক্তি

Created: 8 months ago | Updated: 7 hours ago

অত্যুক্তি = অতি + উক্তি ।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
4.

মহর্ষি

Created: 8 months ago | Updated: 7 hours ago

মহর্ষি = মহা + ঋষি ।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
5.

ভাস্কর

Created: 8 months ago | Updated: 7 hours ago

ভাস্কর = ভাঃ + কর।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
6.

মহাজন

Created: 8 months ago | Updated: 6 hours ago

মহাজন = মহান্ যে জন (কর্মধারয় সমাস)। 

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
7.

নরাধম

Created: 8 months ago | Updated: 7 hours ago

নরাধম = নরের মধ্যে যে অধম (সপ্তমী তৎপুরুষ সমাস)

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
8.

স্মৃতিসৌধ

Created: 8 months ago | Updated: 3 days ago

স্মৃতিসৌধ = স্মৃতি রক্ষার্থে সৌধ (মধ্যপদলোপী কর্মধারয়)। 

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
9.

চন্দ্রমুখ

Created: 8 months ago | Updated: 17 hours ago

চন্দ্রমুখ = চন্দ্রের ন্যায় মুখ (উপমিত কর্মধারয়)।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
10.

মনগড়া

Created: 8 months ago | Updated: 2 days ago

মনগড়া = মন দ্বারা গড়া (তৃতীয়া তৎপুরুষ সমাস)।

প্রদত্ত বাগধারা দিয়ে বাক্য রচনা করুনঃ
11.

ছকড়া নকড়া

Created: 8 months ago | Updated: 1 day ago

ছকড়া নকড়া (তুচ্ছ তাচ্ছিল্য করা): কথায় কথায় কাউকে ছকড়া নকড়া করলে তার প্রতি আগ্রহ কমে যায় ।

প্রদত্ত বাগধারা দিয়ে বাক্য রচনা করুনঃ
12.

উড়ো চিঠি

Created: 8 months ago | Updated: 2 days ago

উড়ো চিঠি (বেনামি চিঠি/ নামহীন চিঠি): ভয় দেখাবার জন্যে একটা উড়ো চিঠি লেখা হয়েছে।

প্রদত্ত বাগধারা দিয়ে বাক্য রচনা করুনঃ
13.

কেঁচে গন্ডুস

Created: 8 months ago | Updated: 1 day ago

কেঁচে গন্ডুস = (নতুন করে শুরু করা): অঙ্কটার বিসমিল্লায় গলদ, এখন কেঁচে গন্ডুস করা ছাড়া উপায় কী ।

প্রদত্ত বাগধারা দিয়ে বাক্য রচনা করুনঃ
14.

গদাই লস্করি চাল

Created: 8 months ago | Updated: 1 day ago

গদাই লস্করি চাল (মন্থর গতি): এমন গোদাই লস্করি চালে চললে জীবনেও উন্নতি করতে পারবে না।

প্রদত্ত বাগধারা দিয়ে বাক্য রচনা করুনঃ
15.

হাতটান

Created: 8 months ago | Updated: 1 day ago

হাতটান (চুরির অভ্যাস): শামীম এর হাতটানটা আর গেল না।

বাংলাদেশে দক্ষ শ্রমিক গড়ে তোলা জরুরি কেন?


শিল্পোন্নত দেশ গড়তে দক্ষ মানব-সম্পদ তৈরির কোনো বিকল্প নেই। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা প্রয়োজন। চতুর্থ শিল্প বিপ্লবের সফলতা অর্জনে কর্মদক্ষতার উন্নয়নের ওপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে। রেমিটেন্সের পরিমাণ বাড়াতে হলে দক্ষ জনশক্তি রপ্তানি বাড়াতে হবে। বিদেশে মোট জনশক্তির মধ্যে ১০ শতাংশ। মোট জনশক্তি রফতানিতে দক্ষ লোকের অংশ এখন ৪৩ শতাংশেরও বেশি। এই বৃদ্ধি বিদেশে বেশি পরিশ্রমে কম আয় করা অদক্ষ শ্রমিকের সংখ্যা কমিয়েছে। অদক্ষ কর্মীর তুলনায় দক্ষ কর্মীর অভিবাসন ব্যয় কম, চাহিদা এবং আয় অনেক বেশি । বিদেশে দেশের ভাবমূর্তি বৃদ্ধিতে দক্ষ জনশক্তির আলাদা গুরুত্ব রয়েছে।

Related Sub Categories