নদ্যম্বু
নদ্যম্বু = নদী + অম্বু ।
পরমেশ
পরমেশ = পরম + ঈশ।
অত্যুক্তি
অত্যুক্তি = অতি + উক্তি ।
মহর্ষি
মহর্ষি = মহা + ঋষি ।
ভাস্কর
ভাস্কর = ভাঃ + কর।
মহাজন
মহাজন = মহান্ যে জন (কর্মধারয় সমাস)।
নরাধম
নরাধম = নরের মধ্যে যে অধম (সপ্তমী তৎপুরুষ সমাস)
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধ = স্মৃতি রক্ষার্থে সৌধ (মধ্যপদলোপী কর্মধারয়)।
চন্দ্রমুখ
চন্দ্রমুখ = চন্দ্রের ন্যায় মুখ (উপমিত কর্মধারয়)।
মনগড়া
মনগড়া = মন দ্বারা গড়া (তৃতীয়া তৎপুরুষ সমাস)।
ছকড়া নকড়া
ছকড়া নকড়া (তুচ্ছ তাচ্ছিল্য করা): কথায় কথায় কাউকে ছকড়া নকড়া করলে তার প্রতি আগ্রহ কমে যায় ।
উড়ো চিঠি
উড়ো চিঠি (বেনামি চিঠি/ নামহীন চিঠি): ভয় দেখাবার জন্যে একটা উড়ো চিঠি লেখা হয়েছে।
কেঁচে গন্ডুস
কেঁচে গন্ডুস = (নতুন করে শুরু করা): অঙ্কটার বিসমিল্লায় গলদ, এখন কেঁচে গন্ডুস করা ছাড়া উপায় কী ।
গদাই লস্করি চাল
গদাই লস্করি চাল (মন্থর গতি): এমন গোদাই লস্করি চালে চললে জীবনেও উন্নতি করতে পারবে না।
হাতটান
হাতটান (চুরির অভ্যাস): শামীম এর হাতটানটা আর গেল না।
শিল্পোন্নত দেশ গড়তে দক্ষ মানব-সম্পদ তৈরির কোনো বিকল্প নেই। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা প্রয়োজন। চতুর্থ শিল্প বিপ্লবের সফলতা অর্জনে কর্মদক্ষতার উন্নয়নের ওপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে। রেমিটেন্সের পরিমাণ বাড়াতে হলে দক্ষ জনশক্তি রপ্তানি বাড়াতে হবে। বিদেশে মোট জনশক্তির মধ্যে ১০ শতাংশ। মোট জনশক্তি রফতানিতে দক্ষ লোকের অংশ এখন ৪৩ শতাংশেরও বেশি। এই বৃদ্ধি বিদেশে বেশি পরিশ্রমে কম আয় করা অদক্ষ শ্রমিকের সংখ্যা কমিয়েছে। অদক্ষ কর্মীর তুলনায় দক্ষ কর্মীর অভিবাসন ব্যয় কম, চাহিদা এবং আয় অনেক বেশি । বিদেশে দেশের ভাবমূর্তি বৃদ্ধিতে দক্ষ জনশক্তির আলাদা গুরুত্ব রয়েছে।