সকল বিষয়

সন্ধি বিচ্ছেদ করুনঃ
1.

রাজ্ঞী 

Created: 6 months ago | Updated: 3 weeks ago
সন্ধি বিচ্ছেদ করুনঃ
2.

উল্লাস 

Created: 6 months ago | Updated: 2 weeks ago
কারক ও বিভক্তি নির্ণয় করুন:
3.

জিজ্ঞাসিব জনে জনে 

Created: 6 months ago | Updated: 2 days ago

জিজ্ঞাসিব জনে জনে = কর্মে ৭মী। 

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
4.

তার ধর্মে মতি আছে

Created: 6 months ago | Updated: 5 days ago

তার ধর্মে মতি আছে = অধিকরণে ৭মী।

বিপরীতার্থক শব্দ লিখঃ
5.

আবির্ভাব 

Created: 6 months ago | Updated: 2 weeks ago

আবির্ভাব = তিরোভাব ।

বিপরীতার্থক শব্দ লিখঃ
6.

ইন্দ্রিয় 

Created: 6 months ago | Updated: 2 days ago

ইন্দ্রিয় = অতীন্দ্রিয় । 

Created: 6 months ago | Updated: 3 weeks ago

সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা = প্রত্যুদগমন ।

এক কথায় প্রকাশ করুন:
8.

যা দীপ্তি পাচ্ছে

Created: 6 months ago | Updated: 3 weeks ago

যা দীপ্তি পাচ্ছে = দেদীপ্যমান ।

ভুল বানান শুদ্ধ করুন:
9.

পুজনীয়াসু 

Created: 6 months ago | Updated: 2 weeks ago

পুজনীয়াসু =  পূজনীয়।

ভুল বানান শুদ্ধ করুন:
10.

পাসান 

Created: 6 months ago | Updated: 2 weeks ago

পাসান = পাষাণ ।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
11.

রাজর্ষি 

Created: 6 months ago | Updated: 2 weeks ago

রাজর্ষি = যিনি রাজা তিনিই ঋষি (কর্মধারয় সমাস)।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
12.

অহি-নকুল 

Created: 6 months ago | Updated: 6 days ago

অহি-নকুল = অহি ও নকুল (দ্বন্দ্ব সমাস)।

Created: 6 months ago | Updated: 14 hours ago
Created: 6 months ago | Updated: 14 hours ago

আজ আমাদের ঢাকা যেতে হবে। 

= We have to go to Dhaka Today.

Created: 6 months ago | Updated: 7 hours ago

তারা এখানে আসে না কেন? 

=  Why have not they come here?

Created: 6 months ago | Updated: 15 hours ago

এই গ্রামে একটি স্কুল হবে। 

= There will be a school in this village?

Created: 6 months ago | Updated: 7 hours ago

তোমার কাজটি করা উচিত ছিল।  

= You should have done this work.

Created: 6 months ago | Updated: 14 hours ago

সে কি অফিসে যায় না? 

= Does he not go to office?

১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ৯০ টাকা এবং ৫% লাভে বিক্রয়মূল্য = ১০৫ টাকা

∴ বিক্রয়মূল্য বেশি = ১০৫ - ৯০ = ১৫ টাকা

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা

∴ বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ক্রয়মূল্য  =  ×  = ৩,০০০ টাকা

পাড়সহ পুকুরের ক্ষেত্রফল =  ×  = , বর্গমিটার

∴ পাড়বাদে পুকুরের দৈর্ঘ্য = - ( × ) =  -  =  মিটার

∴ পাড়বাদে পুকুরের প্রস্থ =  - ( × ) =  -  =  মিটার

∴ পাড়বাদে পুকুরের ক্ষেত্রফল =  ×  = , বর্গমিটার

অতএব, পুকুর পাড়ের ক্ষেত্রফল = ৪,০০০ - ৩,০২৪ = ৯৭৬ বর্গমিটার ।

চিত্রসহ সংজ্ঞা দিন:
21.

লম্ব

Created: 6 months ago | Updated: 2 weeks ago

লম্ব = দুইটি সরলরেখা পরস্পরচ্ছেদী হলে ছেদবিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয়, তাদের একটি সমকোণ হলে, রেখা দুইটি ছেদ বিন্দুতে পরস্পর লম্ব বলা হয় । 

লম্বের চিত্রঃ

চিত্রসহ সংজ্ঞা দিন:
22.

রম্বস

Created: 6 months ago | Updated: 1 week ago

রম্বসঃ যে চতুভুজের চারটি বাহুই সমান কিন্তু কোন কোণই সমকোণ নয় তাকে রম্বস বলে। 

চিত্রঃ

চিত্রসহ সংজ্ঞা দিন:
23.

বিষমবাহু

Created: 6 months ago | Updated: 23 hours ago

বিষমবাহু = যে ত্রিভুজের সবকটি বাহুই অসমান 

চিত্রসহ সংজ্ঞা দিন:
24.

ত্রিভুজ

Created: 6 months ago | Updated: 14 hours ago

ত্রিভুজ = যদি সমতলস্থ তিনটি বিন্দু সমরেখা না হয় তবে তাদের দুইটি দুইটি করে সংযোজন করে প্রাপ্ত চিত্রকে একটি ত্রিভুজ বলা হয় ।

চিত্রসহ সংজ্ঞা দিন:
25.

জ্যা

Created: 6 months ago | Updated: 23 hours ago

জ্যা = বৃত্তের পরিধিস্থ যে কোন দুই বিন্দুর সংযোজক সরলরেখাকে জ্যা (Chord) বলে। জ্যা-র দৈর্ঘ্য বিভিন্ন রকম হতে পারে। বৃত্তের দীর্ঘতম জ্যা-কে ব্যাস বলে ।

মুজিব শতবর্ষ
 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত এই এক বছরকে ‘মুজিববর্ষ ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত এই সময়কাল বাড়ানো হয়। ২০১৮ সালের ৬ জুলাই আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটির এক যৌথ সভায় উদ্বোধনী বক্তব্যে
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন। ২০২০ সালের ১৭ মার্চ থেকে সরকারি ও দলীয়ভাবে নানা অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। ২০২১ সালের স্বাধীনতার পাশ বছর পূর্তি উদযাপনের মাধ্যমে মুজিববর্ষের সমাপ্তি ঘটবে। মুজিববর্ষ উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সরকারি, বেসরকারি ও বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান যথাযথ মর্যাদার সাথে এ বর্ষটি পালন করবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিল্প-সংস্কৃতির নানা প্রতিযোগিতা যেমনঃ রচনা, কবিতা, গান, চিত্রাঙ্কন, অভিনয়, আবৃত্তি ইত্যাদি চলবে বছরব্যাপী। প্রকাশ করা হবে বঙ্গবন্ধুকে নিয়ে নথি প্রকাশনা । দেশ- বিদেশের গুণীজনেরা বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি আমাদের জাতীর পিতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি, মহান স্বাধীনতার ঘোষক ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। দীর্ঘ রাজনৈতিক জীবনে বারবার জেল-জুলুম সহ্য করে নির্দিষ্ট লক্ষ্যের দিকে অগ্রসর হয়েছেন তিনি। ১৯৪৭-এ দেশভাগের পরবর্তী পূর্ব পাকিস্তানের রাজনীতির প্রাথমিক পর্যায়ে শেখ মুজিবুর রহমান ছিলেন তরুণ ছাত্রনেতা। পরবর্তীকালে তিনি আওয়ামী লীগের সভাপতি হন। তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের স্বাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ছয় দফা ঘোষণা করেন। এতে প্রাদেশিক সায়ত্বশাসনের দাবি থাকায় বঙ্গবন্ধু আইয়ুব খানের সামরিক শাসনের অন্যতম বিরোধী পক্ষে পরিণত হন। ১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় তার বিচার শুরু হয়। এতে তিনি নির্দোষ প্রমাণিত হন। ১৯৭০-এর নির্বাচনে তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ বিপুল বিজয় অর্জন করলেও সরকার গঠনের সুযোগ দেওয়া হয়নি। বাঙালির অধিকার আদায়ের দৃপ্ত বাসনায় ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তিনি যে ঐতিহাসিক ভাষণ দেন, তা ছিল স্বাধীনতার দৃপ্ত অঙ্গীকার। স্বাধীনতাকামী বাঙালির উজ্জীবিত অবস্থান দেখে, ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনী ঢাকা শহরে গণহত্যা চালায়। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানে। সামরিক আদালতে তাঁকে মৃত্যুদণ্ড প্রদান করেও কার্যকর করার সাহস পায়নি। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হবার পর, ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী। সেনাকর্মকর্তার হাতে তিনি সপরিবারে নিহত হন। এই মহান নেতার একশততম জন্ম দিবস ১৭ মার্চ ২০২০। এ দিন থেকেই মুজিববর্ষ শুরু এবং ২০২২ সালের ৩১ মার্চ মুজিববর্ষের সমাপ্তি।

Created: 6 months ago | Updated: 4 days ago

বাংলাদেশের সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ আছে।

Created: 6 months ago | Updated: 2 days ago

১৯৭৪ সালে বাংলাদেশে প্রথম আদমশুমারি হয়।

Created: 6 months ago | Updated: 23 hours ago

জাতীয় স্মৃতি সৌধের ভিত্তিপ্রস্তর স্থাপিত করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৬ ডিসেম্বর, ১৯৭২)।

বঙ্গবন্ধু ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে প্রথমবারের মতো আমাদের মাতৃভাষা বাংলায় ভাষণ দেন। আন্তর্জাতিক পর্যায়ে বাংলা ভাষা লাভ করে নতুন মর্যাদা ।

Created: 6 months ago | Updated: 1 week ago

বাংলাদেশকে সর্বোচ্চ ঋণ প্রদানকারী দেশ জাপান । (২০২২)

Created: 6 months ago | Updated: 14 hours ago

 সেনেগাল (১ ফেব্রুয়ারি ১৯৭২ সালে) মুসলিম দেশের মধ্যে বাংলাদেশেকে প্রথম স্বীকৃতি দেয়। 

সংক্ষিপ্ত উত্তর দিন:
33.

OMR ও WTO এর পূর্ণরূপ লিখুন।

Created: 6 months ago | Updated: 11 hours ago

OMR এর পূর্ণরূপ Optical mark reader এবং 

WTO এর পূর্ণরূপ World Trade Organization.

সংক্ষিপ্ত উত্তর দিন:
34.

ভারতের রাষ্ট্রপতির নাম কি?

Created: 6 months ago | Updated: 3 days ago

ভারতের রাষ্ট্রপতির নাম রামনাথ কোবিন্দ (১৪তম)। (২০২২)

প্রথম বাংলাদেশি ক্রিকেটার টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করে মুশফিকুর রহিম। 

প্রথম ১৯৮১ সালে ল্যাপটপ কম্পিউটার তৈরি হয় এবং এপসন প্রতিষ্ঠান তৈরি করে। 

Related Sub Categories