জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ || অফিস সহায়ক (18-03-2022) || 2022

All

সকল বিষয়

কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা'। তাঁর দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ 'প্রলয়োল্লাস'। এই কাব্যের অন্যতম ও জনপ্রিয় কবিতা 'বিদ্রোহী'। 'বিদ্রোহী' কবিতার জন্য তাঁকে বিদ্রোহী কবি বলা হয়। এই গ্রন্থটি উৎসর্গ করা হয় ব্রিটিশ বিরোধী বাঙালি বারীন্দ্রকুমার ঘোষকে।

“ফুলগুলো তুই আনরে বাছা বাছা” এখানে “বাছা বাছা" পদ দ্বিরুক্তি ভাবের প্রগাঢ়তা বিশিষ্ট অর্থে ব্যবহার করা হয়েছে। 

“সময়ের যারা সদ্ব্যবহার করে তারা জিতবেই” এ কথা দিয়ে সময়ের মূল্যকে বোঝানো হয়েছে।

কি হেতু এসেছো, কহ বিস্তারিয়া” এখানে 'হেতু' অনুসর্গটি নিমিত্ত অর্থে ব্যবহৃত হয়েছে।

“ যে বিষয়ে কোন বিতর্ক (বা বিসংবাদ) নেই” বাক্যটির এক কথায় অবিসংবাদী।

Created: 3 months ago | Updated: 3 days ago

বাংলা ভাষায়  ৯৬টি মৌলিক বাংলা শব্দ রয়েছে ।

Created: 3 months ago | Updated: 3 days ago

“কে যেন আসছে” বাক্যটি ঘটমান বর্তমান কালের উদাহরণ । 

অরুণের ন্যায় রাঙা = অরুণরাঙা (উপমান কর্মধারয় সমাস)। উল্লেখ্য, উপমান অর্থ তুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান । উপমান ও উপমেয়ের একটি সাধারণ ধর্ম থাকবে ।

Created: 3 months ago | Updated: 1 day ago

তৎসম উপসর্গ ২০টি। এগুলো হলোঃ প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

Created: 3 months ago | Updated: 17 hours ago

মূল কর্তার করণীয় কার্য যাকে দিয়ে সম্পাদিত হয় তাকে প্রযোজ্য কর্তা এবং মূল কর্তাকে প্রযোজক কর্তা বলা হয়। যেমনঃ শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছে। উল্লিখিত বাক্যে মা প্রযোজক কর্তা এবং শিশুটি প্রযোজ্য কর্তা ।

Created: 3 months ago | Updated: 16 hours ago

“বিধি লঙ্ঘন হয়েছে” বাক্যটির শুদ্ধরূপ বিধি লঙ্ঘিত হয়েছে। 

Created: 3 months ago | Updated: 1 day ago

“মিছিলের সমান বয়সী” কাব্যগ্রন্থের কবি কামাল চৌধুরী।

Created: 3 months ago | Updated: 3 days ago

“সংসপ্তক” উপন্যাস শহীদুল্লা কায়সার এর লেখা ।

Created: 3 months ago | Updated: 4 days ago

“সম্প্রতি” শব্দের বিশেষণ সাম্প্রতিক ।

সংক্ষেপে উত্তর দিন:
15.

“দেব” শব্দের বহুবচন লিখুন।

Created: 3 months ago | Updated: 1 day ago

“দেব” শব্দের বহুবচন দেবগণ ।

Created: 3 months ago | Updated: 19 hours ago

বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপাদিক বলে। যথাঃ হাত, বই, লাঙ্গল, কলম ইত্যাদি।

সংক্ষেপে উত্তর দিন:
17.

“পবন” শব্দের অর্থ কী?

Created: 3 months ago | Updated: 3 days ago

“পবন” শব্দের অর্থ বাতাস, বাত, অনিল, সমীরণ, হাওয়া, সমীর, মরুৎ, মারুত, গন্ধবহ ইত্যাদি ।

সংক্ষেপে উত্তর দিন:
18.

যতিচিহ্ন ‘কোলন' লিখুন।

Created: 3 months ago | Updated: 3 days ago

একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন ব্যবহৃত হয় । যেমনঃ সভায় সাব্যস্ত হলো : একমাস পরে নুতন সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

Created: 3 months ago | Updated: 4 days ago

তামার বিষ (অর্থের কুপ্রভাব): তোমাকে তামার বিষে পেয়েছে।

Created: 3 months ago | Updated: 4 days ago

“দোষী-নির্দোষী” এর শুদ্ধরূপ দোষী-নির্দোষ।

Answer to question in brief:
21.

Make verb of the word "shortly".

Created: 3 months ago | Updated: 4 days ago

Shortly হলো Adverb. এর Verb হলো Shorten (সংক্ষিপ্ত হওয়া বা করা; খর্ব করা)।

Created: 3 months ago | Updated: 4 days ago

Active: He calls me by my nickname. 

Passive: I am called by him by my nickname. 

(সে আমাকে আমার ডাকনাম ধরে ডাকে)।

Answer to question in brief:
23.

Make noun of the word 'waste'.

Created: 3 months ago | Updated: 3 days ago

Waste (অপচয় করা) হলো Verb. আর এর Noun হলো Wastage (অপচয়/ ব্যয়); Adjective হলো Wasteto (অপব্যয়ী); Adverb হলো Wastefully

Answer to question in brief:
24.

Make adjective of the word 'heart'.

Created: 3 months ago | Updated: 3 days ago

Heart (হৃদয়; অন্তর) হলো Noun. আর এর Adjective হলো Hearty/ Heartening (উদ্যমী/ অধিক আনন্দদায়ক); Verb হলো Hearten (উৎসাহ দেয়া); Adverb হলো Heartily (আন্তরিকভাবে; উদ্যম সহকারে। 

Created: 3 months ago | Updated: 3 days ago

Staling (বালকটি দুর্লভ মুদ্রা চুরির বিষয়টি অস্বীকার করলো)। 

পার্থক্যঃ The boy denied stealing the rare coins.

Created: 3 months ago | Updated: 1 day ago

to (কথার প্রতি মনোনিবেশ করেন)। পার্থক্যঃ Pay attention to speech.

Created: 3 months ago | Updated: 3 days ago

Here, our Headmaster is appositive because it is possible to make a meaningful sentence without this noun clause. 

(জনাব হালিম, আমাদের প্রধান শিক্ষক বাংলাদেশের রাজধানীতে গিয়েছেন)।

Created: 3 months ago | Updated: 3 days ago

I found a man in the park yesterday who is sick. 

(গতকাল পার্কে আমি একজন অসুস্থ মানুষকে পেয়েছিলাম)।

Created: 3 months ago | Updated: 4 days ago

I have read the book that  you lent me. 

Created: 3 months ago | Updated: 3 days ago

Many studies have shown less heart disease among groups with low blood cholesterol.

Among (অনেক সমীক্ষায় এটা দেখানো হয়েছে যে নিম্ন ব্লাড কোলেস্টোরল থাকলে কম হার্টের রোগে ভুগতে হয়)।

Created: 3 months ago | Updated: 3 days ago

তুমি কার সাথে কথা বলছো? 

= Who are you taking with?

Created: 3 months ago | Updated: 4 days ago

সময় নষ্ট করোনা। 

= Do not waste time.

Created: 3 months ago | Updated: 3 days ago

বৃষ্টি হতে পারে । 

= It may rain.

Created: 3 months ago | Updated: 3 days ago

তাড়াতাড়ি বাজারে যাও। 

= Go to the market fast.

Created: 3 months ago | Updated: 3 days ago

অফিসের জন্য এক ডজন কলম কিনবে। 

= Buy one dozen of pen for office.

Mrs. Chowdhury says, “You are quite right. Let me tell you about the village. I was born and brought up in that village. Things were not like this in the past. I remember as a child the village was so beautiful!”

= জনাব চৌধুরী বলেন, 'আপনি পুরোপুরি ঠিক। আমাকে গ্রাম সম্পর্কে বলতে দিন। আমি এই গ্রামে জন্মেছি ও বড় হয়েছি। এখানকার বিষয়গুলি অতীতে এরকম ছিল না। স্মরণে আছে শিশুবেলায় গ্রামটি খুবই মনোরম ছিল'

Created: 3 months ago | Updated: 1 day ago

দেওয়া আছে, - --- = - ---

= - × -- = - =  

কেন্দ্রীয় প্রবণতার পরিমাণগুলো হলোঃ গড় (Mean), মধ্যক (Median) এবং প্রচুরক (Mode)

দেওয়া আছে, 4x2 - 4x-3

= 4x2 -6x+2x-3 = 2x 2x-3 +1 2x-3 =2x-3 2x +1

এখানে, AB = 1,3,5  2,4,6 =    A  B =  

ধরি, চৌবাচ্চায় এক্স x মিটার পানি ধরে।

১ম নল দ্বারা,

১০ মিনিটে পূর্ণ হয় = x লিটার

∴ ১ মিনিটে পূর্ণ হয় = x লিটার

এখন, উভয় নল চললে ১ মিনিটে পূর্ণ হয় = x - = x - লিটার

∴ উভয় নল চললে ৯০ মিনিটে পূর্ণ হয় = x- ×  =  x - লিটার

প্রশ্নমতে,  x = ৯(x – ১২০)

 x = x -  x =   x =  = 

অর্থাৎ চৌবাচ্চায় পানি ধরে ১৩৫ লিটার।

পিথাগোরাসের ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্যটি হলো ‘কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রে ক্ষেত্রফল ত্রিভুজটির অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রফলদ্বয়ের সমষ্টির সমান'। অর্থাৎঃ

সূত্রটি হলোঃ (অতিভুজ) = (লম্ব) + (ভূমি)

“যদি রাত পোহালে শোন যেত বঙ্গবন্ধু মরে নাই - ---” এই গানের গীতিকার হাসান মতিউর রহমান ।

“তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা” কবিতাটি কবি শামসুর রাহমানের 'বন্দী শিবির থেকে' নাম কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।

চরিত্র দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে-বাইরে (১৯১৬) উপন্যাস রয়েছে। উল্লেখ্য, এটি চলিত ভাষায় লেখা তাঁর প্রথম উপন্যাস । সবুজপত্র পত্রিকায় ১৯১৫ সালে প্রকাশিত হয় ।

১৯৭১ সালে ১০ এপ্রিল মুজিবনগরে ঘোষিত Proclamation of Independence অধ্যাপক এম. ইউসুফ আলী স্বাক্ষর করেছিলেন। 

জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল ১৮৬৪ সালে তাত্ত্বিক ও গাণিতিকভাবে দেখান যে, তড়িৎচম্বুক তরঙ্গ কোনো মাধ্যম ছাড়াই চলাচল করতে পারে । এই তড়িৎ চম্বুক তরঙ্গ ব্যবহার করে বিনা তারে তথ্য প্রেরণ সম্ভব হয়েছে।

Created: 3 months ago | Updated: 3 days ago

ঐতিহাসিক ৬ দফা'র ৬ষ্ঠ দফাঃ অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়া ।

সংক্ষেপে উত্তর দিন
49.

'বৈদগ্ধ্য' শব্দের অর্থ কী?

Created: 3 months ago | Updated: 3 days ago

বৈদগ্ধ্য অর্থ পাণ্ডিত্য।

Created: 3 months ago | Updated: 4 days ago

মুজিব বর্ষের লোগোর ডিজাইনার সব্যসাচী হাজরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন 'মুজিব শতবর্ষ' উপলক্ষে লোগো প্রকাশ করা হয়েছে। ১০ জানুয়ারি ২০২০ বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু এবং লোগো উন্মোচন করা হয়।

২০১৫ সালের ২৩ অক্টোবর বাংলাদেশ সরকার প্রথমবারের মতো ৪৩ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়।

টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) এর লক্ষ্য ১৭টি। এগুলো হলোঃ ১. দারিদ্র্য নির্মূল; ২. ক্ষুধামুক্তি; ৩. সুস্বাস্থ্য; ৪. মানসম্পন্ন শিক্ষা; ৫. লিঙ্গ সমতা; ৬. বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন; ৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি; ৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি; ৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো; ১০. বৈষম্য হ্রাস; ১১. টেকসই শহর ও জনগণ; ১২. পরিমিত ভোগ; ১৩. জলবায়ুবিষয়ক পদক্ষেপ; ১৪. পানির নিচে প্রাণ; ১৫. স্থলভাগের জীবন; ১৬. শান্তি ও ন্যায়বিচার এবং ১৭. লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব। টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা (SDG) এর মেয়াদ ২০১৬-৩০ সাল। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।

Related Sub Categories