জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কী?
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা'। তাঁর দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ 'প্রলয়োল্লাস'। এই কাব্যের অন্যতম ও জনপ্রিয় কবিতা 'বিদ্রোহী'। 'বিদ্রোহী' কবিতার জন্য তাঁকে বিদ্রোহী কবি বলা হয়। এই গ্রন্থটি উৎসর্গ করা হয় ব্রিটিশ বিরোধী বাঙালি বারীন্দ্রকুমার ঘোষকে।
“ফুলগুলো তুই আনরে বাছা বাছা” এখানে “বাছা বাছা" পদ দ্বিরুক্তি ভাবের প্রগাঢ়তা বিশিষ্ট অর্থে ব্যবহার করা হয়েছে।
“সময়ের যারা সদ্ব্যবহার করে তারা জিতবেই” এ কথা দিয়ে কী বোঝানো হয়েছে?
“সময়ের যারা সদ্ব্যবহার করে তারা জিতবেই” এ কথা দিয়ে সময়ের মূল্যকে বোঝানো হয়েছে।
কি হেতু এসেছো, কহ বিস্তারিয়া” এখানে 'হেতু' অনুসর্গটি নিমিত্ত অর্থে ব্যবহৃত হয়েছে।
“ যে বিষয়ে কোন বিতর্ক (বা বিসংবাদ) নেই” বাক্যটিকে এক কথায় প্রকাশ করুন।
“ যে বিষয়ে কোন বিতর্ক (বা বিসংবাদ) নেই” বাক্যটির এক কথায় অবিসংবাদী।
বাংলা ভাষায় শতকরা কত ভাগ মৌলিক বাংলা শব্দ রয়েছে?
বাংলা ভাষায় ৯৬টি মৌলিক বাংলা শব্দ রয়েছে ।
“কে যেন আসছে” বাক্যটি কোন বর্তমান কালের উদাহরণ?
“কে যেন আসছে” বাক্যটি ঘটমান বর্তমান কালের উদাহরণ ।
“অরুণের ন্যায় রাঙা = অরুণরাঙা" এটি কোন কর্মধারয় সমাসের উদাহরণ?
অরুণের ন্যায় রাঙা = অরুণরাঙা (উপমান কর্মধারয় সমাস)। উল্লেখ্য, উপমান অর্থ তুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান । উপমান ও উপমেয়ের একটি সাধারণ ধর্ম থাকবে ।
বাংলা ভাষায় তৎসম উপসর্গ কয়টি?
তৎসম উপসর্গ ২০টি। এগুলো হলোঃ প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।
“মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছেন” এখানে প্রযোজক কর্তা কে?
মূল কর্তার করণীয় কার্য যাকে দিয়ে সম্পাদিত হয় তাকে প্রযোজ্য কর্তা এবং মূল কর্তাকে প্রযোজক কর্তা বলা হয়। যেমনঃ শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছে। উল্লিখিত বাক্যে মা প্রযোজক কর্তা এবং শিশুটি প্রযোজ্য কর্তা ।
“বিধি লঙ্ঘন হয়েছে” বাক্যটির শুদ্ধরূপ লিখুন?
“বিধি লঙ্ঘন হয়েছে” বাক্যটির শুদ্ধরূপ বিধি লঙ্ঘিত হয়েছে।
“মিছিলের সমান বয়সী” কাব্যগ্রন্থের কবি কে?
“মিছিলের সমান বয়সী” কাব্যগ্রন্থের কবি কামাল চৌধুরী।
“সংসপ্তক” উপন্যাস কার লেখা?
“সংসপ্তক” উপন্যাস শহীদুল্লা কায়সার এর লেখা ।
“সম্প্রতি” শব্দের বিশেষণ কী?
“সম্প্রতি” শব্দের বিশেষণ সাম্প্রতিক ।
“দেব” শব্দের বহুবচন লিখুন।
“দেব” শব্দের বহুবচন দেবগণ ।
বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপাদিক বলে। যথাঃ হাত, বই, লাঙ্গল, কলম ইত্যাদি।
“পবন” শব্দের অর্থ কী?
“পবন” শব্দের অর্থ বাতাস, বাত, অনিল, সমীরণ, হাওয়া, সমীর, মরুৎ, মারুত, গন্ধবহ ইত্যাদি ।
যতিচিহ্ন ‘কোলন' লিখুন।
একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন ব্যবহৃত হয় । যেমনঃ সভায় সাব্যস্ত হলো : একমাস পরে নুতন সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে।
“তামার বিষ” বাগধারার অর্থ কী?
তামার বিষ (অর্থের কুপ্রভাব): তোমাকে তামার বিষে পেয়েছে।
“দোষী-নির্দোষী” এর শুদ্ধরূপ কী?
“দোষী-নির্দোষী” এর শুদ্ধরূপ দোষী-নির্দোষ।