“যদি রাত পোহালে শোন যেত বঙ্গবন্ধু মরে নাই - ---” গানের গীতিকার কে?
“যদি রাত পোহালে শোন যেত বঙ্গবন্ধু মরে নাই - ---” এই গানের গীতিকার হাসান মতিউর রহমান ।
“তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা” কবিতাটি কবি শামসুর রাহমানের 'বন্দী শিবির থেকে' নাম কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
নিখিলেশ-বিমলা চরিত্র দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসে রয়েছে?
চরিত্র দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে-বাইরে (১৯১৬) উপন্যাস রয়েছে। উল্লেখ্য, এটি চলিত ভাষায় লেখা তাঁর প্রথম উপন্যাস । সবুজপত্র পত্রিকায় ১৯১৫ সালে প্রকাশিত হয় ।
১৯৭১ সালে ১০ এপ্রিল মুজিবনগরে ঘোষিত Proclamation of Independence অধ্যাপক এম. ইউসুফ আলী স্বাক্ষর করেছিলেন।
জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল ১৮৬৪ সালে তাত্ত্বিক ও গাণিতিকভাবে দেখান যে, তড়িৎচম্বুক তরঙ্গ কোনো মাধ্যম ছাড়াই চলাচল করতে পারে । এই তড়িৎ চম্বুক তরঙ্গ ব্যবহার করে বিনা তারে তথ্য প্রেরণ সম্ভব হয়েছে।
ঐতিহাসিক ৬ দফা'র ৬ষ্ঠ দফা কী?
ঐতিহাসিক ৬ দফা'র ৬ষ্ঠ দফাঃ অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়া ।
'বৈদগ্ধ্য' শব্দের অর্থ কী?
বৈদগ্ধ্য অর্থ পাণ্ডিত্য।
মুজিব বর্ষের লোগোর ডিজাইনার কে?
মুজিব বর্ষের লোগোর ডিজাইনার সব্যসাচী হাজরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন 'মুজিব শতবর্ষ' উপলক্ষে লোগো প্রকাশ করা হয়েছে। ১০ জানুয়ারি ২০২০ বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু এবং লোগো উন্মোচন করা হয়।
২০১৫ সালের ২৩ অক্টোবর বাংলাদেশ সরকার প্রথমবারের মতো ৪৩ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়।
টেকসই উন্নয়ন অভিস্টের ১৭টির মধ্যে প্রথম অভিষ্ঠ (লক্ষ্য) কী?
টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) এর লক্ষ্য ১৭টি। এগুলো হলোঃ ১. দারিদ্র্য নির্মূল; ২. ক্ষুধামুক্তি; ৩. সুস্বাস্থ্য; ৪. মানসম্পন্ন শিক্ষা; ৫. লিঙ্গ সমতা; ৬. বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন; ৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি; ৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি; ৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো; ১০. বৈষম্য হ্রাস; ১১. টেকসই শহর ও জনগণ; ১২. পরিমিত ভোগ; ১৩. জলবায়ুবিষয়ক পদক্ষেপ; ১৪. পানির নিচে প্রাণ; ১৫. স্থলভাগের জীবন; ১৬. শান্তি ও ন্যায়বিচার এবং ১৭. লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব। টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা (SDG) এর মেয়াদ ২০১৬-৩০ সাল। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।