সকল বিষয়

সন্ধি বিচ্ছেদ করুনঃ
1.

উচ্চারণ

Created: 6 months ago | Updated: 2 weeks ago

উচ্চারণ = উৎ + চারণ ।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
2.

তন্বী

Created: 6 months ago | Updated: 2 weeks ago

তন্বী = তনু + ঈ ।

অর্থসহ বাক্য রচনা করুন
3.

ন’কড়া ছ’কড়া

Created: 6 months ago | Updated: 1 week ago

ন’কড়া ছ’কড়া (হেলা ফেলা করা): কাজের জিনিস নকড়া ছকড়া করা ঠিক নয় ।

অর্থসহ বাক্য রচনা করুন
4.

গোকুলের ষাঁড়

Created: 6 months ago | Updated: 2 weeks ago

গোকুলের ষাঁড় (স্বেচ্ছাচারী): খায় দায় আর ঘুরে বেড়ায়; ছেলেটি যেন গোকুলের ষাঁড়। 

এক কথায় প্রকাশ করুনঃ
5.

বক্তৃতা দানে পুট যে

Created: 6 months ago | Updated: 1 week ago

বক্তৃতা দানে পুট যে = বাগ্মী ।

এক কথায় প্রকাশ করুনঃ
6.

দুই হাত সমান চলে যার

Created: 6 months ago | Updated: 2 weeks ago

দুই হাত সমান চলে যার = সব্যসাচী।

শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে বক্তা, শ্রোতা কিংবা উদ্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা হয়, তাকে শব্দের পুরুষ বলে। পুরুষ তিন প্রকার । এগুলো হলোঃ উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম বা নাম পুরুষ। 

বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ ১০টি। এগুলো হলোঃ এ, ঐ, ও, ঔ, ঙ, ঞ, ৎ, ং, ঃ এবং চন্দ্রবিন্দু (ঁ)।

কবর' (১৯৫৩) মুনীর চৌধুরীর একাঙ্ক নাটক। বাংলা ভাষা আন্দোলনের পক্ষে কাজ করার অভিযোগ এনে মুনীর চৌধুরীকে ১৯৫২ সালে পাকিস্তান সরকার আটক ও জেলে প্রেরণ করেন। জেলে থাকা অবস্থায় অন্য রাজবন্দি বামপন্থী লেখক রণেশ দাশগুপ্ত মুনীর চৌধুরীকে একটি নাটক লিখতে বলেন, যা ওই জেলখানাতেই রাজবন্দিরা অভিনয় করে ।

পর্তুগিজ পাদ্রী ম্যানোয়েল দ্য অ্যাসসুম্পসাও কর্তৃক পর্তুগিজ ভাষায় রচিত বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ‘Vacabulario Em Idioma Bengalla' ১৭৪৩ সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশিত হয়।

Created: 6 months ago | Updated: 2 weeks ago

প্রমথ চৌধুরীর ছদ্মনাম ছিলো 'বীরবল'।

'আসাদের শার্ট' কবিতাটির রচয়িতা শামসুর রাহমান।

তোমার দেখা পেলাম না। এখানে ‘দেখা’ শব্দটি কর্ম কারক।

পারিভাষিক শব্দগুলোর অর্থ লিখুনঃ
14.

Affidavit

Created: 6 months ago | Updated: 5 days ago

Affidavit অর্থ হলফনামা; শপথপত্র ।

পারিভাষিক শব্দগুলোর অর্থ লিখুনঃ
15.

Ex-officio

Created: 6 months ago | Updated: 3 days ago

Ex-officio অর্থ পদাধিকার বলে বা পদাধিকার জনিত।

ইংরেজিতে লিখুনঃ
16.

নিউমোনিয়া

Created: 6 months ago | Updated: 2 weeks ago

নিউমোনিয়া – Pneumonia.

ইংরেজিতে লিখুনঃ
17.

লেফটেন্যান্ট

Created: 6 months ago | Updated: 2 weeks ago

লেফটেন্যান্ট – Lieutenant.

ইংরেজিতে অনুবাদ করুনঃ
18.

আমি আজ জ্বর জ্বর বোধ করছি

Created: 6 months ago | Updated: 2 weeks ago

আমি আজ জ্বর জ্বর বোধ করছি 

= I feel feverish today.

ইংরেজিতে অনুবাদ করুনঃ
19.

ছেলেটি তার বাবার মত

Created: 6 months ago | Updated: 2 weeks ago

ছেলেটি তার বাবার মত 

= The boy takes after his father.

Created: 6 months ago | Updated: 9 hours ago

I always rely on your help.

বাক্যের অর্থঃ আমি সবসময় তোমার সাহায্যের উপর নির্ভর করি।

Created: 6 months ago | Updated: 1 week ago

Listen to what I want to say. 

বাক্যের অর্থঃ আমি যা বলতে চাই তা শুনো।

অর্থসহ বাক্য রচনা করুন
22.

Ups and downs

Created: 6 months ago | Updated: 2 days ago

Ups and Downs (উত্থান পতন): I have and downs in ups my business.

অর্থসহ বাক্য রচনা করুন
23.

Black and white

Created: 6 months ago | Updated: 1 week ago

Black and White ( লিখিতভাবে): Inform your allegation to the higher authority in black and white.

Make sentences with the following pairs of words :
24.

Accept, Except

Created: 6 months ago | Updated: 2 weeks ago

Accept, Except = All the family members accept this except Halim.

Make sentences with the following pairs of words :
25.

Thorn, Throne

Created: 6 months ago | Updated: 5 days ago

Thorn, Throne = King's throne is not free from thorn.

মনে করি, চতুর্থ সমানুপাতিকটি = ক

সমানুপাতে, ১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি

   =  ×     =    = 

২৫ থেকে ৫৫ এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে ৭টি। এই ৭টি হলোঃ ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭ এবং ৫৩।

ধরি, সংখ্যাটি x

প্রশ্নমতে, x -  =  - x

 x + x =  +   x =   x = 

মনে করি, বৃত্তের ব্যাস = r

বৃত্তের ব্যাসার্ধ = r2

∴ বৃত্তের ক্ষেত্রফল  = π r24

4 গুণ বৃদ্ধিতে ব্যাস = 4r

4 গুণ বৃদ্ধিতে ব্যাসার্ধ  = 4r2

4 গুণ বৃদ্ধিতে ক্ষেত্রফল =π 2r2 = 4πr2

∴ ক্ষেত্রফল বৃদ্ধি = 4πr2πr24 = 16 গুণ

Created: 6 months ago | Updated: 2 days ago

দশমিকের পর মোট ৫টি ঘর (১ সহ) হবে। তাই গুণ ফলের ৫ অংক আগে দশমিক বসাতে হবে। অর্থাৎ উত্তর হবে = ০.০০০০১

দেওয়া আছে, x3 -y3 = x-y3 +3xy x-y

=03 + 3 × xy × 0 = 0

স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল  = n n+n [যেখানে n = পদসংখ্যা]

=  + ×  = 

ইঞ্চি সমান ২.৫৪ সেন্টিমিটার (প্রায়)

রাজধানীর নাম লিখুনঃ
36.

ইউক্রেন

Created: 6 months ago | Updated: 3 weeks ago

ইউক্রেন এর রাজধানীর নাম কিয়েভ

রাজধানীর নাম লিখুনঃ
37.

আইভরিকোস্ট

Created: 6 months ago | Updated: 2 weeks ago

আইভরিকোস্ট এর রাজধানীর নাম ইয়ামুসুক্রো।

পূর্ণরূপ লিখুন
38.

e-GP

Created: 6 months ago | Updated: 1 month ago

e-GP এর পূর্ণরূপ e-Government Procurement.

পূর্ণরূপ লিখুন
39.

BEZA

Created: 6 months ago | Updated: 1 day ago

BEZA এর পূর্ণরূপ Bangladesh Economic Zones Authority

লুই ইসাডোর কান বা সংক্ষেপে লুই আই. কান একজন বিশ্ববিখ্যাত মার্কিন স্থপতি যিনি এস্তোনীয় ইহুদী বংশোদ্ভূত।

২০১৭ সালের ১ এপ্রিল বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় Inter Parliamentary Union এর ১৩৬তম সম্মেলন অনুষ্ঠিত হয়।

পাবনার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।

Created: 6 months ago | Updated: 1 month ago

NATO এর পূর্ণরূপ  North Atlantic Treaty Organization.

বাংলাদেশের জাতীয় সংসদের প্রত্যক্ষ ভোটে ৩০০ জন সদস্য নির্বাচিত হন। আর পরোক্ষ ভোটে ৫০ জন নারী সদস্য নির্বাচিত হন।

সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে জানিয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ করেছেন। এ ছাড়া সাবেক জ্যেষ্ঠ সচিব মোঃ আলমগীর ও আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান  এই চারজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি । 

ভলোদিমির ওলেক্সান্দ্রোভিচ জেলেনস্কি ২০১৯ সালের ৬ মে থেকে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০ মে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।

মুক্তিযুদ্ধে অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল ১০নং সেক্টরের অধীনে ছিল। ১০নং সেক্টরের কমান্ডার বা প্রধান ছিলো নৌবাহিনীর আটজন বাঙালি কর্মকর্তা এবং এর সদর দপ্তর ছিলো নৌবাহিনীর কমান্ডারের অধীনে।

Related Sub Categories