মনে করি, চতুর্থ সমানুপাতিকটি = ক
সমানুপাতে, ১ম রাশি ৪র্থ রাশি = ২য় রাশি ৩য় রাশি
২৫ থেকে ৫৫ এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে ৭টি। এই ৭টি হলোঃ ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭ এবং ৫৩।
ধরি, সংখ্যাটি x
প্রশ্নমতে,
মনে করি, বৃত্তের ব্যাস = r
বৃত্তের ব্যাসার্ধ
∴ বৃত্তের ক্ষেত্রফল
4 গুণ বৃদ্ধিতে ব্যাস = 4r
4 গুণ বৃদ্ধিতে ব্যাসার্ধ
4 গুণ বৃদ্ধিতে ক্ষেত্রফল
∴ ক্ষেত্রফল বৃদ্ধি = 16 গুণ
দশমিকের পর মোট ৫টি ঘর (১ সহ) হবে। তাই গুণ ফলের ৫ অংক আগে দশমিক বসাতে হবে। অর্থাৎ উত্তর হবে = ০.০০০০১
দেওয়া আছে,
স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল [যেখানে n = পদসংখ্যা]
১ ইঞ্চি সমান ২.৫৪ সেন্টিমিটার (প্রায়)