শুভেচ্ছা
শুভেচ্ছা = শুভ + ইচ্ছা।
ষোড়শ
ষোড়শ = ষট্ + দশ।
রত্নাকর
রত্নাকর = রত্ন + আকর।
গবেষণা
গবেষণা = গো + এষণা।
হিমালয়
হিমালয় = হিম + আলয়।
পঞ্চবটী
পঞ্চবটী = পঞ্চ বটের সমাহার (দ্বিগু সমাস)।
দশানন
দশানন = দশ আনন যার (বহুব্রীহি সমাস)
প্রত্যক্ষ
প্রত্যক্ষ = অক্ষির সম্মুখে (অব্যয়ীভাব সমাস)।
বিভিশিকা
বিভিশিকা = বিভীষিকা
মূহুমুহু
মূহুমুহু = মুহুর্মুহু
মুমুর্ষু
মুমূর্ষু = মুমূর্ষু
দমন করা যায় না যাকে
দমন করা যায় না যাকে = অদম্য।
উপকারীর অপকার করে যে
উপকারীর অপকার করে যে = অকৃতজ্ঞ।
যার তুলনা নেই
যার তুলনা নেই = অতুলনীয়।
অন্ত নেই যার
অন্ত নেই যার = অনন্ত ।
যার কোনো কিছুতে ভয় নেই
যার কোনো কিছুতে ভয় নেই = অকুতোভয় ।