সন্ধি বিচ্ছেদ করুন:
1.

উদ্ধৃত

Created: 6 months ago | Updated: 2 weeks ago

উদ্ধৃত = উৎ + হৃত।

সন্ধি বিচ্ছেদ করুন:
2.

যাচ্ঞা

Created: 6 months ago | Updated: 4 days ago

যাচ্ঞা = যাচ্ + না।

সন্ধি বিচ্ছেদ করুন:
3.

সুবন্ত

Created: 6 months ago | Updated: 3 weeks ago

সুবন্ত = সুপ্ + অন্ত ।

সন্ধি বিচ্ছেদ করুন:
4.

সঞ্চয়

Created: 6 months ago | Updated: 2 weeks ago

সঞ্চয় = সম্ + চয়।

সন্ধি বিচ্ছেদ করুন:
5.

মৃন্ময়

Created: 6 months ago | Updated: 2 weeks ago

মৃন্ময় = মৃৎ + ময়।

অর্থসহ বাক্য রচনা করুন:
6.

গুড়ে বালি

Created: 6 months ago | Updated: 3 weeks ago

গুড়ে বালি (আশায় নৈরাশ্য): আশা করে ছিলাম চাচার সম্পত্তি পাব, এখন দেখছি তা গুড়ে বালি ।

অর্থসহ বাক্য রচনা করুন:
7.

প্রিয়ংবদা

Created: 6 months ago | Updated: 3 weeks ago

প্রিয়ংবদা (প্রিয়ভাষীণি; প্রিয় বাক্য বলে যে নারী): প্রিয়ংবদাকে সকলেই পছন্দ করেন।

অর্থসহ বাক্য রচনা করুন:
8.

ইঁদুর কপালে

Created: 6 months ago | Updated: 2 weeks ago

ইঁদুর কপালে (মন্দভাগ্য): সোহেল অনার্স পাশ করেও চাকরি পেল না, এমন ইঁদুর কপালে আর দেখি নি।

অর্থসহ বাক্য রচনা করুন:
9.

ডুমুরের ফুল

Created: 6 months ago | Updated: 1 week ago

ডুমুরের ফুল (বিরল বা দুর্লভ): পরীক্ষায় ভাল করে বাপ্পি এখন ডুমুরের ফুল হয়ে উঠেছে।

অর্থসহ বাক্য রচনা করুন:
10.

অগাধ জলের মাছ

Created: 6 months ago | Updated: 2 weeks ago

অগাধ জলের মাছ (খুব চালাক): অনিক সাহেবের মতো অগাধ জলের মাছকে তুমি বুদ্ধিতে হারাতে চাও?

কারক ও বিভক্তি নির্নয় করুন:
11.

'ইট পাথরের' বাড়ি বেশ শক্ত

Created: 6 months ago | Updated: 2 weeks ago

ইট পাথরের বাড়ি বেশ শক্ত । = করণে ৬ষ্ঠী বিভক্তি 

কারক ও বিভক্তি নির্নয় করুন:
12.

'জল' পড়ে পাতা নড়ে

Created: 6 months ago | Updated: 2 weeks ago

জল পড়ে পাতা নড়ে । = কর্তৃ কারকে শূন্য বিভক্তি ।

কারক ও বিভক্তি নির্নয় করুন:
13.

তার 'ধর্মে' মতি আছে

Created: 6 months ago | Updated: 3 weeks ago

তার ধর্মে মতি আছে ।  = অধিকরণ কারকে ৭মী বিভক্তি । 

কারক ও বিভক্তি নির্নয় করুন:
14.

সূর্য উঠলে 'অন্ধকার' দূর হয়

Created: 6 months ago | Updated: 2 weeks ago

সূর্য উঠলে অন্ধকার দূর হয় ।  = অধিকরণে শূন্য বিভক্তি।

কারক ও বিভক্তি নির্নয় করুন:
15.

'শিক্ষককে' শ্রদ্ধা করিও

Created: 6 months ago | Updated: 11 hours ago

শিক্ষককে শ্রদ্ধা করিও। = সম্প্রদানে ৪র্থী বিভক্তি ।

প্রত্যয়যোগে শব্দ গঠন করুন:
16.

কারক

Created: 6 months ago | Updated: 22 hours ago

কারক = √কৃ + অক/ ণক

প্রত্যয়যোগে শব্দ গঠন করুন:
17.

দৃশ্য

Created: 6 months ago | Updated: 5 days ago

দৃশ্য = √দৃশ + য ।

প্রত্যয়যোগে শব্দ গঠন করুন:
18.

আত্মীয়

Created: 6 months ago | Updated: 1 day ago

আত্নীয় = আত্নন্ + ঈয়।

প্রত্যয়যোগে শব্দ গঠন করুন:
19.

রাষ্ট্রীয়

Created: 6 months ago | Updated: 13 hours ago

রাষ্ট্রীয় = রাষ্ট্র + ঈয়।

প্রত্যয়যোগে শব্দ গঠন করুন:
20.

হাতল

Created: 6 months ago | Updated: 17 hours ago

হাতল (নাম প্রকৃতি + অল (প্রত্যয়) = হাতল 

৭ই মার্চের ভাষণ ও বাংলাদেশের স্বাধীনতা

১৯৭১ সালের ৭ই মার্চ, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় ও গুরুত্বপূর্ণ দিন। মূলত সেদিনই স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০ লক্ষাধিক লোকের সমাবেশে পাকিস্তানি শাসকের হুমকির মুখেও রেসকোর্স ময়দানে ২৩ বছরের বঞ্চিত, অবহেলিত ও শোষিত বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেন। তাঁর ১৮ মিনিটের অসামান্য ভাষণে রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদৃষ্টির পরিচয় মেলে। সেই দিন বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ নতুন জীবনের মন্ত্রে দীক্ষিত হয়। মুক্তিকামী বাঙালির স্বাধীনতা আন্দোলনের কর্মপন্থা-কৌশল তুলে ধরেন, দেন সঠিক দিকনির্দেশনা। 'আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের উপর আমার অনুরোধ রইল- প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। প্রায় দুইশ বছর ব্রিটিশ শাসন ও তেইশ বছরের পাকিস্তানি শোষণের শিকার বাঙালি জাতি। ১৯৪৭ এর দেশভাগের পর থেকেই পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্ববাংলায় আধিপত্যে বিস্তার করতে নতুন নতুন ষড়যন্ত্রের জাল বিস্তার করতে থাকে। ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত স্বাধীনতা অর্জনের লক্ষ্যে নিরলস সংগ্রাম-আন্দোলন করতে থাকেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৪৮ থেকে শুরু করে ১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৬৬ এর ছয় দফা, উনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের সাধারণ নির্বাচনে জয়লাভ, সর্বোপরি, একাত্তরের মুক্তিযুদ্ধ- এই দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তিনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়কে অবশ্যম্ভাবী করে তোলেন ।

Related Sub Categories