উদ্ধৃত
উদ্ধৃত = উৎ + হৃত।
যাচ্ঞা
যাচ্ঞা = যাচ্ + না।
সুবন্ত
সুবন্ত = সুপ্ + অন্ত ।
সঞ্চয়
সঞ্চয় = সম্ + চয়।
মৃন্ময়
মৃন্ময় = মৃৎ + ময়।
গুড়ে বালি
গুড়ে বালি (আশায় নৈরাশ্য): আশা করে ছিলাম চাচার সম্পত্তি পাব, এখন দেখছি তা গুড়ে বালি ।
প্রিয়ংবদা
প্রিয়ংবদা (প্রিয়ভাষীণি; প্রিয় বাক্য বলে যে নারী): প্রিয়ংবদাকে সকলেই পছন্দ করেন।
ইঁদুর কপালে
ইঁদুর কপালে (মন্দভাগ্য): সোহেল অনার্স পাশ করেও চাকরি পেল না, এমন ইঁদুর কপালে আর দেখি নি।
ডুমুরের ফুল
ডুমুরের ফুল (বিরল বা দুর্লভ): পরীক্ষায় ভাল করে বাপ্পি এখন ডুমুরের ফুল হয়ে উঠেছে।
অগাধ জলের মাছ
অগাধ জলের মাছ (খুব চালাক): অনিক সাহেবের মতো অগাধ জলের মাছকে তুমি বুদ্ধিতে হারাতে চাও?
'ইট পাথরের' বাড়ি বেশ শক্ত
ইট পাথরের বাড়ি বেশ শক্ত । = করণে ৬ষ্ঠী বিভক্তি
'জল' পড়ে পাতা নড়ে
জল পড়ে পাতা নড়ে । = কর্তৃ কারকে শূন্য বিভক্তি ।
তার 'ধর্মে' মতি আছে
তার ধর্মে মতি আছে । = অধিকরণ কারকে ৭মী বিভক্তি ।
সূর্য উঠলে 'অন্ধকার' দূর হয়
সূর্য উঠলে অন্ধকার দূর হয় । = অধিকরণে শূন্য বিভক্তি।
'শিক্ষককে' শ্রদ্ধা করিও
শিক্ষককে শ্রদ্ধা করিও। = সম্প্রদানে ৪র্থী বিভক্তি ।
কারক
কারক = √কৃ + অক/ ণক
দৃশ্য
দৃশ্য = √দৃশ + য ।
আত্মীয়
আত্নীয় = আত্নন্ + ঈয়।
রাষ্ট্রীয়
রাষ্ট্রীয় = রাষ্ট্র + ঈয়।
হাতল
হাতল (নাম প্রকৃতি + অল (প্রত্যয়) = হাতল
১৯৭১ সালের ৭ই মার্চ, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় ও গুরুত্বপূর্ণ দিন। মূলত সেদিনই স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০ লক্ষাধিক লোকের সমাবেশে পাকিস্তানি শাসকের হুমকির মুখেও রেসকোর্স ময়দানে ২৩ বছরের বঞ্চিত, অবহেলিত ও শোষিত বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেন। তাঁর ১৮ মিনিটের অসামান্য ভাষণে রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদৃষ্টির পরিচয় মেলে। সেই দিন বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ নতুন জীবনের মন্ত্রে দীক্ষিত হয়। মুক্তিকামী বাঙালির স্বাধীনতা আন্দোলনের কর্মপন্থা-কৌশল তুলে ধরেন, দেন সঠিক দিকনির্দেশনা। 'আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের উপর আমার অনুরোধ রইল- প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। প্রায় দুইশ বছর ব্রিটিশ শাসন ও তেইশ বছরের পাকিস্তানি শোষণের শিকার বাঙালি জাতি। ১৯৪৭ এর দেশভাগের পর থেকেই পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্ববাংলায় আধিপত্যে বিস্তার করতে নতুন নতুন ষড়যন্ত্রের জাল বিস্তার করতে থাকে। ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত স্বাধীনতা অর্জনের লক্ষ্যে নিরলস সংগ্রাম-আন্দোলন করতে থাকেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৪৮ থেকে শুরু করে ১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৬৬ এর ছয় দফা, উনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের সাধারণ নির্বাচনে জয়লাভ, সর্বোপরি, একাত্তরের মুক্তিযুদ্ধ- এই দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তিনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়কে অবশ্যম্ভাবী করে তোলেন ।