‘উকিল' ও ‘মক্কেল' শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় গ্রহণ করা হয়েছে?
‘উকিল' এবং ‘মক্কেল' হলো আরবি ভাষার শব্দ ।
‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’ এখানে কিংবা’ শব্দটি কোন ধরনের অব্যয়?
'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' এখানে 'কিংবা' শব্দটি বিয়োজক অব্যয়।
‘সর্বাঙ্গে ব্যথা ঔষুধ দিব কোথা’ এখানে ‘ঔষধ কোন কারকে কোন বিভক্তি?
'সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা' এখানে 'ঔষধ' কর্মকারকে শূন্য বিভক্তি।
‘জজ- সাহেব’ কোন সমাজের উদাহরণ?
‘জজ-সাহেব’ কর্মধারয় সমাস (যিনি জজ তিনিই সাহেব)।
‘আইলা’ ও ‘কিরিচ’ কোন ভাষার শব্দ?
'আইলা' ও 'কিরিচ' মলয় ভাষার শব্দ।
‘আধার ঘরের মানিক’ বাগধারার অর্থ কী?
'আধার ঘরের মানিক' বাগধারার অর্থ অত্যন্ত প্রিয়জন।
‘ভুজঙ্গ ’ শব্দের অর্থ কি?
‘ভুজঙ্গ' শব্দের অর্থ সৰ্প; সাপ; অহি ।
‘অভি’ কোন ভাষার উপসর্গ ?
‘অভি’ তৎসম (সংস্কৃত) উপসর্গ ।
‘উদ্ধৃত’ শব্দের সন্ধি বিচ্ছেদ করুন
উদ্ধৃত' শব্দের সন্ধি বিচ্ছেদ হলো উৎ + হৃত ।
‘দু’ বার জন্মে যা’ এক কথায় প্রকাশ করুন।
‘দু'বার জন্মে যা' এক কথায় দ্বিজ
I saw ___one eyed man begging in the street.
o দ্বারা যুক্ত কেবল one এর পূর্বে a বসে
Their car goes 150 miles ___hour .
Their car goes 150 miles an hour.
বাক্যের অর্থঃ তাদের গাড়ি ঘণ্টায় ১৫০ মাইল বেগে যায়।
An idle man cannot Prosper ___Life.
An idle man cannot prosper in life.
বাক্যের অর্থঃ অলস মানুষ জীবনে উন্নতি করতে পারে না
The street of Rajshahi are cleaner than____ of Dhaka.
The Streets of Rajshahi are cleaner than that of Dhaka.
বাক্যের অর্থঃ রাজশাহীর রাস্তা ঢাকার রাস্তার চেয়ে পরিষ্কার।
The Padma abounds ____Hilsha fish.
The Padma abounds with Hilsha fish.
বাক্যের অর্থঃ পদ্মা নদী ইলিশ মাছে পরিপূর্ণ।
আমি, তুমি ও সে স্কুলে যাবে।
আমি, তুমি ও সে স্কুলে যাবে।
= You, he and I will go to the school.
ইকবাল একজন কবি ও দার্শনিক ছিলেন।
ইকবাল একজন কবি ও দার্শনিক ছিলেন।
= Iqbal was a poet and a philosopher.
পিঁপড়া একটি বুদ্ধিমান পোকা
পিঁপড়া একটি বুদ্ধিমান পোকা ।
= The ant is an intelligent insect.
নৌকা ভ্রমন সড়ক পথে ভ্রমনের চেয়ে নিরাপদ।
নৌকা ভ্রমন সড়ক পথে ভ্রমনের চেয়ে নিরাপদ।
= Travelling by boat is safer than travelling by road
দুই-তৃতীয়াংশ ছাত্রছাত্রী আজ স্কুলে উপস্থিত।
দুই-তৃতীয়াংশ ছাত্রছাত্রী আজ স্কুলে উপস্থিত।
= Two-thirds of students attend school.
‘শস্য চিত্রে বঙ্গবন্ধু' নির্মাণে কোন শস্যের চারা ব্যবহার করা হয়েছে?
মুজিব বর্ষে বগুড়ার শেরপুরে ১০০ বিঘা জমির যে বিশাল ‘ক্যানভাসে’ ফুটিয়ে তোলা হয়েছে জাতির পিতার মুখ, তা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে।
রোপণের কৌশলে ধানের চারায় জাতির জনকের যে অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে বগুড়ার শেরপুরে, বিশ্বের সবচেয়ে বড় শস্যচিত্র হিসেবে তা স্থান করে নিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায়।
কোন দেশ বাংলাদেশেকে প্রথম স্বীকৃতি প্রদান করে?
ভুটান বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে।
পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কোন নদীর তীরে?
নবাব সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে ভাগীরথী নদীর তীরে অবস্থিত পলাশীর প্রান্তরে ২৩ জুন, ১৭৫৭ সালে ‘পলাশীর যুদ্ধ' সংঘটিত হয়।
সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন?
সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় ১৭৫৭ সালে। সিপাহী বিদ্রোহের নেতা হাবিলদার রজব আলী ও মঙ্গল পান্ডে। সিপাহী বিদ্রোহ সমর্থন করার ক্ষমতাচ্যুত হন দ্বিতীয় বাহাদুর শাহ । দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসন দেওয়া হয়- রেঙ্গুনে (মিয়ানমার)।
বাংলাদেশের বাইরে কোন মুসলিম দেশে প্রথম শহীদ মিনার নির্মিত হয়?
মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ওমানে গড়ে ওঠে বাংলা ভাষার শহীদ মিনার। কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নির্মিত এই মিনারটি প্রতিষ্ঠিত হয়েছে সেখানকার তৎকালীন রাষ্ট্রদূত গোলাম আকবর খন্দকারের উদ্যোগে।
বাংলাদেশের সরকারের অর্থায়নে, দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় জাপানে।
ইউরোপের প্রথম শহীদ মিনারটি স্থাপিত হয় উত্তর লন্ডনে। ১৯৫২ সালে মাতৃভাষার জন্য আত্মদানকারী শহীদদের স্মরণে এই ওল্ডহ্যাম শহরেই প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশের কেন্দ্রিয় শহীদ মিনারের আদলে দেশের বাইরে প্রথম স্থায়ী শহীদ মিনার।
বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট কতজন আসামী ছিলেন?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে মোট ৩৫ জন কে নিয়ে ১৯৬৮ সালের জানুয়ারি মাসে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় । ১৯ জুন, ১৯৬৮ সালে কুর্মিটোলা সেনানিবাসে এই মামলার কার্যক্রম শুরু হয়। ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে পাকিস্তান সরকার জনরোষের মুখে এই মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়।
কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে?
কম্পিউটার এর মূল মেমোরি সিলিকন চিপ দিয়ে তৈরি। তিন ভাগে বিভক্ত । যথা: প্রধান বা মুখ্য মেমোরি, সহায়ক বা গৌণ মমোরি এবং ক্যাশ মেমোরি বা প্রসেসর মেমোরি।
'আমি বীরঙ্গনা বলছি' গ্রন্থের রচয়িতা কে?
'আমি বীরঙ্গনা বলছি' গ্রন্থের রচয়িতা নীলিমা ইব্রাহিম। উল্লেখ্য, গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৯৫ সালে।
পায়রা সমুদ্রবন্দর কোন চ্যানেলে অবস্থিত ?
পায়রা সমুদ্র বন্দর রামনাবাদ চ্যানেল নদীর তীরে অবস্থিত । পায়রা সমুদ্র বন্দর পটুয়াখালী কলাপাড়া উপজেলায় রামনাবাদ চ্যানেল সংলগ্ন আন্ধারমানিক নদীর পাড়ের টিয়াখালী ইউনিয়ানের ইটবাড়িয়ায় অবস্থিত । এটি দেশের তৃতীয় নির্মানাধীন সমুদ্রবন্দর ।
বর্তমানে বাংলাদেশের কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলমান?
বর্তমানে বাংলাদেশের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলমান। উল্লেখ্য, অষ্টম পঞ্চবার্ষিকীর মেয়াদ ধরা হয়েছে জুলাই, ২০২০ থেকে জুন, ২০২৫ সাল পর্যন্ত ।