ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
1.

অনুক্ষণ

Created: 8 months ago | Updated: 1 day ago

অনুক্ষণ = ক্ষণে ক্ষণে (অব্যয়ীভাব সমাস)। 

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
2.

হাতাহাতী

Created: 8 months ago | Updated: 1 day ago

হাতাহাতী = হাতে হাতে যে যুদ্ধ (ব্যতিহার বহুব্রীহি সমাস)

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
3.

স্কুল পালানো

Created: 8 months ago | Updated: 22 hours ago

স্কুল পালানো = স্কুল থেকে পালানো (৫মী তৎপুরুষ)

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
4.

অনুতাপ

Created: 8 months ago | Updated: 22 hours ago

অনুতাপ = অনুতে (পশ্চাতে) যে তাপ (প্রাদি সমাস)।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
5.

স্মৃতিসৌধ

Created: 8 months ago | Updated: 18 hours ago

স্মৃতিসৌধ = স্মৃতি রক্ষার্থে যে সৌধ (মধ্যপদলোপী কর্মধারয়)।

সন্ধি বিচ্ছেদ করুন:
6.

স্বচ্ছন্দ

Created: 8 months ago | Updated: 22 hours ago

স্বচ্ছন্দ = স্ব + ছন্দ।

সন্ধি বিচ্ছেদ করুন:
7.

দির্গনির্ণয়

Created: 8 months ago | Updated: 1 day ago

দিগ্‌নির্ণয় = দিক্ + নিৰ্ণয় ।

সন্ধি বিচ্ছেদ করুন:
8.

কুজঝটিকা

Created: 8 months ago | Updated: 22 hours ago

কুজ্‌ঝটিকা = কুৎ + ঝটিকা ।

সন্ধি বিচ্ছেদ করুন:
9.

কিন্তু 

Created: 8 months ago | Updated: 22 hours ago

কিন্তু = কিম্ + তু।

সন্ধি বিচ্ছেদ করুন:
10.

যজ্ঞ

Created: 8 months ago | Updated: 22 hours ago

যজ্ঞ = যজ্ + ন।

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
11.

'ফুলে ফুলে' ঘর ভরেছে।

Created: 8 months ago | Updated: 22 hours ago

ফুলে ফুলে ঘর ভরেছে = করণে ৭মী

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
12.

'অন্নহীনে' অন্ন দাও

Created: 8 months ago | Updated: 22 hours ago

অন্নহীনে অন্ন দাও = সম্প্রদানে ৭মী ।

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
13.

অর্থ 'অনর্থ' ঘটায়

Created: 8 months ago | Updated: 22 hours ago

অর্থ অনর্থ ঘটায় = কর্মে শূন্য ।

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
14.

'নদীতে' মাছ আছে

Created: 8 months ago | Updated: 22 hours ago

নদীতে মাছ আছে = অধিকরণে ৭মী। 

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
15.

'ঘোড়ায়' গাড়ি টানে।

Created: 8 months ago | Updated: 1 day ago

ঘোড়ায় গাড়ি টানে = কর্তায় ৭মী। 

প্রত্যয়যোগে শব্দ গঠন করুন:
16.

মানব

Created: 8 months ago | Updated: 1 day ago

মানব = মনু + অ/ষ্ণ ।

প্রত্যয়যোগে শব্দ গঠন করুন:
17.

গায়ক

Created: 8 months ago | Updated: 1 day ago

গায়ক = √গৈ + অক/ ণক ।

প্রত্যয়যোগে শব্দ গঠন করুন:
18.

শুনানি

Created: 8 months ago | Updated: 1 day ago

শুনানি = √শুন্ + আনি ।

প্রত্যয়যোগে শব্দ গঠন করুন:
19.

জলীয়

Created: 8 months ago | Updated: 22 hours ago

জলীয় = জল + ঈয় । 

প্রত্যয়যোগে শব্দ গঠন করুন:
20.

কান্ডারী

Created: 8 months ago | Updated: 1 day ago

কাণ্ডারী = (কর্ণধারী > কাণ্ডারী) আমাদের প্রিয় নবী (সঃ) মানবতার কাণ্ডারী ছিলেন ।

বিপরীত শব্দ লিখুন
21.

আকুঞ্চন

Created: 8 months ago | Updated: 3 days ago

আকুঞ্চন = প্রসারণ ।

বিপরীত শব্দ লিখুন
22.

সচেষ্ট

Created: 8 months ago | Updated: 3 days ago

সচেষ্ট = নিশ্চেষ্ট ।

বিপরীত শব্দ লিখুন
23.

সমষ্টি

Created: 8 months ago | Updated: 2 days ago

সমষ্টি = ব্যষ্টি।

বিপরীত শব্দ লিখুন
24.

ভূত

Created: 8 months ago | Updated: 22 hours ago

ভূত = ভবিষ্যৎ।

বিপরীত শব্দ লিখুন
25.

তেজী

Created: 8 months ago | Updated: 1 day ago

তেজী = নিস্তেজ/ মন্দা ৷

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম

বাঙালীর স্বাধীকার আন্দোলনের নেতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকে চেয়ে গোটা জাতি । নেতা কি স্বাধীনতার ঘোষণা দেবেন? কি নির্দেশ তার? অন্যায়-অবিচার-শোষণের বিরুদ্ধে জনতার সংগ্রাম এবার কোন পথে? চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় মুক্তিপাগল সংগ্রামী জনতা। একাত্তরের সাতই মার্চের বিকালে রেসকোর্সের ময়দানে মঞ্চ তখন প্রস্তুত, সবাই অধীর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালীর নির্দেশ পেতে। আন্দোলন এবং মানুষের আকাঙ্ক্ষা বিবেচনায় রেখেই তেসরা মার্চ পল্টনের ছাত্র সমাবেশে বঙ্গবন্ধু সাতই মার্চের কর্মসূচি ঘোষণা করেছিলেন। একদিকে আন্দোলনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার চাপ; সরাসরি স্বাধীনতার ঘোষণার দাবিতে ছাত্র নেতাদের চাপ, অন্যদিকে আলোচনার পথও খোলা রাখা হয়েছিল । সাতই মার্চের কর্মসূচির আগে ছাত্র নেতা থেকে শুরু করে জাতীয় নেতা পর্যন্ত বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন শেখ মুজিব। ৬ মার্চ রাতে সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমেদসহ আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতার সঙ্গেও কথা হয় তার। ৭ মার্চ সকাল থেকেই ঢাকায় ধানমণ্ডির ৩২ নম্বর বাড়িতে আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং ছাত্র নেতাদের ভিড়। দুপুর ২টার দিকে আব্দুর রাজ্জাক এবং তোফায়েল আহমেদসহ নেতাকর্মীদের নিয়ে শেখ মুজিব তার বাড়ি থেকে রওনা হন সভাস্থলের উদ্দেশ্যে। ঢাকা সেদিন পরিণত হয়েছিল মিছিলের নগরীতে। সোহরাওয়ার্দী উদ্যান সে সময় রেসকোর্স ময়দান নামেই পরিচিত ছিল। মঞ্চে সকাল থেকেই গণসংগীত বাজছিল । ৭ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিতে পারেন- মানুষের মধ্যে এমন প্রত্যাশা তৈরি হয়েছিল । লাঠি, ফেস্টুন হাতে উত্তপ্ত স্লোগানে পুরো সমাবেশ এলাকা মুখর। ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকার রেসকোর্স মাঠে যে ভাষণ দিয়েছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান, সেখানেই এসেছিল স্বাধীনতার ডাক। বঙ্গবন্ধু উচ্চারণ করেন তার চূড়ান্ত নির্দেশনা- “তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে প্রস্তুত থাক। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব- এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব, ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম- এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।”

Related Sub Categories