বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিখিত আত্মজীবনী মূলক প্রথম গ্রন্থ 'অসমাপ্ত আত্মজীবনী'। ২০১২ সালের জুন মাসে বইটি 'দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড' থেকে প্রকাশিত হয়। বইটির প্রকাশক মহিউদ্দিন আহমেদ, প্রচ্ছদ সমর মজুমদার এবং গ্রন্থস্বত্ব ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট'।
খসড়া সংবিধান রচনা কমিটির প্রধান বা সভাপতি ছিলেন ড. কামাল হোসেন। সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা। ছিল ৩৪ জন (৩৩ জন আওয়ামী লীগ দলীয় গণপরিষদ সদস্য এবং একজন ন্যাপ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত। খসড়া সংবিধান প্রণয়ন কমিটি সর্বমোট ৪৭টি (৩০০ ঘণ্টা ব্যয় করে) বৈঠকের মাধ্যমে সংবিধানের খসড়া প্রনয়ণ করে। হস্তলিখিত। সংবিধানের মূল লেখক ছিলেন এ কে এম আবদুর রউফ।
সর্বশেষ ভানুয়াতু LDC হতে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। উল্লেখ্য, LDC থেকে উত্তরণের পথে রয়েছে ৪টি দেশ। এগুলো হলোঃ ভুটান (১৩ ডিসেম্বর, ২০২৩), অ্যাঙ্গোলা (১২ ফেব্রুয়ারি, ২০২৪), সাওটোমে অ্যান্ড প্রিন্সিপে (১৩ ডিসেম্বর, ২০২৪) এবং সলোমন দ্বীপপুঞ্জ (১৩ ডিসেম্বর, ২০২৪)। আর ২৬ ফেব্রুয়ারি, ২০২১ সালে মোট ৩টি দেশ LDC থেকে উত্তরণের জন্য চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছে। এই তিনটি দেশ হলোঃ বাংলাদেশ, নেপাল এবং লাওস। বাংলাদেশ
আগামী ২০২৬ সালে LDC থেকে বের হবে।
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ হলো সেনেগাল (১ ফেব্রুয়ারি, ১৯৭২)।
আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ১৮৬৩ সালে ক্রীতদাস প্রথা বিলুপ্ত করেন ।
উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার প্রচলন করেন লর্ড ক্যানিং (১৮৫৭ সালে)
ঢাকায় “ধোলাই খাল” ইসলাম খান খনন করেন। উল্লেখ্য, ঢাকার প্রথম মুগল সুবাদার ইসলাম খান কর্তৃক ১৬০৮- ১৬১০ খ্রিস্টাব্দে খননকৃত একটি খালের নামানুসারে এলাকাটির নামকরণ করা হয়। খালটি শহরকে সুরক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ নৌ যোগাযোগের সুবিধা প্রদানের উদ্দেশ্যে খনন করা হয় ।
২০২৬ সালের কমনওয়েলথ গেমস হবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায়। উল্লেখ্য, ২০২২ সালের ২২ জুলাই থেকে ৭ আগস্ট ২২তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের বামিংহামে অনুষ্ঠিত হবে।
বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৯ সেপ্টেম্বর, ১৮৯৩ সালে নিউজিল্যান্ডের নারীরা প্রথম ভোটাধিকারের স্বীকৃতি পায় ।