সকল বিষয়

রূপকল্প-২০৪১

জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা' গড়ার প্রত্যয়ে ২০৪১ সালকে বিশেষ বিবেচনায় নিয়েছে সরকার। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা 'রূপকল্প ২০৪১'। জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় অনুমোদিত হয়েছে ‘রূপকল্প ২০৪১ বাস্তবে রূপায়ণ: বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১', গত ২৫ ফেব্রুয়ারি ২০২০। এর ভিত্তিমূলে রয়েছে দুটি প্রধান অভীষ্ট: ১. ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি উন্নত দেশ, যেখানে মাথাপিছু আয় হবে ১২,৫০০ ডলারের বেশি, ২. বাংলাদেশ হবে সোনার
বাংলা, যেখানে দারিদ্র্য হবে সুদূর অতীতের ঘটনা ।

সন্ধি বিচ্ছেদ করুন:
2.

শাঁখারি

Created: 3 months ago | Updated: 3 days ago

শাঁখারি = শাঁখ + আরি ।

সন্ধি বিচ্ছেদ করুন:
3.

দুচ্ছাই

Created: 3 months ago | Updated: 5 days ago

দুচ্ছাই = দুর + ছাই ।

সমাস :
4.

অকাতর

Created: 3 months ago | Updated: 6 days ago

অকাতর = নয় কাতর (নঞ্ তৎপুরুষ সমাস)

Created: 3 months ago | Updated: 5 days ago

উচ্ছৃঙ্খল = শৃঙ্খলাকে অতিক্রান্ত (অব্যয়ীভাব সমাস)।

Created: 3 months ago | Updated: 6 days ago

প্রবচন = প্র (প্রকৃষ্ট রূপ) বচন (প্রাদি সমাস)।

Created: 3 months ago | Updated: 3 days ago

বিচিত্রকর্মা = বিচিত্র কর্ম যার (বহুব্রীহি সমাস)।

বাক্য সংক্ষেপে করুন
8.

ফল পাকলে যে গাছ মরে যায়

Created: 3 months ago | Updated: 5 days ago

ফল পাকলে যে গাছ মরে যায় = ওষধি ।

বাক্য সংক্ষেপে করুন
9.

যে ক্রমামত রোদন করছে

Created: 3 months ago | Updated: 3 days ago

যে ক্রমাগত রোদন করছে = রোরুদ্যমান।

বাক্য সংক্ষেপে করুন
10.

ইন্দ্রয়কে জয় করেছে যে

Created: 3 months ago | Updated: 3 days ago

ইন্দ্রিয়কে জয় করেছে যে = জিতেন্দ্রিয়।

বাক্য সংক্ষেপে করুন
11.

সকলের জন্য প্রযোজ্য

Created: 3 months ago | Updated: 12 hours ago

সকলের জন্য প্রযোজ্য = সর্বজনীন

Created: 3 months ago | Updated: 6 hours ago

আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে 

= আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানী ঘটে।

ইতিমধ্যে যা ঘটেছে তাতেই তাঁর মনবিকার দেখা দিয়েছে 

=  ইতোমধ্যে যা ঘটেছে তাতেই তার মনোবিকার দেখা দিয়েছে।

Created: 3 months ago | Updated: 5 days ago

Cross- examination (জেরা করা) এর সমার্থক হলো Interrogation.

Created: 3 months ago | Updated: 3 days ago

Defraud (ঠকিয়ে নেয়া; প্রবঞ্চিত করা) এর সমার্থক হলো Deceive.

He died of cholera. 

Die of অর্থ রোগে মারা যাওয়া। কিন্তু, Die in অর্থ শান্তিতে মারা যাওয়া। Die from অর্থ কোন কারণে মারা যাওয়া। বাক্যের অর্থঃ সে কলেরায় মারা গেল ।

She is older than her brother.

বাক্যের অর্থঃ তিনি তার ভাইয়ের চেয়ে বয়সে বড়।

Read অর্থ পড়া।

PresentPastPast Participle
ReadReadRead

বাক্যের অর্থঃ আমরা ফুটবল খেলি।

SubjectObjectVerb
WeFootballPlay

Write down the noun of the following verbs:
20.

poor (write noun)

Created: 3 months ago | Updated: 5 days ago

Poor এর Noun হলো Poverty.

Write down the noun of the following verbs:
21.

Sun(write noun)

Created: 3 months ago | Updated: 3 days ago

Sun এর Noun হলো The sun.

Created: 3 months ago | Updated: 3 days ago

আমার বন্ধু নাই বললেই চলে

=  I have few friends.

Created: 3 months ago | Updated: 5 days ago

আমি তাঁকে পড়তে শুনলাম 

= I heard him reading.

Created: 3 months ago | Updated: 3 days ago

তোমরা কি এখানে থাকো? 

= Do you live here?

এখানে, ৩০ কিলোমিটার = ৩০,০০০ মিটার
১ ঘণ্টা = ৩,৬০০ সেকেন্ড

এখন ট্রেনটি স্টেশন অতিক্রমের সময় নিজের দৈর্ঘ্যও অতিক্রম করবে।

কাজেই মোট অতিক্রান্ত দূরত্ব = ৫০০ + ২৫০ = ৭৫০ মিটার ।

ট্রেনটি ৩০,০০০ মিটার অতিক্রম করে = ৩,৬০০ সেকেন্ডে

∴ ট্রেনটি ৭৫০ মিটার অতিক্রম করে  =  ×  = ৯০ সেকেন্ডে।

সমাধান করুন:
26.

2x-3y2x+3y=15  হলে x:y=?

Created: 3 months ago | Updated: 6 hours ago

দেওয়া আছে, 2x-3y2x+3y=15 

10x - 15 y = 2x + 3y 10x - 2x = 3y + 15y  8x=18y  xy =  188 = 94  x : y = 9 : 4

সমাধান করুন:
27.

xy =17 এবং x+2y=5 হলে x=?

Created: 3 months ago | Updated: 1 day ago

দেওয়া আছে, xy =17

  y = 7x

এখন, এই মান প্রদত্ত সমীকরণে বসিয়ে পাই

x+2y=5   x+ (2 × 7x) = 5  x + 14x = 5  x = 515 = 13

বঙ্গবন্ধু স্যাটেলাইট পরিচালনা করে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড ।

Created: 3 months ago | Updated: 1 day ago

TIN এর পূর্ণাঙ্গরূপ হলো Taxpayer's Identification Number. (সরকারি রাজস্ব আদায়ের ক্ষেত্রে এই TIN ব্যবহার করা হয়।)

Created: 3 months ago | Updated: 5 days ago

GDP এর পূর্ণাঙ্গরূপ Gross domestic product.

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বব্যাপী ২১ ফেব্রুয়ারি পালন করা হয় ।

বাংলাদেশের প্রথম সরকার ১০ এপ্রিল ১৯৭১ সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় ।

‘শেষের কবিতা' উপন্যাসটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ।

পদ্মা নদীর উপর নির্মিত সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার ।

বাংলাদেশের সংবিধানের ৫ম তফসিলে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ অন্তর্ভুক্ত করা হয়েছে ।

বাংলাদেশের টাকার মধ্যে ১, ২ এবং ৫ টাকার নোট ব্যাংক নোট নয়। এই তিন নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। বাকি নোটগুলো ব্যাংক নোট । নোটগুলোতে গভর্নরের সাক্ষর থাকে ।

'একাত্তরের যীশু'র পরিচালক হলেন নাসিরুদ্দীন ইউসুফ বাচ্চু । আর এই চলচ্চিত্রটি ১৯৯৩ সালে নির্মিত হয় ।

Related Sub Categories