জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা' গড়ার প্রত্যয়ে ২০৪১ সালকে বিশেষ বিবেচনায় নিয়েছে সরকার। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা 'রূপকল্প ২০৪১'। জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় অনুমোদিত হয়েছে ‘রূপকল্প ২০৪১ বাস্তবে রূপায়ণ: বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১', গত ২৫ ফেব্রুয়ারি ২০২০। এর ভিত্তিমূলে রয়েছে দুটি প্রধান অভীষ্ট: ১. ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি উন্নত দেশ, যেখানে মাথাপিছু আয় হবে ১২,৫০০ ডলারের বেশি, ২. বাংলাদেশ হবে সোনার
বাংলা, যেখানে দারিদ্র্য হবে সুদূর অতীতের ঘটনা ।
শাঁখারি
শাঁখারি = শাঁখ + আরি ।
দুচ্ছাই
দুচ্ছাই = দুর + ছাই ।
অকাতর
অকাতর = নয় কাতর (নঞ্ তৎপুরুষ সমাস)
উচ্ছৃঙ্খল
উচ্ছৃঙ্খল = শৃঙ্খলাকে অতিক্রান্ত (অব্যয়ীভাব সমাস)।
প্রবচন
প্রবচন = প্র (প্রকৃষ্ট রূপ) বচন (প্রাদি সমাস)।
বিচিত্রকর্মা
বিচিত্রকর্মা = বিচিত্র কর্ম যার (বহুব্রীহি সমাস)।
ফল পাকলে যে গাছ মরে যায়
ফল পাকলে যে গাছ মরে যায় = ওষধি ।
যে ক্রমামত রোদন করছে
যে ক্রমাগত রোদন করছে = রোরুদ্যমান।
ইন্দ্রয়কে জয় করেছে যে
ইন্দ্রিয়কে জয় করেছে যে = জিতেন্দ্রিয়।
সকলের জন্য প্রযোজ্য
সকলের জন্য প্রযোজ্য = সর্বজনীন
আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে
আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে
= আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানী ঘটে।
ইতিমধ্যে যা ঘটেঠে তাতেই তাঁর মনবিকার দেখা দিয়েছে
ইতিমধ্যে যা ঘটেছে তাতেই তাঁর মনবিকার দেখা দিয়েছে
= ইতোমধ্যে যা ঘটেছে তাতেই তার মনোবিকার দেখা দিয়েছে।