বাংলাদেশে সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ ও ৭টি তফসিল আছে। তফসিল গুলো হলোঃ (১ম) অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন; (২য়) বিলুপ্ত); (৩য়) শপথ ও ঘোষণা; (৪র্থ) ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী; (৫ম) ১৯৭১ সালের ৭ই মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ভাষণ: (৬ষ্ঠ) ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা এবং (৭ম) ১৯৭১ সালের ১০ এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতা
ঘোষণাপত্র।

২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে গণ্য হবে। জাতিসংঘের সিডিপি তিনটি সূচকের | মানের ভিত্তিতে স্বল্পোন্নত দেশ থেকে বের হওয়ার যোগ্যতা মূল্যায়ন করে। সূচকগুলো হলো মাথাপিছু আয়, মানবসম্পদ ও TO অর্থনৈতিক ভঙ্গুরতা ।

নিম্নোক্ত ভাস্কর্যের ভাস্করের নাম লিখুন-
3.

অপরাজেয় বাংলা

Created: 4 weeks ago | Updated: 10 hours ago

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত একটি ভাস্কর্য। এটি নির্মাণ করেন মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ। অপরাজেয় বাংলা নামকরণটি করেছিলেন মুক্তিযাদ্ধা ও সাংবাদিক সালেহ চৌধুরী (১৯৩৮ - ২০১৭)।

নিম্নোক্ত ভাস্কর্যের ভাস্করের নাম লিখুন-
4.

সংশপ্তক

Created: 4 weeks ago | Updated: 1 week ago

সংশপ্তক বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিতর্পণমূলক ভাস্কর্যগুলোর অন্যতম। এই ভাস্কর্যটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এর স্থপতি শিল্পী হামিদুজ্জামান খান।

নিম্নোক্ত ভাস্কর্যের ভাস্করের নাম লিখুন-
5.

সাবাস বাংলাদেশ

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

সাবাশ বাংলাদেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ভাস্কর্যগুলোর মধ্যে অন্যতম। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী তরুণ মুক্তিযোদ্ধাদের প্রতীকী ভাস্কর্যটি বাংলাদেশের অন্যতম বৃহৎ ভাস্কর্য। শিল্পী নিতুন কুণ্ডু এর তৈরি এই ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।

বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। উল্লেখ্য, হালদা নদী বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার একটি নদী। নদীটি ১০৬ কিলোমিটার দীর্ঘ। নদীটি বাদনাতলী ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে উৎপন্ন । বাংলাদেশের মৎস্য উৎপাদন ক্ষেত্রকে প্রধানত অভ্যন্তরীণ ও সামুদ্রিক এ দুই ভাগে ভাগ করা যায়। অভ্যন্তরীণ উৎসের মধ্যে রয়েছে মুক্ত জলাশয় ও বদ্ধ জলাশয়। মুক্ত জলাশয়ের মধ্যে আছে প্লাবন বিল, কাপ্তাই হ্রদ ও সুন্দরবন ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্র প্রধান হলেন প্রেসিডেন্ট আর সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে নিয়োজিত থাকেন ।

মাতৃতান্ত্রিক উপজাতিঃ গারো, খাসিয়া এবং সাঁওতাল সম্প্রদায়

পিতৃতান্ত্রিক উপজাতিঃ চাকমা, মারমাসহ অন্যান্য সকল উপজাতি

জাতিসংঘের বর্তমান মহাসচিব হলেন আন্তোনিও গুতেরেস (২০১৭-বর্তমান)। আন্তোনিও গুতেরেস পর্তুগাল এর নাগরিক। তিনি জাতিসংঘের একটি আন্তর্জাতিক সংস্থা United Nations High Commissioner for Refugees ( UNHCR) বা জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার এর সাবেক মহাসচিব।

জাতিসংঘের দাপ্তরিক ভাষা ৬টি । যথা: ইংরেজি, স্প্যানিশ, আরবি, ফরাসি, চীনা ও রুশ।

আয়তনে এবং জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন দেশ ভ্যাটিকান। ভ্যাটিক্যানের আয়তন মাত্র ১০৮.৭ একর বা 0.88 বর্গ কি.মি.। সম্পূর্ণ দেশটি ইতালির রাজধানী রোমের মধ্যে অবস্থিত। দেশটি জাতিসংঘের সদস্য দেশ নয়, পর্যকবক্ষক। আর দেশটির বর্তমান রাষ্ট্রপ্রধান হলেন Fernando Vergez Alzaga.

WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালের ৭ এপ্রিলে। এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্ভাব্য সকল উপায়ে সকল মানুষের স্বাস্থ্যের উন্নয়ন সাধন করা। ৩৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী বোর্ডের মাধ্যমে এ সংস্থাটি পরিচালিত হয়।

জি-৭ এর দেশগুলো হলোঃ জাপান, কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি ।

বর্তমানে পৃথিবীর ৩১টি দেশে ৪৫০টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চলমান আছে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্স পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা পূরণ করার জন্য যথাক্রমে প্রথম ও দ্বিতীয় দেশ ।

ইন্টারপোল আন্তর্জাতিক পুলিশ সংস্থা। সদস্য দেশসমূহের মধ্যে অপরাধী অনুসন্ধানের ব্যাপারে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অপরাধীদের গতিরোধ ও গ্রেফতার করে সদস্য দেশকে সহযোগিতা করা সংস্থাটির কাজ । ১৯২৩ সালে ক্ষমা প্রতিষ্ঠিত সংস্থাটির বর্তমান সদর দপ্তর ফ্রান্সের লিওতে অবস্থিত।

১২টি। সর্বশেষ মর্যাদাপ্রাপ্ত দেশ দুটি হলোঃ আয়ারল্যান্ড এবং আফগানিস্তান ।

Created: 4 weeks ago | Updated: 1 week ago

EPI এর পূর্ণরূপ Expanded Program on Immunization.

মানবদেহে হৃৎপিন্ড চারটি মূল প্রকোষ্ঠ দ্বারা বিভক্ত থাকে । এই চারটি হলোঃ ডান অলিন্দ এবং ডান নিলয় আর বাম অলিন্দ এবং বাম নিলয়। একজন প্রাপ্তবয়স্ক মানব দেহে ৬০% পানি থাকে। পানির পরিমাণ বয়সভেদে বিভিন্ন হয়, নবজাতকের ক্ষেত্রে ৭৫% এবং স্থূলকায় ব্যক্তির ক্ষেত্রে ৪৫% ।

পৃথিবীর নিকটতম গ্রহের নাম শুক্র। চাঁদের উপর সর্বপ্রথম পা রাখেন নিল আর্মস্ট্রং।

Related Sub Categories