সকল বিষয়

যে কোন একটি বিষয়ে প্রবন্ধে রচনা করুন:
1.

বঙ্গবন্ধু লেখা গ্রন্থ সমূহ

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago
যে কোন একটি বিষয়ে প্রবন্ধে রচনা করুন:
2.

ডিজিটাল বাংলাদেশ

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

ডিজিটাল বাংলাদেশ

* রূপকল্প ২০২১: 'রূপকল্প ২০২১' হচ্ছে ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে একটি মধ্য আয়ের ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ার চূড়ান্ত সময়কাল। এগারো বছর মেয়াদি (২০১০-২০২১) একটি প্রেক্ষিত পরিকল্পনা (Perspective plan) এবং এর ওপর ভিত্তি করে ষষ্ঠ ও সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের মাধ্যমে কাঙ্ক্ষিত এ রূপকল্প অর্জিত হবে।

* রূপকল্পের ডিজিটাল বাংলাদেশ: ডিজিটাল বাংলাদেশ হচ্ছে সেই সুখী, সমৃদ্ধ, শিক্ষিত জনগোষ্ঠীর বৈষম্য, দুর্নীতি, দারিদ্র ও ক্ষুধামুক্ত বাংলাদেশ, যা প্রকৃতপক্ষেই সম্পূর্ণভাবে জনগণের রাষ্ট্র এবং যার মূখ্য চালিকাশক্তি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। একটি উন্নত দেশ, সমৃদ্ধ ডিজিটাল সমাজ, একটি ডিজিটাল যুগের প্রতিচ্ছবি। ডিজিটাল টুলস ব্যবহার করে দেশ থেকে দারিদ্র ও বৈষম্য দূর করা এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠাসহ ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ করে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ডিজিটাল বাংলাদেশের প্রথম জাতীয় অঙ্গীকার।

ডিজিটাল অগ্রযাত্রার রূপচিত্র :

মোবাইল মানি অর্ডার: এক ঘণ্টার মধ্যে টাকা পৌঁছানোর এ মোবাইল মানি অর্ডার সার্ভিসটি ৯ মে, ২০০৯ ডাক বিভাগ চালু করে।
অনলাইন টেন্ডার: সরকারি ক্ষেত্রে প্রথম ভূমি প্রশাসনে চালু হয় ৪ অক্টোবর, ২০০৯।
ই-ফাইল বা ডিজিটাল ফাইল: ডিজিটাল প্রশাসনের প্রথম ধাপ হিসেবে ৩ জানুয়ারি, ২০১০ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ডিজিটাল নথি নম্বর চালু করে ।
প্রাথমিক পাঠ্যবইয়ের ওয়েব: চালু হয় ৪ জানুয়ারি ২০১০।
৬৪টি জেলার ওয়েব পোর্টাল: (www.dc(zilla name)gov.bd) চালু হয় ৬ জানুয়ারি, ২০১০। 
আইসিটি মোবাইল ল্যাবঃ প্রথমবারের মতো দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সরকারিভাবে এটি চালু হয় ২৩ ফেব্রুয়ারি, ২০১০।
মেশিন রিডেবল পাসপোর্ট: ১ মে, ২০১০ ইস্যু করা হয়। 
অনলাইন জিডি: ঢাকা মেট্রোলিটন পুলিশের থানা গুলোতে ৫ মে, ২০১০ এ কার্যক্রম শুরু হয় । 
ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম): ১৭ জুন ২০১০, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সীমিত পরিসরে কার্যকর হয় ।

* অন্যান্য কার্যক্রমঃ 

SMS-এর মাধ্যমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ম পর্বের ভর্তি প্রক্রিয়া উদ্বোধন ।
 

  • ২৮ টি উপজেলায় আইসিটি রিসোর্স সেন্টার স্থাপনের কার্যক্রম গ্রহণ । ঢাকার কারওয়ান বাজারে আইসিটি ইনকিউবেটর সেন্টার স্থাপন ।
  • দ্রুতগতিসম্পন্ন ব্রডব্যান্ড সার্ভিস প্রদানের জন্য ২ টি WiMAX লাইসেন্স প্রদান সারাদেশে এককোটি ল্যান্ডফোন সংযোগ প্রদান ।
  • দেশের ৮ হাজার গ্রামীণ ডাকঘরকে পর্যায়ক্রমে কমিউনিটি ইনফরমেশন সেন্টারে রূপান্তরের গৃহীত প্রক্রিয়া ৷
  • ২০১১ সালে প্রাথমিক স্তরে ও ২০১৩ সালে মাধ্যমিক স্তরে আইটি শিক্ষা বাধ্যতামূলক করা । ২০১২ সালের মধ্যে ই-কমার্সের জন্য ডিজিটাল স্বাক্ষর প্রবর্তনের নিমিত্তে প্রত্রেয়নকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রকের (Controller of Certifying Authority, CCA) কার্যক্রম শুরু ।
  • কারা, সংস্থাপন মন্ত্রণালয় ও এর অধীনস্থ সকল দপ্তরে ‘ডিজিটাল পদ্ধতির নথি ব্যবস্থাপনা' চালু । পিএইচডি পর্যায়ে গবেষণা পরিচালনার জন্য বঙ্গবন্ধু ফেলোপ পুনঃপ্রবর্তন ।
    ই-গভর্ন্যান্সে উত্তরণ ।
  • ৪ হাজার কম্পিউটার প্রকৌশলী ও বিজ্ঞানী তৈরীর লক্ষ্যে দেশের ১৩টি সরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সলের আওতা ICT Capacity Development Company নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা (প্রক্রিয়াধীন) ।
  • ‘হাইটেক পার্ক প্রতিষ্ঠা’ ও ঢাকার মহাখালীতে ‘আইসিটি ভিলেজ' স্থাপনের পদক্ষেপ। দেশের ১৩৩টি উপজেলায় ‘কমিউনিটি ই-সেন্টার' স্থাপন।
  • উপ-আঞ্চলিক সহযোগিতার লক্ষ্যে ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশের মধ্যে Connectivity প্রতিষ্ঠাকল্পে South Asian Sub-regional Economic Cooperation (SASEC) Information Highway প্রকল্প গ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য ।

ডিজিটাল অবকাঠামো উন্নয়নে দেশের পার্বত্য জেলাগুলোসহ সকল উপজেলায়ে মোবাইল ফোনের নেটওয়ার্কের আওতায় নিয়ে আসাসহ ইন্টারনেট সুবিধা গ্রহণের ব্যবস্থা গ্রহণ ।

দেশব্যাপী ইন্টারনেট সুবিধা সম্প্রসারণের জন্য প্রতিশ্রুত অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপনের লক্ষ্যে বাংলাদেশের জন্য New Generation Network (NGN) ভিত্তিক টেলিকমিউনিকেশন্স ব্যবস্থা প্রকল্পের মাধ্যমে ২০০টি উপজেলাকে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের আওতায় এনে ব্রডব্যান্ড সংযোগ প্রদানের উদ্যোগ গ্রহণসহ সরকারের নানাবিধ যুগান্তকারী পরিকল্পনা, কর্মসূচি এবং প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ার ধারায় রূপকল্পের ডিজিটাল বাংলাদশের পথে এগিয়ে চলেছে দেশ ।

যে কোন একটি বিষয়ে প্রবন্ধে রচনা করুন:
3.

বৈশ্বিক অর্থনীতিতে কোভিড -১৯ এর প্রভাব

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago
যে কোন একটি বিষয়ে প্রবন্ধে রচনা করুন:
4.

নারীর ক্ষমতায়ন

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago
যে কোন একটি বিষয়ে প্রবন্ধে রচনা করুন:
5.

অপসংস্কৃতি ও আমাদের যুবসমাজ

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

মিল-অমিলের এই সংসারে বিবাদ থাকবেই। এই অপ্রাপ্তি আর সীমাহীন আকাঙ্ক্ষার মধ্যেই সুখটাকে পেতে হয়। অগোছালো পৃথিবীটা সাজাতে গিয়ে একটা সময় জীবনের সময়টাই 

২/এ ধানমন্ডি, ঢাকা

১৭.০৫.২০২২

প্রিয় আকাশ

আশা করি ভালোই আছ। আমরাও সবাই ভালো আছি। তোমার গত চিঠি পড়ে জানতে পারলাম তুমি একটি স্মার্ট ফোন কিনেছ। বর্তমান যুগে স্মার্ট ফোন যেমন উপকারী, তেমনি অপকারীও বটে। স্মার্ট ফোনেরা কেনো কোনো অ্যাপস জ্ঞানের পরিধি,বাড়ায়, মানুষকে দক্ষ ও উন্নত করে তোলা আবার কোনো অ্যাপস শুধুই সময় নষ্ট করে, চরিত্র হনন করে, অপকর্মে লিপ্ত হতে উৎসাহ জোগায়। তাই না বুঝে স্মার্টফোন ব্যবহার মোবাইল ফোনে অনর্থক কথা বলা, এস.এম.এস করা, গেম খেলা, বা নানা ধরনের পর্নো ছবি দেখায় লিপ্ত থাকে যুবক-যুবতীরা। এটি একটি নেশার মত যুব সমাজকে গ্রাস করেছে। কানে মোবাইল ফোনের কর্ড লাগিয়ে রাখায় কারোর কথা শুনতে পায় না বা শুনতে চায় না। একটা বেপরোয়া ভাব দেখা যায় এদের মধ্যে। আবার ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়ার সময় কোনো দিকে খেয়াল থাকে না, এতে অকালে অনেক প্রাণ চলে যায় । অনেকে গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলতে বলতে দুর্ঘটনা ঘটিয়ে অনেকের বিপদ ডেকে আনে । অত্যধিক মোবাইল ফোনের ব্যবহারে মস্তিষ্কে ক্যানসারও হতে পারে বলে বিজ্ঞানীরা সমীক্ষা করে জানিয়েছেন ।

ইতি
সাগর

Youth is the golden season of life. In youth mind is soft like clay and can be moulded in any form you like. If we lose the morning hours of life, we shall have to repent afterwards. It is called the seed time of life.

= জীবনের স্বর্ণালী সময় হচ্ছে যৌবন। যৌবনে মনটা থাকে কাদা মাটির মতো, যেমন খুশি তেমন রূপ দেয়া যায়। প্রারম্ভেই সময় অপচয় করলে পরে পস্তাতে হয়। এটাকে জীবনের বীজ বপনের সময় বলা হয়।

প্রশ্নের দু’টি প্রশ্নের উত্তর লিখুন।
10.

’নদী’ অথবা ‘সমুদ্র’ শব্দের পাঁচটি সমার্থক শব্দ লিখুন।

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

নদী' শব্দের প্রতিশব্দঃ শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ, গিরি নিঃস্রাব ।

'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ হলোঃ ঊর্মি, তরঙ্গ, সাগর, সিন্ধু, বারিধি, জলধি, অর্ণব, পাথার।

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

দারিদ্রতা দারিদ্র্য/দরিদ্রতা: শ্রদ্ধাঞ্জলী = শ্রদ্ধাঞ্জলি; উপযোগীতা = উপযোগিতা: বুদ্ধিজীবি = বুদ্ধিজীবী; সমিচীন = সমীচীন।

প্রশ্নের দু’টি প্রশ্নের উত্তর লিখুন।
12.

গঠন অনুসারে বাংলা শ্বদ সমুহের শ্রেণিবিন্যাস করুন

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

গঠন অনুসারে বাংলা শব্দ সমূহ দুই প্রকার। যথা: মৌলিক শব্দ ও সাধিত শব্দ।
মৌলিক শব্দঃ যে সব শব্দকে বিশেষণ করা যায় না বা ভেঙ্গে আলাদা আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমনঃ গোলাপ, নাক, লাল, তিল, পা, মা ইত্যাদি।
সাধিত শব্দঃ যে সব শব্দকে বিশেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলোকে সাধিত শব্দ বলে। যেমনঃ শীতল (শীত + ল), গৌরব (গুরু + ষ্ণ), নেয়ে (না + ইয়া) ইত্যাদি ।

অন্ধের যষ্টি (অপরিহার্য অবলম্বন): শেষ বয়সে নাতিটিই বুড়ির অন্ধের যষ্টি হয়ে রইল।

গোবরে পদ্মফুল (নীচকুলজাত গুণবান ব্যক্তি): ইয়ামিন হলো তার পরিবারের একজন গোবরে পদ্মফুল । 

তাসের ঘর (ক্ষণস্থায়ী): একমাত্র ছেলে পরীক্ষায় ফেল করায় মায়ের স্বপ্ন তাসের ঘরের মত ভেঙ্গে গেল । 

পুকুর চুরি (বড় ধরনের চুরি): পরীক্ষায় নকল করাও পুকুর চুরির সামিল।

তালপাতার সেপাই (ক্ষীণজীবী): আমাদের জীবনটা যেন তালপাতার সেপাই।

ব্যাঙের ছানা = ব্যাঙাচি।

দিনের মধ্য ভাগ = মধ্যাহ্ন।

জয় করার ইচ্ছা = জিগীষা

ময়ূরের ডাক = কেকা

মানের দিক থেকে উত্তীর্ণ = মানোত্তীর্ণ ।

Write an essay on any one of the following using the hints given below.
15.

Changing Role of Women

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago
Write an essay on any one of the following using the hints given below.
16.

The Socio Economic Impact of the COVID-19 Pandemic

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Definition of Pandemic: Unexpected challenges to the prospects of growth and the economy are quite common in Bangladesh; and the country is widely known as a land of natural and manmade disasters. At present, the coronavirus disease (Covid-19)--declared as a global pandemic in January 2020 by the WHO--has strained the humanitarian and socioeconomic system of the entire country. Furthermore, the havoc of the pandemic is still ongoing along with recurrent variation in intensity which has severely affected all aspects of life and economy across the country. The damages are unprecedented in the country's history threatening all dimensions of development outcomes. Since the virus has grown exponentially, the deadly and highly contagious disease has turned from a moderate to a strong category in Bangladesh within a period of three months. Further, as one of the most densely populated country in the world, Bangladesh's healthcare facilities have proved to be too limited to serve more than 165 million people of the country.

Covid – 19 Global health crisis: The sudden onset of the Covid-19 pandemic has brought about deep changes in the Bangladesh economy. During the initial periods, the rural economy displayed an extraordinary resilience to the effects of the pandemic, in sharp contrast to the experience of the country's urban economy. In reality, the performance of the rural and urban economy after the onset of the pandemic has progressed along two different lines-the rural economy flourishing at close to the normal vigour while the urban economy struggled to keep up.

Devastation social, economic and political effects: Since most of the rural economic activities (including farming) remained relatively unaffected from the Covid-19 restrictions, farming and allied activities continued without much hindrances; thus allowing the rural economy to move forward. According to the BBS, GDP growth edged down to a 30-year-low of 3.51% in 2019-20 due to the Covid-19 fallout, while GDP growth has been estimated at 5.43 per cent in 2020-21. The growth in industrial production in 2019-20 dropped to 3.25 per cent and rose to 6.12 per cent in 2020-21 although the rate had been more than 12 per cent for the last couple of years. The manufacturing sector logged more than 14 per cent growth in the fiscal 2018-19 that slipped to 1.8 per cent in 2019-20. The growth turned around to 5.77 per cent in the last fiscal year. For the service sector, growth was 4.16 per cent in 2019-20 which slightly increased to 5.61 per cent in 2020-21. On the other hand, the growth rate in agriculture edged up in 2019-20 to 4.59 per cent which fell in 2020-21 to 3.45 per cent. In fact, the agriculture sector was able to retain a relatively healthy performance in the post-pandemic period mostly on the back of increased rural consumption, relatively stable weather conditions, little disruption in the supply chains, as well as increased government spending on rural support programmes and varied measures to strengthen agricultural and allied sectors in the rural areas.

In order to be comprehensive, the government's response strategy with regard to Covid-19 should be guided by three major objectives: minimise loss of human casualties; reduce the loss of livelihoods especially of the low income populations; and contain adverse growth and employment impact due to Covid-19 related measures. However, since there are complex trade-offs between these objectives, the key for the government would be to ensure a proper balancing among them to minimise the overall adverse impact of the pandemic.

Conclusion: There is no doubt that the pandemic has pushed the rural economy further towards a massive technology upgradation phase with e-commerce channels developing, low ticket electronic items becoming essential commodities, and mobile phones becoming household necessities for education and other purposes. However, the long term compulsion for Bangladesh would be to adopt an integrated disaster and development paradigm, particularly with respect to its ongoing development process. The current paradigm needs to evolve and integrate practical ways to deal with such future crisis for the sake of survivability and sustainability. The experience of Covid-19 has no doubt contributed to some progress in the policy environment; but the reality is that such progress in policy making can only be effective only if the capacity to respond to the complex intersections of economic, social, environmental and other impacts especially on the most vulnerable population increases commensurately.

17.05.2022

The Editor

The Daily Independent. 

Karwan Bazar, Dhaka-1215

Subject: About dumping industrial wages in the rivers. 

Sir,

I would be very pleased if you publish the following article in your renowned daily. 

Regards
Md. Mohidul Islam

The Shitalakhya River is a tributary of the Brahmaputra. It has nearly become dead due to industrial waste and chemical. Hundreds of factories situated near the river are dumping garment factory waste, dyeing chemicals, polythene, printing, fertilisers, cement factory waste violating industrial and environmental laws. Toxic water that goes down the drains from those factories finally end in the river. These toxic substances mixed in river water affect the health of the people and many are suffering many diseases including skin infections and diarrhoea. Even domestic animals are affected due to toxic substances in river water, but no effective measures have been taken to improve the situation.

Regards
Md. Mohidul Islam

আসুন প্রথমেই দেখে নেই এই Passage টিতে কি বলা হয়েছে।

এখনকার সময়ে চাহিদার চেয়ে যোগান বেশি। এই কারণে এই পণ্যের বিভিন্ন কোম্পানির সাথে বেশি প্রতিযোগিতা চলে। প্রত্যেকেই তাদের পণ্যগুলির নাম ও গুণাগুণ সম্পর্কে Customer দের জানাতে চায়। এগুলো বিজ্ঞাপনের মাধ্যমে তারা করে । থাকে। পত্রিকা ও পোস্টারের মাধ্যমে তারা বিজ্ঞাপন দেয়। রেডিও অনুষ্ঠানে তারা পণ্য সম্পর্কিত গান প্রচার করে। স্যাম্পল । বিক্রির জন্য তারা আকর্ষণীয় নারী নিয়োগ দিয়ে থাকে। মাঝে মাঝে তারা Prize competition এর ব্যবস্থা করে বিজয়ী। ঘোষণা করে থাকে। আর Passage টির শেষের দিকে এসে বলা হচ্ছে যে, কোনো পণ্যকে Best মনে করেই তা আমরা কিনি। বিজ্ঞাপন আমাদেরকে এমনটা ভাবতে শেখায়। অবশ্য কেউ কেউ এটা বলতে দ্বিধা করে না যে বিজ্ঞাপনগুলি কি সঠিক বলছে। আসুন, এবার আমরা প্রশ্নের সমাধানে চলে যাইঃ

a) Some advertisements found in the passage are: (i) advertisements in newspapers and posters, (ii) advertisements in the radio channels, (iii) Advertisements on the screens of local cinemas, (iv) advertisements through TV channels.
b) As advertisements persuade customers to buy their own particular product, so producers spend much money on advertising. 
c) Sales girls distribute samples of some products attract the mass-attention.
d) Now-a-days, advertisements is a very important matter while taking decision of buying in the monopolistic competitive market, so I think we buy goods because they are advertised. 
e) Some people do attracted by the advertisements because they think it is the best and advertisement is the thing that make them think so.

Change the following sentences as directed.
20.

He ( to reach) the station the train left.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

He (to reach) the station before the train left. 

= He had reached the station before the train left. বাক্যের অর্থঃ ট্রেন ছাড়ার পূর্বে সে স্টেশনে পৌঁছেছিল 

Change the following sentences as directed.
21.

I can not call ____ mind what happen there.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

I can not call mind what happened there. 

= I can not call forth mind what happened there. বাক্যের অর্থঃ সেখানে কী ঘটেছিল তা আমি মনে করতে পারছি না ।

Change the following sentences as directed.
22.

His behavior surprised me ( Make it passive)

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

His behavior surprised me. 

= I was surprised at his behaviour. বাক্যের অর্থঃ আমি তার ব্যবহারে অবাক হয়েছিলাম ।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

“Do you think that honesty is the best policy?” said the teacher.

=  The teacher asked if honesty is the best policy?

 বাক্যের অর্থঃ শিক্ষক জিজ্ঞেস করলেন, “তুমি কি মনে করো সততাই সর্বোৎকৃষ্ট পন্থা' ।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

 Although he can not read English, he has bought an English newspaper. 

বাক্যের অর্থঃ ইংরেজি না পড়তে পারলেও সে ইংরেজি পত্রিকা কিনেছে ।

Change the following sentences as directed.
25.

He will be waiting for me___ I come.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

He will be waiting for me until I come. 

বাক্যের অর্থঃ আমি না আসা পর্যন্ত সে অপেক্ষা করতে থাকবে।

Change the following sentences as directed.
26.

He will be lest you don’ fall ill.

Created: 4 weeks ago | Updated: 1 week ago

Be careful lest you don't fall ill. 

= Be careful lest you should fall ill. বাক্যের অর্থঃ সতর্ক হও নইলে অসুখে পড়বে।

Change the following sentences as directed.
27.

You had better ( to speak) fall ill.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

You had better speak the truth. 

বাক্যের অর্থঃ তোমার বরং সত্য বলাই শ্রেয়।

Change the following sentences as directed.
28.

The train            the station after we had arrived.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

The train left the station after we had arrived. 

= বাক্যের অর্থঃ স্টেশনে পৌঁছানোর পর ট্রেন ছেড়ে চলে গেল ।

Change the following sentences as directed.
29.

Ruma is the best in the class ( Make it negative)

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Ruma is the best student in the class. 

= No other student in the class is as good as Ruma. বাক্যের অর্থঃ রুমা এই ক্লাসের সবচেয়ে ভালো বালিকা ।

মার্ক জুকারবার্গ ও তাঁর তিন বন্ধু মিলে ২০০৪ সালে নির্মাণ করেছিলেন ফেসবুক। প্রথমে তা কেবল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু পরে এর জনপ্রিয়তার কারণে এটি সকলের কাছে উন্মুক্ত করা হয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ম্যানলো পার্কে ফেসবুকের সদর দপ্তর অবস্থিত। মার্ক জুকারবার্গ বর্তমানে ফেসবুকের চেয়ারম্যান এবং সিইও ।

বাংলাদেশে সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ ও ৭টি তফসিল আছে। তফসিল গুলো হলোঃ (১ম) অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন; (২য়) বিলুপ্ত); (৩য়) শপথ ও ঘোষণা; (৪র্থ) ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী; (৫ম) ১৯৭১ সালের ৭ই মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ভাষণ: (৬ষ্ঠ) ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা এবং (৭ম) ১৯৭১ সালের ১০ এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতা
ঘোষণাপত্র।

২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে গণ্য হবে। জাতিসংঘের সিডিপি তিনটি সূচকের | মানের ভিত্তিতে স্বল্পোন্নত দেশ থেকে বের হওয়ার যোগ্যতা মূল্যায়ন করে। সূচকগুলো হলো মাথাপিছু আয়, মানবসম্পদ ও TO অর্থনৈতিক ভঙ্গুরতা ।

নিম্নোক্ত ভাস্কর্যের ভাস্করের নাম লিখুন-
34.

অপরাজেয় বাংলা

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত একটি ভাস্কর্য। এটি নির্মাণ করেন মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ। অপরাজেয় বাংলা নামকরণটি করেছিলেন মুক্তিযাদ্ধা ও সাংবাদিক সালেহ চৌধুরী (১৯৩৮ - ২০১৭)।

নিম্নোক্ত ভাস্কর্যের ভাস্করের নাম লিখুন-
35.

সংশপ্তক

Created: 4 weeks ago | Updated: 1 week ago

সংশপ্তক বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিতর্পণমূলক ভাস্কর্যগুলোর অন্যতম। এই ভাস্কর্যটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এর স্থপতি শিল্পী হামিদুজ্জামান খান।

নিম্নোক্ত ভাস্কর্যের ভাস্করের নাম লিখুন-
36.

সাবাস বাংলাদেশ

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

সাবাশ বাংলাদেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ভাস্কর্যগুলোর মধ্যে অন্যতম। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী তরুণ মুক্তিযোদ্ধাদের প্রতীকী ভাস্কর্যটি বাংলাদেশের অন্যতম বৃহৎ ভাস্কর্য। শিল্পী নিতুন কুণ্ডু এর তৈরি এই ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।

বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। উল্লেখ্য, হালদা নদী বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার একটি নদী। নদীটি ১০৬ কিলোমিটার দীর্ঘ। নদীটি বাদনাতলী ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে উৎপন্ন । বাংলাদেশের মৎস্য উৎপাদন ক্ষেত্রকে প্রধানত অভ্যন্তরীণ ও সামুদ্রিক এ দুই ভাগে ভাগ করা যায়। অভ্যন্তরীণ উৎসের মধ্যে রয়েছে মুক্ত জলাশয় ও বদ্ধ জলাশয়। মুক্ত জলাশয়ের মধ্যে আছে প্লাবন বিল, কাপ্তাই হ্রদ ও সুন্দরবন ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্র প্রধান হলেন প্রেসিডেন্ট আর সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে নিয়োজিত থাকেন ।

মাতৃতান্ত্রিক উপজাতিঃ গারো, খাসিয়া এবং সাঁওতাল সম্প্রদায়

পিতৃতান্ত্রিক উপজাতিঃ চাকমা, মারমাসহ অন্যান্য সকল উপজাতি

জাতিসংঘের বর্তমান মহাসচিব হলেন আন্তোনিও গুতেরেস (২০১৭-বর্তমান)। আন্তোনিও গুতেরেস পর্তুগাল এর নাগরিক। তিনি জাতিসংঘের একটি আন্তর্জাতিক সংস্থা United Nations High Commissioner for Refugees ( UNHCR) বা জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার এর সাবেক মহাসচিব।

জাতিসংঘের দাপ্তরিক ভাষা ৬টি । যথা: ইংরেজি, স্প্যানিশ, আরবি, ফরাসি, চীনা ও রুশ।

আয়তনে এবং জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন দেশ ভ্যাটিকান। ভ্যাটিক্যানের আয়তন মাত্র ১০৮.৭ একর বা 0.88 বর্গ কি.মি.। সম্পূর্ণ দেশটি ইতালির রাজধানী রোমের মধ্যে অবস্থিত। দেশটি জাতিসংঘের সদস্য দেশ নয়, পর্যকবক্ষক। আর দেশটির বর্তমান রাষ্ট্রপ্রধান হলেন Fernando Vergez Alzaga.

WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালের ৭ এপ্রিলে। এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্ভাব্য সকল উপায়ে সকল মানুষের স্বাস্থ্যের উন্নয়ন সাধন করা। ৩৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী বোর্ডের মাধ্যমে এ সংস্থাটি পরিচালিত হয়।

জি-৭ এর দেশগুলো হলোঃ জাপান, কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি ।

বর্তমানে পৃথিবীর ৩১টি দেশে ৪৫০টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চলমান আছে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্স পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা পূরণ করার জন্য যথাক্রমে প্রথম ও দ্বিতীয় দেশ ।

ইন্টারপোল আন্তর্জাতিক পুলিশ সংস্থা। সদস্য দেশসমূহের মধ্যে অপরাধী অনুসন্ধানের ব্যাপারে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অপরাধীদের গতিরোধ ও গ্রেফতার করে সদস্য দেশকে সহযোগিতা করা সংস্থাটির কাজ । ১৯২৩ সালে ক্ষমা প্রতিষ্ঠিত সংস্থাটির বর্তমান সদর দপ্তর ফ্রান্সের লিওতে অবস্থিত।

১২টি। সর্বশেষ মর্যাদাপ্রাপ্ত দেশ দুটি হলোঃ আয়ারল্যান্ড এবং আফগানিস্তান ।

Created: 4 weeks ago | Updated: 1 week ago

EPI এর পূর্ণরূপ Expanded Program on Immunization.

মানবদেহে হৃৎপিন্ড চারটি মূল প্রকোষ্ঠ দ্বারা বিভক্ত থাকে । এই চারটি হলোঃ ডান অলিন্দ এবং ডান নিলয় আর বাম অলিন্দ এবং বাম নিলয়। একজন প্রাপ্তবয়স্ক মানব দেহে ৬০% পানি থাকে। পানির পরিমাণ বয়সভেদে বিভিন্ন হয়, নবজাতকের ক্ষেত্রে ৭৫% এবং স্থূলকায় ব্যক্তির ক্ষেত্রে ৪৫% ।

পৃথিবীর নিকটতম গ্রহের নাম শুক্র। চাঁদের উপর সর্বপ্রথম পা রাখেন নিল আর্মস্ট্রং।

পারদ স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে । সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন ।

ইউরিয়া সার থেকে উদ্ভিদ নাইট্রোজেন ব্যবহার করে । সালফারের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয় ।

চিকনগুনিয়া ভাইরাসজনিত জ্বর, যা এডিস মশার কামড়ে ছড়ায়। ‘চিকনগুনিয়া' শব্দটি কিমাকন্ডি ভাষার শব্দ ।

Related Sub Categories