যা বলা হয়নি -অনুক্ত।
যা খুব দীর্ঘ নয় -নাতিদীর্ঘ
বৃক্ষ = বৃক্ষকুল।
শিক্ষক = শিক্ষকবৃন্দ ।
অধম = উত্তম।
অনস = পরিশ্রমী।
শারিরিক = শারীরিক।
আবশ্যকীয় = আবশ্যক।
অন্ধের যষ্টি (অপরিহার্য অবলম্বন): শেষ বয়সে নাতিটিই বুড়ির অন্ধের যষ্টি হয়ে রইল।
দুধের মাছি (সুসময়ের বন্ধু): সুদিনে দুধের মাছির অভাব হয় না, কিন্তু দুর্দিনে একজনও মিলে না।
He sat ____ a tree.
He sat under a tree.
বাক্যের অর্থঃ তিনি গাছের নিচে বসেছিলেন।
May I come ____ sir?
May I come in sir?
বাক্যের অর্থঃ আমি কি আসতে পারি?
The cow lives____ grass.
The cow lives on grass.
বাক্যের অর্থঃ গরু ঘাস খেয়ে বাঁচে।
সূর্য পশ্চিম দিকে অস্ত যায়।
সূর্য পশ্চিম দিকে অস্ত যায়।
= The Sun sets in the West.
তিনি সত্য কথা বলেন।
তিনি সত্য কথা বলেন।
= He speaks the truth.
আমি আমার দেশকে ভালোবাসি
আমি আমার দেশকে ভালোবাসি।
= I love my country very much.
তিনি গতকাল এসছেন।
He came yesterday
I saw ____old man.
I saw an old man.
বাক্যের অর্থঃ আমি বৃদ্ধ একজন লোক দেখেছিলাম।
Tanvir is ___ tallest boy in the class.
Tanvir is the tallest boy in the class.
বাক্যের অর্থঃ তানভীর ক্লাসের সবচেয়ে লম্বা বালক ।
Gold is _____valuable metal.
Gold is a valuable metal.
বাক্যের অর্থঃ স্বর্ণ মূল্যবান ধাতু ।
suppose
smaller number=x
Larger number= (x+115)
As question,
x+(x+115)=535
x=420/2
smaller number=210
Lager number=210+115=325
১ + ২ + ৩ + . . . . . . . . . . . . + ২৩ = ?
এখানে, ১ম পদ, a = ১; সাধারণ অন্তর, d = ২ - ১ = ১; এবং n = ২৩
∴ ২৩তম পদের সমষ্টি
কত?
বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত মোট ১৭টি সংশোধনী আনা হয়েছে। সর্বশেষ ১৭তম সংশোধনী পাস হয় ৮ জুলাই, ২০১৮ সালে।
বাংলাদেশের সংবিধানের ৬৬(১) অনুযায়ী সংসদ সদস্য পদে নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স ২৫ বছর হতে হবে।
বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কয়টি?
বাংলাদেশ জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০ জন। এর মধ্যে ৫০ জন হলো সংরক্ষিত নারী আসনে নির্বাচিত মহিলা সদস্য।
বাংলাদেশের প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি?
বাংলাদেশের প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ ভুটান। দেশটি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ৬ ডিসেম্বর, ১৯৭১ সালে (৬ ডিসেম্বর ভুটান এবং ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় কিন্তু ভুটান ভারতের ২ ঘন্টা আগে স্বীকৃতি দেয়।)
বাংলাদেশের বিখ্যাত মনিপুরি নাচ কোন অঞ্চলের?
মণিপুরী নৃত্যের ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রাজ্য মনিপুরী উদ্ভূত। মৈরাং (মতান্তরে সিলেটের কমলগঞ্জ) ছিল মনিপুরী সংস্কৃতির কেন্দ্রস্থল।
চীনের দুঃখ কোন নদীকে বলা হয়?
হুয়াংহো নদী অর্থাৎ পীতনদীকে ‘চীনের দুঃখ' বলা হত। প্রাচীন চীনে প্রায়ই হুয়াংহো নদী ছাপিয়ে উঠে সবকিছু বন্যায় ভাসিয়ে দিত বলে এই নদীর নাম ছিল 'চিনের দুঃখ'। এর ফলে চীনের জনগণের জীবনে নেমে এসেছে অবর্ণনীয় দুঃখদুদর্শী।
আয়তনে বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি?
আয়তনে বিশ্বের বৃহত্তম এবং গভীরতম মহাসাগর হল প্রশান্ত মহাসাগর। এর আয়তন ১৫,৫৫,৫৭,০০০ বর্গ কিলোমিটার ।
ঐতিহাসিক ছয় দফা কে পেশ করেন?
১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি পেশ করেন।
বঙ্গবন্ধু মাতার নাম কি?
বঙ্গবন্ধুর মাতার নাম সায়েরা বেগম। উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ বর্তমান গোপালগঞ্জ (সাবেক ফরিদপুর) জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ লুৎফর রহমান ও মাতার নাম সায়েরা খাতুন। দুই ভাই ও চার বোনের মধ্যে তিনি পিতা-মাতার তৃতীয় সন্তান ।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন এম এ জি ওসমানি ।