রাষ্ট্রপতির নিকট কোনো বিল পেশ করার ১৫ দিনের মধ্যে পাশ করতে হয়।
বাংলাদেশের সংবিধানের জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র এই চারটি মূলনীতি ।
আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ হলো ময়মনসিংহ (১০,৬৯৯ বর্গ কিলোমিটার বা ৪,১১৬ বর্গমাইল)।
বাংলাদেশের বৃহত্তম তথ্য বাতায়নের বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
IBRD এর পূর্ণরূপ International Bank for Reconstruction।
UNHCR এর পূর্ণরূপ হলোঃ United Nations High Commissioner for Refugees বা জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন।
NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization (উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট) ।
অক্টোবর ২৪-২৭ তারিখ ২০১৭ সালে ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে অনুষ্ঠিত সংস্থাটির আন্তর্জাতিক পরামর্শক কমিটি (IAC) বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো ১৩০টি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দলিল, নথি ও বক্তৃতাকে যাচাই-বাছাই করে ৭৮টি বিষয়কে সংস্থার Memory of the World Register এ অন্তর্ভুক্তির সুপারিশ করে। এরপর ৩০শে অক্টোবর ২০১৭ সালে UNESCO'র মহাপরিচালক ইরিনা বোকোভা ঐ ৭৮টি বিষয়কে Memory of the World Register এ অন্তর্ভূক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। এর মধ্যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ অন্যতম। এটাই UNESCO'র এ যাবৎ স্বীকৃতিপ্রাপ্ত ৪২৭টি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে প্রথম অলিখিত ভাষণ ।
বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম ভারতের কলকাতায় সফর করেন ।
অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের প্রকাশক দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, মতিঝিল, ঢাকা।
হেড মাইন্ডেড ডিস্পেলের সাথে সংযোগ থাকে হেড ট্যাকিং।
কাবাডি খেলা প্রথম শুরু হয় ভারতে ।
অবচয় হলো সম্পত্তি ব্যবহারের বার্ষিক চার্জ যা ধার্যের ফলে সম্পত্তি ও মালিকানাস্বত্ত্ব হ্রাস পায়।
মজুদযোগ্য ব্যয়ের দুইটি উপাদানঃ প্রথমটি হলো প্রারম্ভিক মজুদ এবং দ্বিতীয়টি হলো বিবিধ মজুদ।
ঘোষিত লভ্যাংশ পরিশোধ করার ফলে প্রদেয় লভ্যাংশ নামক দায় কমে যাবে। আর নগদ টাকা লভ্যাংশ বাবদ প্রদান করা হলে নগদ টাকা অর্থাৎ সম্পদ কমে যাবে।
কি প্রভাবঃ প্রদেয় লভ্যাংশ নামে যে দায়টা সৃষ্টি হয়েছিল লভ্যাংশ ঘোষণা করার সময় সেটা পরিশোধের কারণে কমে যাবে। অর্থাৎ হ্রাস পাবে।